কলকাতা : প্রথম দফায় বঙ্গে তিন আসনে ভোট রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই তিন কেন্দ্রে ৩৭ জন প্রার্থীর মধ্যে ১০ জনই কোটিপতি। তাঁদের জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের এই তিন লোকসভা আসনে ভোট রয়েছে।
সোমবার এই কেন্দ্রগুলির প্রার্থীদের জমা দেওয়া হলফনামা স্ক্রুটিনি করে দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, তিন নির্দল, বিজেপি ও তৃণমূলের দুই জন করে প্রার্থী এবং সিপিএম-কংগ্রেস ও আরএসপির একজন করে প্রার্থী কোটিপতি। এই তালিকায় শীর্ষে রয়েছেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। তিনি জলপাইগুড়ি থেকে লড়ছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। আলিপুরদুয়ারের এসইউসিআই প্রার্থী চন্দন ওঁরাও সবথেকে গরিব। ২২ মার্চ দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ টাকার পরিমাণ ১২০০ ও স্ত্রীর হাতে ৭০০। ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ২৫,৫০০ টাকা। স্ত্রীর ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ৪৩ টাকা। অর্থাৎ, তাঁর সম্পত্তির পরিমাণ ২৬৭০০ টাকা ও স্ত্রীর ৭৪৩ টাকা। পরে ২৬ মার্চ জমা দেওয়া হলফনামা থেকে জানা গেছে, চন্দন ওঁরাওয়ের হাতে নগদ টাকার পরিমাণ ৯০০ ও স্ত্রীর ৭০০। ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ৫০০ ও ৯৯৭৪ টাকা। স্ত্রীর গচ্ছিত অর্থ ৪৩ টাকা। অর্থাৎ, তাঁর মোট অর্থ রয়েছে- ১১,৩৭৪ টাকা ও তাঁর স্ত্রীর ৭৪৩ টাকা।
হলফনামা থেকে আরও জানা গেছে, পাঁচ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে চারজনের বিরুদ্ধে গুরুতর মামলা রুজু হয়েছে। আরও জানা গেছে, এই প্রার্থীদের মধ্যে ১৬ জনই অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০ জনের গ্র্যাজুয়েট অথবা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। একজন প্রার্থী নিজেকে নিরক্ষর ঘোষণা করেছেন। ২১ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ১৫ জন রয়েছেন ৫১ থেকে ৭০ বছরের মধ্যে। একজন প্রার্থী ৭১ বছর বয়সি।
হটস্পট কোচবিহার-
প্রথম দফার তিন কেন্দ্রের মধ্যে অন্যতম হটস্পট হয়ে রয়েছে কোচবিহার আসনটি। কারণ, সাম্প্রতিক সময়ে একাধিকবার এখানে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দিনহাটাতেই সম্প্রতি রাজ্য ও কেন্দ্রের দুই মন্ত্রীর মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে চার প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি। বিজেপি এখানে এবারেও প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik)। অন্যদিকে, ২০২১-এ বিধানসভা ভোটে জয় ছিনিয়ে নেওয়া জগদীশচন্দ্র বর্মণ বাসুনিয়ার উপর ভরসা রেখেছে তৃণমূল। বামেদের তরফে ভোট লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।