কলকাতা: রবিবার রাজ্যে ফের ভোট। তৃতীয় দফায় ভোটের লাইনে ৭ জেলা -- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও বীরভূম।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ ৫৬ বিধানসভা আসনে। আলিপুরদুয়ারে ভোট ৫টি আসনে, জলপাইগুড়িতে ৭টি আসনে, দার্জিলিং-এ ভোট ৬টি আসনে, উত্তর দিনাজপুরের আসন সংখ্যা ৯, দক্ষিণ দিনাজপুরে ৬, মালদায় ১২ এবং বীরভূমে ১১টি আসনে ভোট।
প্রার্থী ৩৩ জন মহিলা সহ ৩৮৩ জন। ১৩ হাজার ৬৪৫ ভোটকেন্দ্রে তাঁদের ভাগ্য পরীক্ষা ১ কোটি ২২ লক্ষ ভোটারের হাতে। বীরভূমের ১১ টি আসনের মধ্যে ৭টি কেন্দ্র মাওবাদী উপদ্রুত। সেখানে সকাল ৭টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভোট। বাকিগুলিতে সকাল ৭টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ভোট।
তৃতীয় দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজর কমিশনের। ৬৭৫টি বুথে হাজির থেকে ভোটদান প্রক্রিয়ায় নজরদারি মাইক্রো অবজার্ভারদের। ওয়েব কাস্টিং ১৫৭টি বুথে। বিধানসভা ভোটের প্রথম দু’দফায় বিভিন্ন জেলায় গণ্ডগোলের ছবি সামনে এসেছে। তবে কমিশন সূত্রে খবর, তৃতীয় দফার ভোটকে নির্বিঘ্ন করতে কড়া নজরদারি ও জোরদার নিরাপত্তা।
রবিবারের ভোটে নজরদারিতে রয়েছে ১১০টি রেসপন্স টিম। ১৩১টি। ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি)। ১৯৬টি ফ্লাইং স্কোয়াড। ৯৪টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস)। ৭৯৭টি ভ্রাম্যমাণ নজরদারি ভ্যান। তৃতীয় দফার ভোটে বিভিন্ন বুথে মোট এক হাজার পাঁচশো ষোলটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মধ্যে ৩৬৭টি সিসিটিভি ক্যামেরা রয়েছে বীরভূমে। মালদায় ২৮৯টি সিসিটিভি ক্যামেরা।
রবিবার যে সব জায়গায় ভোট, তার মধ্যে উত্তেজনাপ্রবণ এলাকার সংখ্যা ৩ হাজার ৯৮৫। কমিশন সূত্রে খবর, যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট, তার মধ্যে ভীত ভোটারের সংখ্যা ১৬ হাজার ৩১৫। মালদায় এমন ভোটার ৭ হাজার ৭৫২ জন। বীরভূমে সংখ্যাটা ৫ হাজার ৫৬৬ জন। কমিশনের আশ্বাস, সব ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা দেখা হবে।
রবিবার তৃতীয় দফার ভোটগ্রহণ রাজ্যের ৫৬ আসনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 02:49 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -