TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী 

Jana Garjan Sabha Live: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা-অভিষেক। সব খবর সরাসরি।

ABP Ananda Last Updated: 10 Mar 2024 03:34 PM
Jonogorjon Sabha Live Update: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ? রইল পূর্ণাঙ্গ তালিকা
ক্লিক করুন: লোকসভা ভোটে তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা

TMC Candidate List 2024: তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ পাঠান

তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। তালিকায় রয়েছেন ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য।

TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী 

এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী 

TMC Candidate List: হুগলিতে লড়াইয়ে দুই দিদি

হুগলিতে এবার লোকসভা ভোটে লড়াইয়ে নামছেন দুই দিদি। বিজেপির হয়ে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়

TMC Candidate List: লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট বিজেপি থেকে আসা ৪ জনের

লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেলেন বিজেপি থেকে আসা ৪ জন। তাঁরা হলেন, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।

Jonogorjon Sabha Live Update: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ? রইল পূর্ণাঙ্গ তালিকা
ক্লিক করুন: লোকসভা ভোটে তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা

Jonogorjon Sabha Live: কেষ্টগড়ে কে প্রার্থী? ডায়মন্ড হারবারে থাকছেন অভিষেকই?

বীরভূম: শতাব্দী রায়
বোলপুর: অসিতকুমার মাল


কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
রানাঘাট: মুকুটমণি অধিকারী


মেদিনীপুর: জুন মালিয়া
ঘাটাল: দেব 


কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা দক্ষিণ: মালা রায়


যাদবপুর: সায়নী ঘোষ
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
জয়নগর: প্রতিমা মণ্ডল
মথুরাপুর: 



বহরমপুর: ইউসুফ পাঠান 
জঙ্গিপুর: খলিলুর রহমান
মুর্শিদাবাদ: আবু তাহের খান


কাঁথি: উত্তম বারিক
তমলুক: দেবাংশু ভট্টাচার্য

Jonogorjon Sabha Live: তৃণমূলের প্রার্থী তালিকায় বিষ্ণুপুর থেকে আসানসোল, কোথায় কে?

বিষ্ণুপুর: সুজাতা খাঁ


পুরুলিয়া: শান্তিরাম মাহাতো


ঝাড়গ্রাম: কালীপদ সোরেন


বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার
বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ
আসানসোল: শত্রুঘ্ন সিন্হা


 

Jonogorjon Sabha Live: বাকি কোন আসনে কোন তৃণমূল প্রার্থী?

বনগাঁ: বিশ্বজিৎ দাস
বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট: হাজি নুরুল ইসলাম
ব্যারাকপুর: পার্থ ভৌমিক
দমদম: সৌগত রায় 


বাঁকুড়া: অরূপ চক্রবর্তী

Jonogorjon Sabha Live: আপনার কেন্দ্রে কে তৃণমূলের প্রার্থী হচ্ছেন?

দার্জিলিং: গোলাপ লামা


জলপাইগুড়ি: নির্মলচন্দ্র রায়


আলিপুরদুয়ার: প্রকাশ চিক বরাইক 


বালুরঘাট: বিপ্লব মিত্র


রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী 


কোচবিহার: জগদীশ বর্মা বাসুনিয়া


মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা দক্ষিণ: শাহনাওয়াজ আলি রেহান


হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ: রূপালি বাগ
শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়


হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া: সাজদা আহমেদ

Loksabha Election TMC Candidate: ব্রিগেড থেকে লোকসভার তৃণমূল প্রার্থী ঘোষণা

৪২টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী ঘোষণা। 


কোচবিহার: তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া 
আলিপুরদুয়ার: তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী বিধায়ক নির্মলচন্দ্র রায় 
দার্জিলিং: তৃণমূল প্রার্থী গোপাল লামা
রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 
বালুরঘাট: তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র 

Jonogorjon Sabha Live: 'আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন'

'আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন', মেট্রো প্রকল্প নিয়ে মোদিকে তোপ মমতার

Mamata Banerjee: ব্রিগেডে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্রিগেডে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Jono Gorjon Sabha Live: আগে চোরেরা চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়: অভিষেক

আগে চোরেরা চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

Abhishek Banerjee: আজকের ব্রিগেড গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড: অভিষেক

'আজকের ব্রিগেড তৃণমূলের সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড। এই ব্রিগেড ১১ লক্ষ ৩৬ হাজার মানুষের, যাঁদের প্রাপ্য টাকা দেয়নি বিজেপি। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন', হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Jono Gorjon Sabha Live Update: বিজেপির কাছে টাকা আছে, তৃণমূলের কাছে মানুষ: অভিষেক 

বিজেপির কাছে টাকা আছে, তৃণমূলের কাছে মানুষ: অভিষেক 

Abhishek Banerjee: ১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখালাম: অভিষেক

১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখালাম: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Jono Gorjon Sabha Live Update: ব্রিগেড সভামঞ্চের দিকে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্রিগেডের সভায় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে ব্রিগেড সভামঞ্চের দিকে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Candidate List 2024: হুগলিতে কি বিজেপির লকেটের বিরুদ্ধে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়? 

তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। হুগলিতে কি বিজেপির লকেটের বিরুদ্ধে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়? 

