কলকাতা: দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী। তার বদলে এবার প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। ওই কেন্দ্রে রোকিয়া খাতুনকে প্রার্থী করেছে দল। আজ, বুধবার কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।


ভোটের আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর। গত ১৫ এপ্রিল  মারা গেলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে ১৪ এপ্রিল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে ১৫ এপ্রিল ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।


আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তার আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। পাশাপাশি বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বাহাত্তর বছর বয়স হয়েছিল তাঁর। অসুস্থ ছিলেন। গত পাঁচই এপ্রিল কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ১৬ এপ্রিল মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দুই কেন্দ্রের প্রার্থীর। জঙ্গিপুর আসনেও ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। সংশ্লিষ্ট দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত করে কমিশন। আগামী ১৩ মে নির্বাচন স্থির করেছে কমিশন। যদিও এদিন ঈদ-উল-ফিতর আছে বলে কমিশনে নির্বাচনের দিন পরিবর্তনের আর্জি জানিয়েছে সিপিএম। 


সিইও অফিসে সিপিএম জানায়, আমরা জানতে পেরেছি যে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ মে ভোট গ্রহণ হবে। রমজানের এক মাস পর নির্ধারিত দিন অথবা ১৪ মে ঈদ-উল-ফিতর পালিত হবে। সংশ্লিষ্ট দুই বিধানসভা কেন্দ্রে বৃহৎ অংশের ভোটার ইসলাম ধর্মালম্বী। নির্ধারিত দিনে ভোটগ্রহণ হলে উৎসব পালনে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন ১৩ মে-র বদলে অন্য কোনওদিন ভোটগ্রহণ হোক। সিইও দফতর থেকে বেরিয়ে সিপিএম নেতা রবীন দেব জানিয়েছিলেন, তাঁদের আবেদন শুনে মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যোগাযোগ করেছেন।