কলকাতা: টার্গেট ছিল ২০০ আসন জয়। কিন্তু বিজেপিকে থামতে হল ১০০-র আগেই! পদ্ম নয়, শেষপর্যন্ত জোড়াফুলেই ঢাকল বাংলা। হ্যাটট্রিক করে নবান্নে প্রবেশের পথ পাকা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে বাংলা দখলকে কার্যত পাখির চোখ করে ভোটে নামা বিজেপিকে ফিরতে হল খালি হাতেই।
২০১১ সালে বিজেপি রাজ্যে একটি আসনও জিততে পারেনি। ২০১৬-য় তারা তিনটি বিধানসভা আসনে জেতে। ২০১৯-এর লোকসভা ভোটে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। কিন্তু, ডবল ইঞ্জিনের সরকার তো দূরের কথা, দু’বছর আগের ফল থেকে আরও কমে গিয়ে, দু’অঙ্কের নিচে নেমে ৭৬-এ থামল তারা।
এক নজরে বিজেপির জয়ী প্রার্থীরা--
মাথাভাঙা - সুশীল বর্মনকোচবিহার উত্তর - সুকুমার রায়কোচবিহার দক্ষিণ - নিখিলরঞ্জন দেশীতলকুচি - বরেনচন্দ্র বর্মনদিনহাটা - নিশীথ প্রামাণিকনাটাবাড়ি - মিহির গোস্বামীতুফানগঞ্জ - মালতী রাভা রায়কুমারগ্রাম - মনোজ কুমার ওরাঁওকালচিনি - বিশাল লামাআলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলালফালাকাটা - দীপক বর্মনমাদারিহাট - মনোজ টিগ্গাধূপগুড়ি - বিষ্ণুপদ রায়ময়নাগুড়ি - কৌশিক রায়ডাবগ্রাম-ফুলবাড়ি - শিখা চট্টোপাধ্যায়নাগরাকাটা - পুনা ভেঙ্গড়াদার্জিলিং - নীরজ তামাঙ্গ জিম্বাকার্শিয়ং - বিষ্ণুপ্রসাদ শর্মামাটিগাড়া-নকশালবাড়ি - আনন্দময় বর্মনশিলিগুড়ি - শঙ্কর ঘোষফাঁসিদেওয়া - দুর্গা মুর্মুকালিয়াগঞ্জ - সৌমেন রায়রায়গঞ্জ - কৃষ্ণা কল্যাণীবালুরঘাট - অসোক কুমার লাহিড়িতপন - বুধরাই টুডুগঙ্গারামপুর - সত্যেন্দ্র নাথ রায়হবিবপুর - জোয়েল মুর্মুগাজোল - চিন্ময় দেব বর্মনমালদহ - গোপাল চন্দ্র সাহাইংরেজবাজার - শ্রীরূপা মিত্র চৌধুরীমুর্শিদাবাদ - গৌরীশঙ্কর ঘোষবহরমপুর - সুব্রত মৈত্রকৃষ্ণনগর উত্তর - মুকুল রায়শান্তিপুর - জগন্নাথ সরকাররানাঘাট উত্তর-পশ্চিম - পার্থসারথী চট্টোপাধ্যায়কৃষ্ণগঞ্জ - আশিস কুমার বিশ্বাসরানাঘাট উত্তর-পূর্ব - অসীম বিশ্বাসরানাঘাট দক্ষিণ - মুকুটমণি অধিকারীচাকদহ - বঙ্কিমচন্দ্র ঘোষকল্যাণী - অম্বিকা রায়হরিনঘাটা - অসীমকুমার সরকারবাগদা - বিশ্বদিৎ দাসবনগাঁ উত্তর - অশোক কির্তনীয়াবনগাঁ দক্ষিণ - স্বপন মজুমদারগাইঘাটা - সুব্রত ঠাকুরভাটপাড়া - পবন কুমার সিংহপুরশুড়া - বিমান ঘোষআরামবাগ - মধূসুদন বাগগোঘাট - বিশ্বনাথ কারকখানাকুল - সুশান্ত ঘোষহলদিয়া - তাপসী মণ্ডলনন্দীগ্রাম - শুভেন্দু অধিকারীকাঁথি উত্তর - সুমিতা সিংহভগবানপুর - রবীন্দ্রনাথ মাইতিখেজুরি - শান্তনু প্রামাণিককাঁথি দক্ষিণ - অরূপকুমার দাসখড়গপুর সদর - হিরন্ময় চট্টোপাধ্যায়পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতিবলরামপুর - বানেশ্বর মাহাতোজয়পুর - নরহারি মাহাতোপুরুলিয়া - সুদীপ কুমার মুখোপাধ্যায়কাশিপুর - কমলকান্ত হাঁসদাপারা - নাদিয়ার চাঁদ বাউড়িরঘুনাথপুর - বিবেকানন্দ বাউড়িশালতোড়া - চন্দনা বাউড়িছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়বাঁকুড়া - নীলাদ্রিশেখর দানাওন্দা - অমরনাথ শখাবিষ্ণুপুর - তন্ময় ঘোষকোতুলপুর - হরকালি প্রতিহারইন্দাস - নির্মলকুমার ধাড়াসোনামুখী - দিবাকর ঘড়ামিদুর্গপুর পশ্চিম - লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইআসানসোল দক্ষিণ - অগ্নিমিত্রা পালকুলটি - অজয়কুমার পোদ্দারদুবরাজপুর - অনুপকুমার সাহা