কলকাতা : ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । কাঁকসার তৃণমূল ( TMC ) নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে। '


শুভেন্দু আরও লেখেন ' ভিডিওতে দেখুন, একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। '


অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে, এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে!


 






এর আগে পটাশপুরে গিয়েও শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন, 'এই জেলার এক এসপি আছেন। অমরনাথ। কয়লা ভাইপো এসেছিলেন। কয়লা ভাইপোর মিছিলে জলের বোতল হাঁটছেন। নবজোয়ার না তিহাড় যাত্রা - জানি না আমরা। এই হচ্ছে পুলিশ অফিসারদের পরিণতি। মমতা মানুষের সমর্থনে নেই। মমতা তার পার্টির সঙ্গে মানুষ নেই। ' গোপীবল্লভপুরে গিয়ে শুভেন্দু বলেন, 'পুলিশ দিয়ে অত্যাচার হচ্ছে। জঙ্গলমহলকে দাবিয়ে রাখা যায় না। ... যত অত্যাচার হবে মানুষ প্রতিরোধ গড়বে। মমতা এখানে আসার রাস্তা চিনত না। আমি চিনিয়েছিলাম। এখন ক্ষীর খাচ্ছে। ভাইপো ৪ হাজার পুলিশ নিয়ে এসে নবজোয়ারের নামে অত্যাচার করেছে। যতদিন যাচ্ছে, ততই ঝাঁঝালো হচ্ছে রাজনৈতিক দলগুলির আক্রমণ, পাল্টা আক্রমণ। এখন মানুষের রায় কোনদিকে যায় , তা জানা যাবে ১১ জুলাই।