চুঁচুড়া: নির্বাচনী প্রচারে গিয়ে ফের নির্বাচন কমিশনকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘের বসে রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুযোগ পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। মানুষের কষ্ট, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে আক্রমণ শানালেন মমতা। এতদিন ধরে নির্বাচন করানো নিয়েও কমিশনকে বেঁধেন মমতা। (Mamata Banerjee)


বুধবার হুগলির চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান মমতা। সেখানে প্রচার সভা থেকেই কমিশনকে আক্রমণ করেন তিনি। বলেন, "আয়ুষ্মান ভারতের আওতায় ৭০ বছরের পর সকলকে চিকিৎসা দেবেন বলছেন মোদিবাবু। আপনার নিজের বয়স কত হয়েছে, একবারও গুনে দেখেছেন? নির্বাচনের আগেই বা কেন বলেননি? আমরা তো সব নির্বাচনের আগে করেছি। নির্বাচনের সময় এসব বলেল নির্বাচনী আদর্শ আচরণবিধির লঙ্ঘনহয়। মোদিবাবু আপনি নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভাঙছেন।" (Election Commission)


কমিশনকে বিঁধে মমতা বলেন, "নির্বাচন কমিশন তো কলের পুতুল! মোদি ঘোরাচ্ছেন, ঘুরছেন। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলছে। আর বুঝি কাজ নেই দেশে? সব কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। পাঁচ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায়, তাহলে চার বছরে সব কাজ হবে কী করে? এই গরমে এত কষ্ট হচ্ছে মানুষের, কমিশন কি একবারও এসে দেখে গিয়েছে? নিজেরাতে এসি ঘরে বসে আছেন, কী করে বুঝবেন? শুধু মোদিবাবুকে সুযোগ দেওয়ার জন্য বসে রয়েছে কমিশন। বাংলার প্রতি অন্যায়ের প্রতিবাদে তাই একজন কমিশনার ইস্তফা দিয়ে চলে যান আগেই।"


আরও পড়ুন: উত্তপ্ত সন্দেশখালি, হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কী আবেদন?


এর আগেও, একাধিক বার কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা। বিজেপি-র নেতা-মন্ত্রীরা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে চললেও কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেন তিনি। মমতা বা তৃণমূলই নয় শুধু, অন্য বিরোধী দলগুলিও কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে। প্রচারে ঘৃণাভাষণ দেওয়া সত্ত্বেও বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। 


এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গত দু'বছরে নির্বাচনী আদর্শ আচরণ বিধি নিয়ে রোজ অন্তত ৭০০০ অভিযোগ জমা পড়েছে কমিশনে। ১৪ মে পর্ন্ত cVIGIL অ্যাপ এবং কমিশনের পোর্টালের মাধ্যমে ৪ লক্ষ ২২ হাজার ৪৩২ অভিযোগ জমা পড়েছে। Suvidha পোর্টালের মাধ্যমে ২ লক্ষ ৩১ হাজার ৪৭৯ হাজার অভিযোগ জমা পড়ে। কিন্তু বিরোধীদের বিরুদ্ধে কমিশন সক্রিয় হলেও, বিজেপি-র বিরুদ্ধে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিরোধীদের।