চাকদহ : চাকদহে আগ্নেয়াস্ত্র হাতে বুথের কাছে ঘুরে বেড়ালেন নির্দল প্রার্থী। নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ। যদিও নির্দল প্রার্থীর দাবি, তাঁকে আক্রমণের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এক দুষ্কৃতী, সে তা ছুড়ে পালায়। সেটাই তিনি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন!


আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে। পাঞ্জাবির পকেটে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। এদিকে নির্দল প্রার্থীর দাবি, আমাকে লক্ষ্য করে বন্দুক ছুড়ে পালায় দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলাম, দাবি নির্দল প্রার্থীর। গোটা ঘটনার খবর পেয়েই বিস্তারিত রিপোর্ট চায় নির্বাচন কমিশন। এদিকে, পরে ঘটনাস্থল থেকে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে পাঁজাকোলা করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ বাহিনী।


শনিবার পঞ্চম দফায় রাজ্যের ৬ জেলার মোট ৪৫ আসনে ভোট গ্রহণ চলছে। যার মধ্যে চাকদহের সঙ্গে রয়েছে নদিয়ায় ৮টি বিধানসভা কেন্দ্র। ভোটপঞ্চমীর সকাল থেকেই নদিয়ার একের পর এক জায়গা থেকে দফায় দফায় অশান্তির খবর আসে। কল্যাণীতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, শান্তিপুরে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা সহ একাধিক দাবি সামনে উঠে আসতে থাকে। কল্যাণী-গয়েশপুর এক্সপ্রেসওয়েতে ভোট দিতে না পেরে অবরোধ করেন ভোটাররা। শান্তিপুরে একসময় কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে অবশ্য স্থানীয় পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


একঝলকে পঞ্চম দফার ভোট-


উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ।


জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-


উত্তর ২৪ পরগনা (১৬)- 
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।


পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।


নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।


জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।


দার্জিলিং (৫)-


দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।


কালিম্পং (১)-
কালিম্পং।