কলকাতা: ভবানীপুর সহ তিন কেন্দ্রেই প্রথম থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে শাসক শিবিরের উল্লাস। সেই ছবি দেখা গেছে মালদা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। এবার একই ছবি দেখা গেল ভবানীপুরেও। ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকে মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হলেন খোদ মদন মিত্র (Madan Mitra)।
বিখ্যাত হিন্দি ছবির গানের সুর তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "আমরা ২৯৪, ওরা ৪২০। মানুষ জিজ্ঞেস করছে, জেট, চপাড় কোথায় গেল? নরেন্দ্র মোদি জবাব দাও। ইডি সিবিআই কোথায় গেল? অমিত শাহ জবাব দাও।'' দিল্লির পথে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলেও আশার সুর শোনা গিয়েছে মদন মিত্রের গলায়। তিনি আরও বলেন, "মমতা যাবেন লোকসভায়। মোদির নাকটা কেটে দিয়ে যাবেন।'' মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মেয়ে বলেও এদিন উল্লেখ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, দিল্লি থেকে করোনা আসছে বলেও আক্রমণ করেন তিনি।
হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে চলছে ভোট গণনা। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী।
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ হাকিম। গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।