শিবাশিস মৌলিক, রায়পুর (বাঁকুড়া) : তৃতীয় দফার ভোট (Third Phase Loksabha Election 2024) সবে শেষ। রাজ্যে এখনও বাকি চার দফা। ভোট আবহে আক্রমণ-পাল্টা আক্রমণের ঝাঁঝ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এবার বাঁকুড়ায় তৃণমূলের 'চোর চোর' স্লোগানের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে। তাঁকে ঘিরে উঠল 'গো ব্যাক' স্লোগানও। এরপর 'গদ্দার' স্লোগানেও মেজাজে হারান বিরোধী দলনেতা। স্লোগান শুনে তেড়ে যান তিনি। পাত্রসায়র থেকে রায়পুর আসার পথে সারেঙ্গার ঠিক আগে এই ঘটনা ঘটে।
কী ঘটনা ?
বাঁকুড়ার রায়পুরে রোড শো করেন শুভেন্দু অধিকারী। প্রার্থী রয়েছেন সুভাষ সরকার। এর আগে বিষ্ণুপুরের দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থনে পাত্রসায়রে প্রচার সারছিলেন বিরোধী দলনেতা। পাত্রসায়র থেকে রায়পুর আসার পথে সারেঙ্গার ঠিক আগে একটি জায়গায় শুভেন্দুর যেখান থেকে গাড়ি নিয়ে আসার কথা, সেই জায়গায় হঠাই বিরোধী দলনেতাকে ঘিরে তাঁর আসার পথের পাশ থেকে মাইক লাগিয়ে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। 'শুভেন্দু হটাও', 'জয় বাংলা' স্লোগানে এলাকায় শোরগোল পড়ে যায়।
তাতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। তিনি তাঁদের সঙ্গে কথা বলতে যেতে চান। সেখানে রাজ্য পুলিশ উপস্থিত ছিল। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এই স্লোগান-চিৎকার কেন বলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এই সময় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। সেখানে বিশেষ আলো ও চোঙের ব্যবস্থা করা হয়েছিল। ফলে, পূর্ব-পরিকল্পিতভাবে এই প্রতিবাদ বলে মনে করছে বিজেপি। অন্যদিকে, রাজ্য পুলিশের পাইলট থাকা সত্ত্বেও, তাঁর রুটে কেন এই ধরনের বিক্ষোভ তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "সামনে দাঁড়িয়ে পুলিশ করাচ্ছে। মমতার পুলিশ। আমার সঙ্গে মস্তানি।"
এদিকে লোকসভা ভোটের মধ্য়েই, আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সন্দেশখালিতেও এই ফর্ম বিলি করেছে তৃণমূল। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। এনিয়ে এদিন বাঁকুড়ার সভায় শুভেন্দু বলেন, "এখন বলছে ডিসেম্বরে বাড়ি দেব। আবাসে বাড়ি দেব। চুরির লাইসেন্স রিনিউ করছে। আজকে সন্দেশখালিতে গেছিল ভুয়ো ফর্ম নিয়ে, গাছে বেঁধে রেখেছে। আপনাদের কাছে গেলে আপনারাও গাছে বেঁধে রাখবেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।