Tripura Election Result 2023 Live:ত্রিপুরায় ধরাশায়ী হয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

Tripura Elections Result 2023 Latest Updates: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি জানতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 02 Mar 2023 08:07 PM
Tripura Election Result 2023 Live: ৩৩টি আসনে জয় বিজেপি-আইপিএফটি জোটের

৩৩টি আসনে জয় বিজেপি-আইপিএফটি জোটের

Tripura Election Result 2023 Live:ত্রিপুরায় ধরাশায়ী হয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

ত্রিপুরায় ধরাশায়ী হয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

Tripura Election Result 2023 Live:ত্রিপুরায় ধরাশায়ী হয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

ত্রিপুরায় ধরাশায়ী হয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

Tripura Election Result 2023 Live: নোটার থেকেও কম ভোট পেল তৃণমূল, খবর নির্বাচন কমিশন সূত্রে

নোটার থেকেও কম ভোট পেল তৃণমূল, খবর নির্বাচন কমিশন সূত্রে

Tripura Election Result 2023 Live: বিজেপিকে শর্তাধীন সমর্থনে রাজি তিপ্রামথা

বিজেপিকে শর্তাধীন সমর্থনে রাজি তিপ্রামথা

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় ৩২টি আসনে জিতল বিজেপি

ত্রিপুরায় ৩২টি আসনে জিতল বিজেপি

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় এগিয়ে বিজেপি জোট

ত্রিপুরায় এগিয়ে বিজেপি জোট। লড়াইয়ে বামেরা, নেই তৃণমূল।

Tripura Election Result 2023 Live: কংগ্রেস জয়ী ২টি আসনে, এগিয়ে ১টি আসনে

কংগ্রেস জয়ী ২টি আসনে, এগিয়ে ১টি আসনে

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় খাতাই খুলতে পারল না তৃণমূল

ত্রিপুরায় খাতাই খুলতে পারল না তৃণমূল

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় প্রত্যাবর্তনের পথে পদ্ম

ত্রিপুরায় প্রত্যাবর্তনের পথে পদ্ম

Tripura Election Result 2023 Live: উৎসব শুরু বিজেপি সমর্থকদের

ত্রিপুরায় জয়ের পথে বিজেপি জোট। রাজ্যের নানা জায়গায় উৎসব শুরু বিজেপি সমর্থকদের। 

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় ইতিমধ্য়েই ১৬টি আসনে জয়ী ঘোষণা বিজেপিকে

ত্রিপুরায় ইতিমধ্য়েই ১৬টি আসনে জয়ী ঘোষণা বিজেপিকে। এখনও পর্যন্ত তিপ্রামথা জয়ী ৭টি আসনে।

Tripura Election Result 2023 Live: এখনও ত্রিপুরায় খাতা খুলতে পারল না তৃণমূল

এখনও ত্রিপুরায় খাতা খুলতে পারল না তৃণমূল। 

Tripura Election Result 2023 Live: এখনও পর্যন্ত ৩৪ আসনে এগিয়ে পদ্মশিবির

এখনও পর্যন্ত ৩৪ আসনে এগিয়ে পদ্মশিবির। 

Tripura Poll Result Live: ত্রিপুরায় জয়ী বিদায়ী মুখ্য়মন্ত্রী মানিক সাহা

জয়ী ত্রিপুরায় বিদায়ী মুখ্য়মন্ত্রী মানিক সাহা। ১ হাজারের একটু বেশি ভোটে জয়ী। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জয়ী। 

Tripura Election Result 2023 Live: এখনও পর্যন্ত ৩৩টি আসনে এগিয়ে পদ্মশিবির

ত্রিপুরায় কি জয়ের পথে বিজেপি জোট? এখনও পর্যন্ত ৩৩টি আসনে এগিয়ে পদ্মশিবির। ম্যাজিক ফিগার ৩১। 

Tripura Poll Result Live: ত্রিপুরায় একটি আসনেও এগোতে পারল না তৃণমূল

ত্রিপুরায় ৩২টি আসনে এগিয়ে বিজেপি, বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৬টিতে। তিপ্রামথা এগিয়ে ১১টিতে।  

Tripura Election Result 2023 Live: ৩৪টি আসনে এগিয়ে গেল বিজেপি

ত্রিপুরায় এখনও পর্যন্ত কোনও আসনে এগোতে পারেনি তৃণমূল। ৩৪টি আসনে এগিয়ে গেল বিজেপি।  

Tripura Poll Result Live: ত্রিপুরায় জোর টক্কর, ফ্যাক্টর কি তিপ্রামথা?

