মোদি আরও বলেছেন, ‘ভোটাররা মিথ্যাবাদীদের শিক্ষা দিচ্ছেন। কংগ্রেস ও অন্য দলগুলি জোর ধাক্কা খেয়েছে। তারা আমাকে অপমান করার নয়া অজুহাত খুঁজছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির একটিও অভিযোগ ওঠেনি। ওড়িশার মানুষের কাছে আমার আর্জি, আপনারা দু’হাতে বিজেপি-কে ভোট দিন। একটি লোকসভা নির্বাচনের জন্য এবং অপরটি বিধানসভা নির্বাচনের জন্য। নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজেডি সরকার শুধু ক্ষমতা দখল করার কথাই ভাবে। এই সরকারের অগ্রাধিকারের তালিকায় উন্নয়ন নেই। ওড়িশার শাসক দলের নেতাদের চেয়ে সাধারণ মানুষের বুদ্ধি বেশি। তাঁরা বিজেডি সরকারকে বিদায় জানাবেন। নবীনবাবু, এবার আপনাকে যেতে হবে।’