IPPB Jobs: ভারতীয় ডাকবিভাগে এবারে ৫৩টি শূন্যপদে নিয়োগ হবে। এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ৪৫ বছরের মধ্যে বয়স হলেই এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। বেতন মিলবে বার্ষিক সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত। যদিও এটি কোনও স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। দেখে নিন কোন পদে কোন কোন বিভাগে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, কী যোগ্যতাই বা দরকার।


শূন্যপদ


ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank Recruitment) মোট ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এগুলি সবই হল এক্সিকিউটিভ পোস্ট। এর মধ্যে তিনটি বিভাগ রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ কনসালট্যান্ট এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্টের জন্য শূন্যপদ আছে ২৮টি, এক্সিকিউটিভ কনসালট্যান্টের জন্য শূন্যপদ ২১ টি এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্টের জন্য ৫টি শূন্যপদ রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে।


কাজের জায়গা


বেশিরভাগ ক্ষেত্রেই নয়াদিল্লিতে হবে এই কাজের পোস্টিং। তবে কিছুক্ষেত্রে পোস্ট অনুযায়ী চেন্নাইতেও কাজের জায়গা দেওয়া হতে পারে সংস্থার পক্ষ থেকে। কোন পদের জন্য কোথায় কাজ করতে হবে তা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।


বয়সসীমা


ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank Recruitment) এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদে কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। এক্সিকিউটিভ (কনসালট্যান্ট) পদে কাজের জন্য বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যদিকে সিনিয়র কনসালট্যান্ট পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।


বেতন কাঠামো


ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কোনও প্রার্থী নির্বাচিত হলে এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদের জন্য বার্ষিক ১০ লাখ টাকা বেতন পাবেন। অন্যদিকে কনসালট্যান্ট পদে কাজের জন্য বেতন পাবেন বার্ষিক ১৫ লাখ টাকা এবং সবশেষে সিনিয়র কনসালট্যান্ট পদের জন্য প্রার্থীর বেতন হবে বার্ষিক ২৫ লাখ টাকা।


কীভাবে প্রার্থী নির্বাচন হবে


এই পদের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউর মাধ্যমেই হবে বাছাই। তবে সংস্থা চাইলে গ্রুপ ডিসকাশন, অনলাইন টেস্ট বা অ্যাসেসমেন্ট আয়োজন করতে পারে। বাছাই করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে।


কাজের মেয়াদ


এই কাজ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে। প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে তারপর তাঁর দক্ষতার উপর বিচার করে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ান হতে পারে।


আবেদনের ফি


ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে আবেদনের জন্য প্রার্থীকে ৭৫০ টাকা (অসংরক্ষিত প্রার্থীদের জন্য) এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৫০ টাকা আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে।


গুরুত্বপূর্ণ দিন


বিগত ৪ মে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া। এই পদের জন্য আবেদন চলবে আগামী ২৪ মে রাত ১১:৫৯ টা পর্যন্ত।


আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নিচে, কলেজে ভর্তি নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ


Education Loan Information:

Calculate Education Loan EMI