কলকাতা: অষ্টম দফার ভোটে মোতায়েন থাকবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। করোনার সংক্রমণ-বৃদ্ধির মধ্যেই কাল শেষ দফায় ৩৫টি আসনে ভোট। কাল উত্তর কলকাতা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদে ভোট।


নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় ভোটে মোতায়েন থাকছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, আগামীকাল, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোট।


অষ্টম দফার ভোটে মোট বুথের সংখ্যা। বীরভূমে বুথ রয়েছে ৩ হাজার ৯০৮টি। মালদায় ২ হাজার ৭৩টি বুথে ভোট গ্রহণ হবে। মুর্শিদাবাদে বুথের সংখ্যা ৩ হাজার ৭৯৬। কলকাতায় মোট বুথ ২ হাজার ৮৩টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে মালদার ১ হাজার ১২৮টি বুথকে। মুর্শিদাবাদের ১ হাজার ৮৬২টি বুথও স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি কমিশন জানিয়েছে কলকাতার ৮৮৫টি বুথ এবং বীরভূমের ১ হাজার ৮৯৮টি বুথ স্পর্শকাতর। নির্বাচন কমিশন জানিয়েছে, অষ্টম দফার ভোটে জেনারেল অবজার্ভার থাকবেন ২৪ জন। এক্সপেন্ডিচার অবজার্ভার ৯ জন। মোট পুলিশ অবজার্ভার  থাকবেন ৯ জন।


ভোটের ঠিক মুখে চিত্‍পুর এলাকা থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।  দিলারজং রোডে একটি পাঁচিলের আড়ালে প্লাস্টিকের বস্তায় রাখা ছিল ১৫টি তাজা বোমা।  গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ সেগুলি উদ্ধার করে।


অন্যদিকে, তার আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল।  সিপিএমের অভিযোগ, গতকাল রাতে ডুবাপাড়ায় দলীয় কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।  অভিযোগ, সংঘর্ষের সময় বোমাবাজিও হয়।  আহত ৩ সিপিএম কর্মীকে ডোমকল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। 


ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বীরভূমের সাঁইথিয়া ও ময়ুরেশ্বরে। সাঁইথিয়া থানার আমোদপুর ফাঁড়ি এলাকার শিওড় গ্রামের পুকুর পাড় থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও।