কলকাতা: টার্গেট ছিল ২০০ আসন জয়। কিন্তু বিজেপিকে থামতে হল ১০০-র আগেই! পদ্ম নয়, শেষপর্যন্ত জোড়াফুলেই ঢাকল বাংলা। হ্যাটট্রিক করে নবান্নে প্রবেশের পথ পাকা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে বাংলা দখলকে কার্যত পাখির চোখ করে ভোটে নামা বিজেপিকে ফিরতে হল খালি হাতেই।
২০১১ সালে বিজেপি রাজ্যে একটি আসনও জিততে পারেনি। ২০১৬-য় তারা তিনটি বিধানসভা আসনে জেতে। ২০১৯-এর লোকসভা ভোটে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। কিন্তু, ডবল ইঞ্জিনের সরকার তো দূরের কথা, দু’বছর আগের ফল থেকে আরও কমে গিয়ে, দু’অঙ্কের নিচে নেমে ৭৬-এ থামল তারা।
এক নজরে বিজেপির জয়ী প্রার্থীরা--
মাথাভাঙা - সুশীল বর্মন
কোচবিহার উত্তর - সুকুমার রায়
কোচবিহার দক্ষিণ - নিখিলরঞ্জন দে
শীতলকুচি - বরেনচন্দ্র বর্মন
দিনহাটা - নিশীথ প্রামাণিক
নাটাবাড়ি - মিহির গোস্বামী
তুফানগঞ্জ - মালতী রাভা রায়
কুমারগ্রাম - মনোজ কুমার ওরাঁও
কালচিনি - বিশাল লামা
আলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলাল
ফালাকাটা - দীপক বর্মন
মাদারিহাট - মনোজ টিগ্গা
ধূপগুড়ি - বিষ্ণুপদ রায়
ময়নাগুড়ি - কৌশিক রায়
ডাবগ্রাম-ফুলবাড়ি - শিখা চট্টোপাধ্যায়
নাগরাকাটা - পুনা ভেঙ্গড়া
দার্জিলিং - নীরজ তামাঙ্গ জিম্বা
কার্শিয়ং - বিষ্ণুপ্রসাদ শর্মা
মাটিগাড়া-নকশালবাড়ি - আনন্দময় বর্মন
শিলিগুড়ি - শঙ্কর ঘোষ
ফাঁসিদেওয়া - দুর্গা মুর্মু
কালিয়াগঞ্জ - সৌমেন রায়
রায়গঞ্জ - কৃষ্ণা কল্যাণী
বালুরঘাট - অসোক কুমার লাহিড়ি
তপন - বুধরাই টুডু
গঙ্গারামপুর - সত্যেন্দ্র নাথ রায়
হবিবপুর - জোয়েল মুর্মু
গাজোল - চিন্ময় দেব বর্মন
মালদহ - গোপাল চন্দ্র সাহা
ইংরেজবাজার - শ্রীরূপা মিত্র চৌধুরী
মুর্শিদাবাদ - গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর - সুব্রত মৈত্র
কৃষ্ণনগর উত্তর - মুকুল রায়
শান্তিপুর - জগন্নাথ সরকার
রানাঘাট উত্তর-পশ্চিম - পার্থসারথী চট্টোপাধ্যায়
কৃষ্ণগঞ্জ - আশিস কুমার বিশ্বাস
রানাঘাট উত্তর-পূর্ব - অসীম বিশ্বাস
রানাঘাট দক্ষিণ - মুকুটমণি অধিকারী
চাকদহ - বঙ্কিমচন্দ্র ঘোষ
কল্যাণী - অম্বিকা রায়
হরিনঘাটা - অসীমকুমার সরকার
বাগদা - বিশ্বদিৎ দাস
বনগাঁ উত্তর - অশোক কির্তনীয়া
বনগাঁ দক্ষিণ - স্বপন মজুমদার
গাইঘাটা - সুব্রত ঠাকুর
ভাটপাড়া - পবন কুমার সিংহ
পুরশুড়া - বিমান ঘোষ
আরামবাগ - মধূসুদন বাগ
গোঘাট - বিশ্বনাথ কারক
খানাকুল - সুশান্ত ঘোষ
হলদিয়া - তাপসী মণ্ডল
নন্দীগ্রাম - শুভেন্দু অধিকারী
কাঁথি উত্তর - সুমিতা সিংহ
ভগবানপুর - রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি - শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ - অরূপকুমার দাস
খড়গপুর সদর - হিরন্ময় চট্টোপাধ্যায়
পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতি
বলরামপুর - বানেশ্বর মাহাতো
জয়পুর - নরহারি মাহাতো
পুরুলিয়া - সুদীপ কুমার মুখোপাধ্যায়
কাশিপুর - কমলকান্ত হাঁসদা
পারা - নাদিয়ার চাঁদ বাউড়ি
রঘুনাথপুর - বিবেকানন্দ বাউড়ি
শালতোড়া - চন্দনা বাউড়ি
ছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়
বাঁকুড়া - নীলাদ্রিশেখর দানা
ওন্দা - অমরনাথ শখা
বিষ্ণুপুর - তন্ময় ঘোষ
কোতুলপুর - হরকালি প্রতিহার
ইন্দাস - নির্মলকুমার ধাড়া
সোনামুখী - দিবাকর ঘড়ামি
দুর্গপুর পশ্চিম - লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই
আসানসোল দক্ষিণ - অগ্নিমিত্রা পাল
কুলটি - অজয়কুমার পোদ্দার
দুবরাজপুর - অনুপকুমার সাহা