নয়াদিল্লি: রাজনীতি বড় অনিশ্চিত জায়গা। মাত্র পাঁচ বছরে ফের বদলে যেতে চলেছে পাশার দান, খুব বড় হেরফের না হলে অন্ধ্রের (Andhra Pradesh Election Result 2024) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু (TDP Chief Chandrababu Naidu To Be CM)। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ১৭৫ আসনের বিধানসভায় টিডিপি, বিজেপি এবং জনসেনার পার্টির জোট ১৫০টি আসনে এগিয়ে। লোকসভা আসনের নিরিখে ২৫টির মধ্যে ২১টিতে এগিয়ে এই জোট। জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে এই ভোটে। সূত্রের খবর, বিকেলের দিকে রাজভবনে যেতে পারেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন রেড্ডি। সম্ভবত ইস্তফা দেবেন তিনি।


যা পরিস্থিতি...
 ওয়াইএসআর কংগ্রেসের যে কজন প্রার্থী এগিয়ে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম জগন। তিনি এগিয়ে রয়েছেন পুলিভেন্দুলা থেকে। আর চিপুরিপাল্লে থেকে তাঁর সতীর্থ বচা সত্যনারায়ণা। অন্য দিকে, হইহই করে এগিয়ে গিয়েছে টিডিপি, বিজেপি এবং জনসেনার সাফল্যের চাকা। সূত্রের খবর, টিডিপি প্রধান এর মধ্যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ফোন করেছেন। তাঁরা এই সাফল্যের শুভেচ্ছাও জানান চন্দ্রবাবু নাইডুকে। উল্টো দিক থেকে, এই জয়ের জন্য এনডিএ জোটকে ধন্যবাদ জানান চন্দ্রবাবুও। গণনা পুরোপুরি শেষের আগেই বিজয়ওয়াড়ায় টিডিপি অফিসের বাইরে উদযাপনের মেজাজ দেখা গিয়েছে।


যা ঘটল...
গণনা যত এগিয়েছে, তত নিজেদের ফলাফলে হতাশ হয়ে পড়েছেন ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীরা। তাঁদের মতে, সামাজিক উন্নয়ন প্রকল্পের উপর অতিরিক্ত ভরসাই কাল হল ওয়াইএসআর-প্রধানের।তবে একই সঙ্গে টিডিপি-প্রধানের গ্রেফতারি, উন্নয়নের স্লথ গতি এবং রাজ্যে নতুন বড় কোনও বিনিয়োগ  না আসা ক্রমে জগনের দল নিয়ে সাধারণ মানুষের মনে বিতৃষ্ণা তৈরি করে। বার বার একাধিক প্রার্থী বদল করে সাধারণ মানুষের ক্ষোভ সামলানোর একাধিক চেষ্টা জগন করেছিলেন বটে, কিন্তু আখেরে ওয়াইএসআর কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের সমস্ত চেষ্টাই যে অন্ধ্রের মানুষ প্রত্যখ্যান করেছেন সেটা স্পষ্ট। বেকারত্বের মতো একাধিক ইস্যুতে নজর না দিয়ে স্রেফ সামাজিক প্রকল্পের বাস্তবায়নে ভরসা করার কৌশলও যে কাজে দেয়নি, সেটাও হয়তো দেরিতে উপলব্ধি করতে চলেছেন জগন্মোহন রেড্ডি।
তার উপর, লোকসভা ভোটের আগে, বিজেপি এবং জবসেনা পার্টির সঙ্গে আসন সমঝোতা হয় টিডিপি-র। এক্সিট পোলে এই জোটের ভাল ফলের পূর্বাভাস দেওয়া ছিল লোকসভা ভোটে। সেই পূর্বাভাস ছাপিয়ে, আরও বেশি সংখ্যক আসনে এগিয়ে এনডিএ জোট।


 


আরও পড়ুন:উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি