মুর্শিদাবাদ: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। আর তাই মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা হল। আজ, শনিবার এই সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় নির্বাচন হওয়ার কথা ছিল জঙ্গিপুর কেন্দ্রে।


গতকাল বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বাহাত্তর বছর বয়স হয়েছিল তাঁর। অসুস্থ ছিলেন। গত পাঁচই এপ্রিল কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে ভোটের সময় দুজন প্রার্থী করোনার বলি হলেন। এর আগে করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রেজাউল হককে প্রথমে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। গতকাল ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। প্রায় ৪ দিন আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। গতকাল আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন- চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।


দেশ সহ রাজ্যজুড়ে ক্রমবর্ধমান কোভিড গ্রাফ। আজ, শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। রাজনৈতিক দলগুলির সমাবেশে কোভিড বিধি মানা হচ্ছে না। ফলে, করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। যদিও এরপরও সমাবেশে লাগাম টানা সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজ্যে বাকি দফাগুলিতে কীভাবে ভোট করা সম্ভব তা নিয়ে গতকাল নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়। বাকি ৩ দফার ভোট একদফায় করার জল্পনা তৈরি হলেও তা নাকচ করে দিয়েছে কমিশন।


বৈঠকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পঞ্চম দফার মতো বাকি সবকটি দফাতেই নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বন্ধ করে দিতে হবে প্রচার। একইসঙ্গে সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর প্রচার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন।