বাঁকুড়া:  চাষ জমির পরিমাণও মন্দ নয়। আছে বাড়িও। ব্যাঙ্ক ব্যালেন্সও কয়েক লক্ষ। স্থাবর সম্পত্তি প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা। আজকের ‘আয়-ব্যয়ে’ সোনামুখীর তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সম্পত্তির খতিয়ান৷


দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পর থেকে তাঁর উত্থান চোখে পড়ার মতো। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বাঁকুড়া জেলা সভাপতির দায়িত্বে। সোনামুখীর তৃণমূল প্রার্থী তথা কোতলপুরের বিদায়ী বিধায়ক শ্যামল সাঁতরার বায়োডেটা এমনই ঝকঝকে। 


এবার সোনামুখীতে ত্রিমুখী লড়াই ৷ শ্যামল সাঁতরার প্রতিদ্বন্দ্বী বিজেপির দিবাকর ঘরামি এবং সংযুক্ত মোর্চার হয়ে প্রার্থী সিপিএমের অজিত রায়। ১১ মার্চ মনোনয়ন জমা দেন শ্যামল সাঁতরা। মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফলনামা। সেখানে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। 


হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে ছিল ২৫ হাজার টাকা নগদ। একাধিক ব্যাঙ্কে তাঁর জমা আছে ৬০ হাজার ১৫৪ টাকা ৷ মিউচুয়াল ফান্ডে রয়েছে ২ লক্ষ ৫ হাজার টাকা ৷ হলফনামায় শ্যামল সাঁতরা জানিয়েছেন তাঁর নামে একটি গাড়ি আছে। যার দাম ২০ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ২ লক্ষ ২৫ হাজার টাকা গয়না। নিজের নামে ৪৫ হাজার টাকার অলঙ্কার। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ ৭২ হাজার ৪৯২ টাকা।মন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৫০ হাজার ৬৯৩ টাকা ৷ সাঁতরা দম্পতির মোট অস্থাবর সম্পত্তি ১৩ লক্ষ ২৩ হাজার ১৮৫ টাকা ৷


বাঁকুড়ার সারদামণি কলেজের বাংলার অধ্যাপক শ্যামল সাঁতরার নামে দুটি চাষ জমি আছে। যার বাজার দর প্রায় ৭৫ হাজার টাকা। ৭০ হাজার টাকা মূল্যের একটি জমিও আছে শ্যামল সাঁতরার। মন্ত্রীর স্ত্রীর নামে যে জমি আছে তার বাজার দর ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। ৬ বছর আগে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিতে একটি বাড়ি করেন শ্যামল ৷ যার বর্তমান বাজারদর ২৭ লক্ষ ৪৫ হাজার টাকা ৷ মন্ত্রী ও তাঁর স্ত্রীর মোট স্থাবর সম্পত্তি ৪৬ লক্ষ ৯৫ হাজার টাকা ৷


স্থাবর-অস্থাবর মিলিয়ে দম্পতির সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ লক্ষ ১৮ হাজার ১৮৫ টাকা ৷ হলফনামায় শ্যামল সাঁতরা জানিয়েছেন তাঁর কোনও ফৌজদারি মামলা নেই।