Lok Sabha Election: তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রয়াত সিপিএম নেতার মেয়ে, খবর সূত্রের

তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রয়াত সিপিএম নেতার মেয়ে, খবর সূত্রের। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীও প্রার্থী হতে পারেন।

TMC Candidate List 2024: যাদবপুরের বদলে হুগলি থেকে প্রার্থী হতে পারেন মিমি?

যাদবপুরের বদলে হুগলি থেকে প্রার্থী হতে পারেন মিমি? লোকসভা ভোটের টিকিট পেতে পারেন বিধায়ক রাজ চক্রবর্তী, খবর সূত্রের।  উত্তরবঙ্গে প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

Jono Gorjon Sabha Live Update: জনগর্জন সভায় যোগ দেওয়ার জন্য ব্রিগেডের দিকে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

জনগর্জন সভায় যোগ দেওয়ার জন্য ব্রিগেডের দিকে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

TMC Candidate List: তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী

তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী।  ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় সায়নী ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটে এবারও প্রার্থী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় অর্জুন সিংহ, ভোটে এবারও প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিন্হা, খবর সূত্রের।

Mamata Banerjee: উত্তর প্রদেশ, মেঘালয় ও অসমের মোট চার প্রার্থীর নামও এ দিন ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর প্রদেশ, মেঘালয় ও অসমের মোট চার প্রার্থীর নামও এ দিন ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশ ও মেঘালয় থেকে ১ জন করে এবং অসম থেকে ২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।

Jono Gorjon Sabha Live Update: জনগর্জন সভা থেকে ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ। ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আসনে তৃণমূলের কোন প্রার্থী? ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, খবর সূত্রের। প্রথমবার ব্রিগেডের সভা থেকে প্রার্থী ঘোষণা তৃণমূলের।

TMC Jono Gorjon Sabha Update: জনগর্জন সভাতেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা

আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আজই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই প্রথম তৃণমূলের ব্রিগেডে থাকছে র‍্যাম্প। মূল মঞ্চের পাশে রয়েছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র‍্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র‍্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।

Jono Gorjon Sabha Live Update: আজ ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা

আজ ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা। তার আগে শনিবার সভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র‍্যাম্প। 

TMC Jono Gorjon Sabha Update: ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ

ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ। মূল মঞ্চের পাশে থাকছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র‍্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র‍্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা।

Firhad Hakim on Jono Gorjon: 'ব্রিগেড হচ্ছে বাংলার বঞ্চনার প্রতিবাদে, বাংলার জনতা গর্জন করবে'

'অনেকদিন পরে আমরা ব্রিগেড করছি। সেই ব্রিগেড হচ্ছে বাংলার বঞ্চনার প্রতিবাদে। বাংলার জনতা গর্জন করবে। লোকসভার আগে এটা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে জানাতে হবে বাংলাকে কীভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে।'  বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

TMC Jono Gorjon Sabha Update: রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা

রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন অনেকে।  

Jono Gorjon Sabha Live Update: সুপার সান ডে-তে আজ বঙ্গ রাজনীতির মেগা ডার্বি

সুপার সান ডে-তে আজ বঙ্গ রাজনীতির মেগা ডার্বি। গতকাল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা, আর আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। একই সঙ্গে হাইকোর্টের অনুমোদন নিয়ে সন্দেশখালিতেও সভা করবে বিজেপি।

TMC Jono Gorjon Sabha live: সকাল থেকে ব্রিগেডমুখী তৃণমূল-জনতা

জনগর্জন সভাস্থলে আসতে শুরু করেছেন সমর্থকরা। সকাল থেকে ব্রিগেডমুখী তৃণমূল-জনতা।

Jono Gorjon Live Update: তৃণমূলের ব্রিগেডে র‍্যাম্প চমক, হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা

তৃণমূলের জনগর্জনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ব্রিগেডে থাকছে র‍্যাম্প চমক। হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা। জেলা থেকে কলকাতায় কর্মী-সমর্থকরা। ক্যাম্পে থাকা-খাওয়ার ব্যবস্থা।

TMC Jono Gorjon Sabha: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা?

আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা-অভিষেক।

Jono Gorjon Sabha Live: তৃণমূলের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

রবিবারে তৃণমূলের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। হাওড়া, শিয়ালদা-সহ বেশ কয়েকটি জায়গা থেকে মিছিল করে আসবেন তৃণমূল কর্মীরা।

প্রেক্ষাপট

Jana Garjan Sabha: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা-অভিষেক।


 


TMC Brigade Rally: তৃণমূলের জনগর্জনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ব্রিগেডে থাকছে র‍্যাম্প চমক। হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা। জেলা থেকে কলকাতায় কর্মী-সমর্থকরা। ক্যাম্পে থাকা-খাওয়ার ব্যবস্থা।


 


Traffic Update: তৃণমূলের ব্রিগেডের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০ সেক্টরে ভাগ। নিরাপত্তার চাদরে কলকাতা। ড্রোনে নজরদারি। 


 


Brigade Rally in Kolkata: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে শুভেন্দু-সুকান্ত। হাইকোর্টের নির্দেশে আজ ন্যাজাটের আক্রাতলায় সভা করবে বিজেপি। রাজ্যের ১৪৪ ধারার যুক্তি খারিজ।


 


 


রবিবারে তৃণমূলের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। হাওড়া, শিয়ালদা-সহ বেশ কয়েকটি জায়গা থেকে মিছিল করে আসবেন তৃণমূল কর্মীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.