Tripura Assembly Poll Live : অশান্তির মাঝেই ৮১ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়

Tripura Assembly Poll 2023 Live Updates: ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭।

ABP Ananda Last Updated: 17 Feb 2023 12:07 AM

প্রেক্ষাপট

আজ ত্রিপুরা বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন (Tripura Assembly Elections)। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর...More

Tripura Assembly Poll Live : বড়সড় কোনও হিংসা ঘটনা ঘটেনি, জানিয়েছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন জানিয়েছে, বড়সড় কোনও হিংসা ঘটনা ঘটেনি। কোনও প্রার্থীর উপর বা কোনও প্রার্থীর পোলিং এজেন্টের উপর হামলার কোনও ঘটনা ঘটেনি। ভোটারদের ভয় দেখানোরও কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।