কলকাতা: লোকসভা নির্বাচনের প্রচারে বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। দিলীপের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাল জোড়াফুল শিবির। দিলীপের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তারা। (Election Commission) এ নিয়ে জেলাতরফের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।


চিঠি লিখে দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের মহিলা এবং পুরুষ প্রতিনিধিরা সেই নিয়ে কমিশনে যাবেন বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা সম্পর্কে দিলীপ কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তৃণমূলের। 


মঙ্গলবার তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, বর্ধমান-দুর্গাপুরে বিজেপি-র প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন, যা প্রায় সব সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা জরুরি।




তৃণমূলের অভিযোগপত্র।


আরও পড়ুন: Debasree Chowdhury:মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই 'দেওয়াল লিখন' বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর, কী বললেন তিনি?ABP Ananda LIVE


কী ভাষায় দিলীপ মমতাকে আক্রমণ করেন, তারও বিশদ বর্ণনা দিয়েছে তৃণমূল। দিলীপকে উদ্ধৃত করে লেখা হয়, "দিদি গোয়ায় গিয়ে বলে, ‘আমি গোয়ার মেয়ে’, ত্রিপুরায় বলে আমি ‘ত্রিপুরার মেয়ে’, বাপ তো ঠিক করুন! যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” ব্যক্তিগত আক্রমণ নিয়ে আগেই সতর্ক করেছিল কমিশন। তৃণূলের অভিযোগ পাওয়ার পরই জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রমাণ মিললে দিলীপকে শোকজও করা হতে পারে। এ নিয়ে দিলীপের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, "যা বলার বলে দিয়েছি। বিতর্ক করার সুযোগ করে দিয়েছি আমি।"


তৃণমূলের দাবি, দিলীপের এই মন্তব্যে শুধুমাত্র নির্বাচনী আচরণবিধিই লঙ্ঘিত হয়নি, দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিকের মরাযাদাহানি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্যাদারই পরিপন্থী নয় এই মন্তব্য, তাঁর চরিত্র, সম্ভ্রমও নিয়েও আক্রমণ করা হয়েছে, যাতে সরাসরি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে।


দিলীপের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের সুর শোনা গিয়েছে তৃণমূলের অন্দরে। মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বেলাগাম আক্রমণ করেন দিলীপ। সেই নিয়ে এদিন বর্ধমানে প্রচার সেরে বেরনোর সময় অসন্তোষের মুখে পড়েন দিলীপ। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেয় তৃণমূল।