কলকাতা : মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের 'কুরুচিকর মন্তব্য' নিয়ে ভোটের আগে তোলপাড় বঙ্গ রাজনীতি। মঙ্গলবারই প্রচারে বের হয়ে তৃণমূলের বিপক্ষে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু আক্রমণের পারদ এতটাই চড়ে যায় যে তা তৃণমূলের কাছে অনেকটাই আপত্তিকর বলে মনে হয়েছে। আর তাই বুধবার সকালেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের এই প্রতিনিধি দলে ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। 


অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর ভাষায় আক্রমণের পর দিলীপের উপর ক্ষুব্ধ হয়েছে বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে শোকজ  নোটিসও পাঠানো হয়েছে বলে খবর। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে পাঠানো শোকজে বলা হয়েছে, 'এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী, এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি'।  


এদিকে দিলীপ দলের শোকজের পর দুঃখপ্রকাশ করলেও, সুর নিচু করেননি। প্রশ্ন তুলেছেন, 'মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই? শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?' 


সবমিলিয়ে দিলীপ প্রসঙ্গে তপ্ত রাজনীতি।  


আরও পড়ুন :


'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল