বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়াল। নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের আগে তা নিয়ে তরজায় জড়াল বিজেপি আর তৃণমূল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করতে এসে   মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী   অমিত শাহর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


 নন্দীগ্রামে ভোটের দু’দিন আগে,এক বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ৷ আক্রান্ত মহিলার স্বামীর দাবি, সোমবার রাতে বাড়ি ফিরে দেখেন, দরজা খোলা।    একটি খাটে হাত-পা বাঁধা, অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তাঁর স্ত্রী। তিনি বিজেপি করার কারণে তাঁর স্ত্রীর ওপর হামলা করা হয়েছে।


নন্দীগ্রামের অভিযোগকারী বিজেপি কর্মী জানান, ‘‘স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি করি বলে হামলা হয়েছে।’’


এই ঘটনা ঘিরে ভোটের আবহে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের এক কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।  রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘নন্দীগ্রামে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে।’’


যদিও অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সহ সভাপতির দাবি, এই ধরনের ঘটনার কথা জানা নেই। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তৃণমূল এধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না।  এই অভিযোগ নন্দীগ্রামের টাইটন অফ ক্ল্যাশে নতুন মাত্রা যোগ করল। নন্দীগ্রামে বসে সাংবাদিক বৈঠকে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘যেখানে মমতা থাকছেন, তার ৫ কিমির মধ্যে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। কোথায় বাংলায় নারী সুরক্ষা ৷’’


ঘটনার প্রতিবাদে সোমবার রাতে হাসপাতালে পুলিশ ঘটনার খোঁজ নিতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, এখনও ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।