Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের

Lok Sabha Election 2024:ইডির লক আপ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত একটি নির্দেশ দেন আম আদমি পার্টি প্রধান

Continues below advertisement

নয়াদিল্লি: ইডির লক আপ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal In ED Lock Up)। রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত একটি নির্দেশ দেন আম আদমি পার্টি প্রধান। দিল্লির মন্ত্রী অতিশীকে একটি নোট পাঠিয়ে এই নির্দেশ দেন তিনি। 

Continues below advertisement

প্রেক্ষাপট...
গ্রেফতারির পরও কেজরিওয়াল যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কাজ করবেন, সে কথা আগেই জানিয়ে দিয়েছিল আম আদমি পার্টি। বিষয়টি নিয়ে অবশ্য বিস্তর আলোচনা হয়। অনেকের প্রশ্ন ছিল, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের পক্ষে কাজ করা সম্ভব কিনা। তবে আইনজ্ঞরা জানিয়ে দেন, আইনি কোনও বাধা নেই। কারণ এদেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ার পর কোনও বিধায়কের দু'বছর বা তাঁর বেশি কারাদণ্ড হলে তবেই তাঁর পদ বাতিল গণ্য হতে পারে। কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা এখনও প্রমাণিত নয়। ফলে, মুখ্যমন্ত্রী  হিসেবে কাজ চালিয়ে যেতে তাঁর আইনি বাধা নেই। কিন্তু গ্রেফতার থাকা অবস্থায় কী ভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাজকর্ম করা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন আইনজ্ঞরা। এদিন ইডি লক আপ থেকে রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত বিষয়ে প্রথম নির্দেশ দিয়ে আপ বুঝিয়ে দিল, আপাতত মুখ্যমন্ত্রী পদে কেজরিই থাকছেন।

যেখানে যেখানে বাধার সম্ভাবনা...
মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে আইনি জটিলতা না থাকলেও জেলের ম্যানুয়ালের কিছু নিয়মকানুন সীমাবদ্ধতা তৈরি করতে পারে। আইনজীবীদের অনেকে জানাচ্ছেন, জেলে থাকাকালীন পরিবার, বন্ধু বা সহযোগীদের সঙ্গে সপ্তাহে দু'বার সাক্ষাৎ করা যায়। এমন নিয়ম মেনে কী ভাবে সরকার পরিচালনা করা সম্ভব, সে ব্যাপারে প্রশ্ন উঠছে এখন থেকে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়াল। তবে জেলের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা এড়িয়ে যাওয়ার জন্য একটি উপায় হতে পারে। যদি জেলের বদলে কেজরিওয়াল গৃহবন্দি থাকেন, তা হলে এই সমস্যার কিছুটা সমাধান সম্ভব। সে জন্য অবশ্য় লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার সই দরকার। তবে এই সই আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে কী কী হতে পারে, তা নিয়ে এর মধ্যেই সম্ভবত বিচার-বিশ্লেষণ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে হয়তো তাঁকে সাসপেন্ড বা সরিয়ে দেওয়ার পথেও হাঁটত পারে কেন্দ্র। 

আরও পড়ুন:খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ

 

Continues below advertisement
Sponsored Links by Taboola