বেশ কিছুটা এগিয়ে BJP-IPFT জোট। ৩১টি আসনে এগিয়ে তারা। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৭টি আসনে।  

Tripura Election Result 2023 Live: বিজেপিকে সমর্থন তিপ্রামথার?

সূত্রের খবর, ত্রিপুরায় সরকার গড়তে বিজেপিকে সমর্থন করতে পারে তিপ্রামথা। শর্তাধিক সমর্থনে তিপ্রামথা রাজি বলে সূত্রের খবর।

Tripura Poll Result Live: ত্রিপুরায় বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস জোটের জোর টক্কর

ত্রিপুরায় বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস জোটের জোর টক্কর। ৩০টি আসনে এগিয়ে বিজেপি জোট। ১৭টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট। তিপ্রামথা এগিয়ে ১২টি আসনে।

Tripura Election Result 2023 Live: ৩১টি আসনে এগিয়ে গেল বিজেপি, তিপ্রামথা এগিয়ে ১১টি আসনে

এখনও পর্যন্ত ত্রিপুরায় কোনও আসনে এগিয়ে নেই তৃণমূল। ৩১টি আসনে এগিয়ে গেল বিজেপি। তিপ্রামথা এগিয়ে ১১টি আসনে।

Tripura Poll Result Live: ফের উল্টোছবি, ত্রিপুরায় আবার এগিয়ে বিজেপি

ফের উল্টোছবি, আবার এগিয়ে বিজেপি। ২৬টি আসনে এগিয়ে গেল বিজেপি।

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় এগিয়ে গেল বাম-কংগ্রেস জোট

ত্রিপুরায় এগিয়ে গেল বাম-কংগ্রেস জোট। ২৪টি আসনে এগিয়ে জোট, বিজেপি এগিয়ে ২২টি আসনে।

Tripura Poll Result Live: ২৮টি আসনে এগিয়ে বিজেপি, ১৯টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট

ত্রিপুরায় ভোটগণনায় নাটকীয় ওঠাপড়া। এখন ২৮টি আসনে এগিয়ে বিজেপি, ১৯টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট।

Tripura Election Result 2023 Live: মাত্র ২৫০ ভোটে এগিয়ে এগিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মাত্র ২৫০ ভোটে এগিয়ে এগিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পিছিয়ে ত্রিপুরার উপ মুখ্য়মন্ত্রী।

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপি জোট এগিয়ে ২৯টি আসনে

ত্রিপুরায় বিজেপি জোট এগিয়ে ২৯টি আসনে। ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৮টি আসনে। ত্রিপুরায় তিপ্রামথা এগিয়ে ১৩টি আসনে।

Tripura Poll Result Live: ত্রিপুরায় মাত্র ৯টি আসনে এগিয়ে বাম ও কংগ্রেসের জোট

এখনও চলছে ভোটগণনা। ত্রিপুরায় মাত্র ৯টি আসনে এগিয়ে বাম ও কংগ্রেসের জোট। অন্যদিকে তিপ্রামথা এগিয়ে ১১টি আসনে।

Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় একচেটিয়া দাপট দেখা যাবে বিজেপির?

ত্রিপুরায় একচেটিয়া দাপট দেখা যাচ্ছে বিজেপির। শেষ গণনা অনুযায়ী ৬০টির মধ্যে ৪০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

Tripura Poll Result Live: অনেকটা আসনে এগিয়ে বিজেপি, কিংমেকার হবে তিপ্রামথা?

