পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি। অভিযোগ বাঁকুড়া সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তৃণমূল জেলা সভাপতি ও প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার। তিনি বলেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপি দিদিকে গদিচ্যুত করার এক অশুভ পরিকল্পনা করেছেন।


আজ, মঙ্গলবার বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গা কালী, শিব , হনুমান ও গণেশ মন্দির পুজো দিয়ে তিনি সরকারের দীর্ঘায়ু কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, “বিজেপির সন্ত্রাসবাদী সরকার চলছে কেন্দ্রে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রী প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারি করছেন বাংলায়। কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন ও বিজেপি সকলে মিলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। বাংলায় দশবছরের শান্তির বাতাবরণ বিঘ্নিত করা চেষ্টা করছে বিজেপি।” একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে এসেছে শীতলকুচির ঘটনাও। তিনি বলেন, “শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা তৃণমূল ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে। উস্কানিমূলক মন্তব্য করে যারা বাংলায় অশান্তি ছড়াচ্ছেন তাদের সুমতি ফিরিয়ে দিক মা কালী। তাই মা কালী সহ বিভিন্ন দেবদেবীর পুজো করলাম।বাংলার শান্তি বজায় থাকুক এবং দিদিকে শক্তি দিয়ে এই বিজেপি নামক অশুভ শক্তির বিনাশ করুক মা। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ২০০ আসনে জয়লাভ করতে পারে তার জন্য শক্তি দান করুক মা।”


এদিকে তৃণমূল প্রার্থীর পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুজো দেওয়া নাটক বলে কটাক্ষ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বাঁকুড়া জেলা বিজেপির সহ সভাপতি নীলাদ্রি শেখর দানা পুজো দেওয়া প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা নেই। মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন। আগামী ২ মে জনগণকে বুঝিয়ে দেবে বাংলায় তোলাবাজ নির্যাতনকারী দলকে ছুড়ে ফেলে দিয়েছে। আর সেটা বুঝতে পেরেই এই দলের প্রতিনিধিরা ফুলের ডালা নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন।” যাদের মনের মধ্যে বিশ্বাস নেই তারা আজ ফুলের ডালা নিয়ে নাটক করছেন বলে কটাক্ষ করেন তৃণমূলকে।