কলকাতা : ষষ্ঠ দফার প্রায় ২৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা। ৩০৬ জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখার পর এমনটাই জানিয়েছে এডিআর(অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস)। ষষ্ঠ দফায় আগামী ২২ এপ্রিল ৪৩ আসনে ভোটগ্রহণ।
এডিআর সূত্রে জানা গিয়েছে, এই দফায় ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭(২৮ শতাংশ) জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এবং ৭১ (২৩ শতাংশ) জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা চলছে।
এই তালিকায় সিপিএমের ২৩ জন প্রার্থীর মধ্যে ১৪(৬১ শতাংশ) জন রয়েছেন। বিজেপির ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৫(৫৮ শতাংশ) জন, তৃণমূলের ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৪ জন(৫৬ শতাংশ) এবং কংগ্রেসের ১২ জনের মধ্যে ৫ জনের (৪২ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
এছাড়া সিপিএমের ২৩ জন প্রার্থীর মধ্যে ১২(৫২ শতাংশ) জন, বিজেপির ৪৩ জন প্রার্থীর মধ্যে ২০(৪৭ শতাংশ) জন, তৃণমূলের ৪৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন(৪৭ শতাংশ) এবং কংগ্রেসের ১২ জনের মধ্যে ৪ জনের (৩৩ শতাংশ) বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা চলছে।
এর পাশাপাশি ১৯ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। এরমধ্যে আবার একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে। পাঁচজন প্রার্থীর বিরুদ্ধে খুনের(আইপিসি ৩০২) এবং ২২ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার(আইপিসি ৩০৭) মামলা চলছে।
এই পরিসংখ্যানের বিচারে ষষ্ঠ দফার ৪৩টি আসনের মধ্যে ১২টি রেড অ্যালার্ট(যেখানে তিনজন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে, সেই কেন্দ্রগুলিকে রেড অ্যালার্ট কেন্দ্র বলা হয়) কেন্দ্র।
অন্যদিকে, সম্পত্তির পরিমাণের বিচারে ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬ জন(২২ শতাংশ) কোটিপতি। এই তালিকায় তৃণমূলের ২৮ জন(৬৫ শতাংশ), বিজেপির ১৯ জন(৪৪ শতাংশ) এবং কংগ্রেসের ২ জন(২৫ শতাংশ) রয়েছেন।
এই দফায় ১২৯ জন প্রার্থীর(৪২ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। ১৬৫ জন (৫৪ শতাংশ) স্নাতক বা তার বেশি, চারজন ডিপ্লোমাধারী, সাতজন সাক্ষর এবং একজন নিরক্ষর।