৩৭টি আসনে এগিয়ে বিজেপি জোট। তিপ্রামথা এগিয়ে ১১টি আসনে। বাম-কংগ্রেস এগিয়ে ৮টি আসনে।

Tripura Election Result 2023 Live: এখনও পর্যন্ত ৩১টি আসনে এগিয়ে বিজেপি জোট

সবেমাত্র ভোট গণনা শুরু হয়েছে। তাতেই বিজেপির বিপুল আসনে এগিয়ে থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ৩১টি আসনে এগিয়ে বিজেপি জোট। তিপ্রামথা এগিয়ে ১০টি আসনে।

Tripura Poll Result Live: ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন, ম্য়াজিক ফিগার ৩১

ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে, আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে, ৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি-IPFT জোট। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। সকাল ৮টা থেকে ২১ টি গণনা কেন্দ্রে গণনা শুরু হবে। ৬০টি কেন্দ্রের জন্য ৬০টি আলাদা আলাদা কাউন্টিং হল থাকবে। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। 

Tripura Poll Result Live: সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা।

সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Tripura Poll Result Live: ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১

ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে, আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে,৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি-IPFT জোট। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। ৬০টি কেন্দ্রের জন্য ৬০টি আলাদা আলাদা কাউন্টিং হল থাকবে আজ। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

প্রেক্ষাপট

Tripura Meghalaya Nagaland Election Result: আজ তিন রাজ্য়ের বিধানসভা ভোটের ফল প্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্য়ান্ডের পাশাপাশি জানা যাবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগণনা হবে। গত ২৭ ফেব্রুয়ারি  নাগাল্যান্ড ও মেঘালয়ে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ব্যালটে জনমত দিয়েছে ত্রিপুরাবাসী। আজ ২ মার্চ একসঙ্গে তিন রাজ্যের ফল ঘোষণা। সেই সঙ্গে রাজ্যের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও জানা যাবে। বিকেলের আগেই জানা যাবে কার ভাগ্য ফেরাল বৃহস্পতি।


Tripura Election Result: ফের পদ্ম ফুটবে ত্রিপুরায় ?
ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে, আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে,৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি-IPFT জোট। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। ৬০টি কেন্দ্রের জন্য ৬০টি আলাদা আলাদা কাউন্টিং হল থাকবে আজ। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।


Meghalaya Election Result: মেঘালয়ে মমতা ম্যাজিক ? 
মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন। মেঘালয় বিধানসভা ভোটের ফলের দিকেও নজর রয়েছে বঙ্গবাসীর। কারণ এই রাজ্য়ে বারবার প্রচারে গেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 


Nagaland Election Result: কী ফল দেখাবে নাগাল্যান্ড ?
৬০ আসনের নাগাল্য়ান্ড বিধানসভার ভোটে, ২০১৮ সালে নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা NPF পেয়েছিল ২৬টি আসন। ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা NDPPর সঙ্গে জোট BJP’র। তার মধ্যে NDPP পেয়েছিল ১৮টি আসন এবং বিজেপি ১২ । কংগ্রেসের হাত শূন্য ছিল। অন্যান্য দল ৪টি আসন পেয়েছিল। 


Election Result 2023: আজ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল
তিন রাজ্য়ের বিধানসভা ভোটের ফলের সঙ্গেই প্রকাশিত হবে রাজ্য়ের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল। ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের সুব্রত সাহা। নিকটতম বিজেপি প্রার্থীকে ৫০ হাজারের কিছু বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। ২৪৬ টি বুথ ও ১৬টি টেবিলে মোট ১৬টি রাউন্ড গণনা হবে এই আসনে। সুব্রত সাহার মৃত্য়ুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাগরদিঘিতে শুরু হবে গণনা। নিয়মমাফিক স্ট্রং রুমের লাগোয়া তৈরি হয়েছে গণনাকেন্দ্র। বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। 


Election Result 2023: কত শতাংশ ভোট পড়েছে ? 
ত্রিপুরায় মোট ভোটারদের ৮৯.৯৫ শতাংশ ভোট দিয়েছেন। যেখানে, নাগাল্যান্ডে মোট ভোটারের ৮৪ শতাংশ ও মেঘালয়ে ৭৬.২৭ শতাংশ ভোটবাক্সে জনমত জানিয়েছেন। আজ সেই ফলই দেখা যাবে গণনাকেন্দ্রে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.