নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি রয়েছে বছর খানেক। তার আগে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, তিন রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে (Three States Assembly Elections 2023)। বুধবারই তার নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আর তাতে শতায়ু ভোটারের সংখ্যা নজর কেড়েছে। ভোটার তালিকায় আরও ২ লক্ষের বেশি নতুন নাম উঠেছে, তাতে আড়াই হাজারের বেশি মানুষের বয়স ১০০-র বেশি বলে জানাল নির্বাচন কমিশন। 


আড়াই হাজারের বেশি মানুষের বয়স ১০০-র বেশি


এ দিন সাংবাদিক বৈঠক করে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। তাতে জানানো হয়, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে এ বার মোট ভোটারের সংখ্যা ৬২.৮ লক্ষ। এই তিন রাজ্য থেকে এ বার ভোটার তালিকায় নাম উঠেছে ২ লক্ষ ২৮ হাজার মানুষের। এর মধ্যে ৯৭ হাজার ভোটারের বয়স ৮০ বছরের বেশি ( Assembly Elections 2023)।


শতায়ু ভোটারদের উল্লেখ করে নির্বাচন কমিশন জানায়,  তালিকায় নতুন যে ২ লক্ষ ২৮ হাজার নাম যুক্ত করা হয়েছে, তার মধ্যে শতোর্ধ্ব ভোটারের সংখ্যা ২ হাজার ৬০০। বুধবার সাংবাদিক বৈঠক করে এই পরিসংখ্যান তুলে ধরেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 


এর আগে, গত বছর নভেম্বর মাসে কমিশনের তরফে জানানো হয় যে, ভারতে মোট শতোর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ২.৫ লক্ষ। সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, দেশে এই মুহূর্তে দেশে ৮০ ঊর্ধ্বে বয়স, এমন ভোটারের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৫৩ হাজার ৩৪৭। শতায়ু বা শতোর্ধ্ব ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৫ বহাজার ৫৯৮। সেই অনুযায়ী কৈশোরের গণ্ডি না পেরনো ভোটারের সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ ৩৪ হাজার ৩৪১, যাঁদের বয়স ১৯ থেকে ১৯-এর মধ্যে। ২০ থেকে ২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ২০ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ৪৩৬।


আরও পড়ুন: Assembly Election 2023 Date: ২ লক্ষের বেশি নয়া ভোটার, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত


তিন রাজ্যের মধ্যে ত্রিপুরার ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১৮-র তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি, প্রায় ২ লক্ষ ৪০ হাজার। শুক্রবার চিফ ইলেক্টোরাল অফিসার কিরণ দীনকর গহিট্টে জানান, গত বছর ৯ ডিসেম্বর থেকে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়।


ভারতে মোট শতোর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ২.৫ লক্ষ


ত্রিপুরার মোট ভোটারের মধ্যে ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন ভোটার পুরুষ। সেখানে মহিলা ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫। রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৭৭।  প্রথম বার ভোট দেবেন ৬৫ হাজার ৪৪ জন। তার মধ্যে আবার পুরুষের সংখ্যা ৩৪ হাজার ৭০৪ , মহিলা ভোটারের সংখ্যা ৩০ হাজার ৩২৮  এবং রূপান্তরকামী ভোটারের সংখ্যা ১২। ত্রিপুরায় অশীতিপর ভোটার রয়েছেন ৩৮ হাজার ৩৯ জন। শতোর্ধ্ব ভোটারের সংখ্যা ৬৭৯।