WB Election 2021 LIVE Updates: মনোনয়ন জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার, রিপোর্ট তলব কমিশনের
রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে।এই পর্বের জন্য গতকালই প্রচার শেষ হয়েছে। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে।
খানাকুলে তৃণমূল নেতার দেহ উদ্ধারের পর রাজহাটিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা। বিজেপির অভিযোগ, রাত আটটা নাগাদ লাঠি রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের ৬ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির। বেশ কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ। ২ গাড়ি ও বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, বলছে শাসক দল।
কাটোয়ায় কংগ্রেসের জন্য বরাদ্দ আসনে প্রার্থী দিল সিপিএম। বিক্ষোভের জেরে কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে পারেনি। তাই ওই আসনে প্রার্থী ঘোষণা, বলল সিপিএম। কংগ্রেসের কেউ মনোনয়ন জমা দিলে বিষয়টি ভেবে দেখা হবে। সিপিএমের সঙ্গে কথা বলে জট কাটাতে চায় কংগ্রেস।
বিধানসভা ভোটের জন্য রাজ্যে মোতায়েন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও বাহিনী। আসছে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল কমিশন। মঙ্গলবার মীনাক্ষীর রোড শো-র সময় হামলার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিএম। এবার মীনাক্ষীর সঙ্গে থাকবে রাজ্যের ৪ জন সশস্ত্র পুলিশ। সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
ভোটের আগে গোটা নন্দীগ্রামে অভূতপূর্ব নিরাপত্তা। গোটা এলাকায় জারি ১৪৪ ধারা। নন্দীগ্রাম থানার দায়িত্ব নিচ্ছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নগেন্দ্রনাথ ত্রিপাঠী এসপি পদমর্যাদার অফিসার। হলদিয়ার দায়িত্বে ডিআইজি প্রবীণ ত্রিপাঠী। প্রতি বুথে থাকবে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বিকেল থেকেই খেয়া পারাপার বন্ধ শুধু নন্দীগ্রামের জন্য থাকছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় চলবে রুট মার্চ। বাইরে থেকে কেউ যাতে ঢুকতে না পারে, বিশেষ ব্যবস্থা নিল কমিশন। খবর নির্বাচন কমিশন সূত্রে।
ফের শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। ভোটের আগে নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানোর অভিযোগ। নন্দীগ্রামের ৭টি জায়গায় দুষ্কৃতীদের জড়ো করা হয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
ভোটের আগে দুই মেদিনীপুরে একডজন বোমা উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার বাকি অংশে আগামীকাল ভোট। তার আগে পটাশপুরের সাঁয়া গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গ্রামবাসীরা স্থানীয় কাঠকলের সামনে ১০টি বোমা পড়ে থাকতে দেখেন। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরেও। তার আগের দিন ঘাটাল বিধানসভার দাশপুরের রাজনগর গ্রামে রাস্তার ধার থেকে ২টো তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
ভোটের আগে খানাকুলে তৃণমূল বুথ সভাপতি ‘খুন’। সকালে একটি জলাশয়ে উদ্ধার দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন নূর আনোয়ার। বিজেপির দিকে অভিযোগের তির তৃণমূলের । অভিযোগ অস্বীকার বিজেপির।
ব্যারাকপুরে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমার সময় সংঘর্ষের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার। তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমার সময় সংঘর্ষ।
বিজেপির জুমলায় পা দেবেন না। প্রতিশ্রুতি পূরণ করে না বিজেপি। মমতাকে হারাতে প্রতিদিন রাজ্যে আসতে হচ্ছে মোদি-শাহকে। উত্তরবঙ্গের জনসভায় বললেন অভিষেক।
হুগলির পুরশুড়ায় রোড শো করছেন জেপি নাড্ডা।
নাড্ডার প্রশ্ন, ভবানীপুর থেকে নন্দীগ্রামে কেন গেলেন মমতা, মুখ্যমন্ত্রী যদি মন্ত্রীর বিরুদ্ধে লড়তে যান তাহলে বড় নেতা কে? নন্দীগ্রামে হারবেন মমতা।তাঁর দাবি, এই নির্বাচনে সাফ হবে তৃণমূল
নাড্ডা বলেছেন, ভোট দিয়ে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে, এই ভোট সোনার বাংলা গড়ার নির্বাচন।প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট পড়েছে তাতে স্পষ্ট বদলের সংকল্প নিয়ে ফেলেছে বাংলা। শান্তিপূর্ণ ভোট হয়েছে তাই মমতা ভয় পেয়েছেন, নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল।খেলা শেষ হয়েছে, খেলা শেষ , কমলে ছাপ, তৃণমূল সাফ।
নাড্ডা আরও বলেছেন, ‘রাজ্যে একের পর এক পাটশিল্প বন্ধ হয়ে গেছে। মমতা ডানলপ খুলবেন বলেছিলেন, কিন্তু ১০ বছরেও খোলেনি।মমতা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা।’
নাড্ডা বলেছেন, ‘শুভেন্দু ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা নন্দীগ্রামে গেছেন! নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা’।
ভোটের প্রচারে ধনেখালির জনসভায় তৃণমূলকে আক্রমণ বিজেপি সভাপতির জেপি নাড্ডার। তিনি বলেছেন, ‘এই নির্বাচন আসল পরিবর্তনের জন্য। প্রথম দফার তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ৮৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে।এর থেকেই বোঝা যায় মানুষ পরিবর্তন চায়।’
আগামীকাল ভোটের আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ গ্রামে। বিজেপি কর্মী সৌরভ আচার্যর দাবি, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপির দাবি। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
আগামীকাল ভোটের আগে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হন এক বিজেপি কর্মী। সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতির অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই কোপ্তিপুর ও খরিকা গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার অনুগামীরা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি, বোমাবাজি হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টার পাশাপাশি, ভোটের ফায়দা তুলতে মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির।
কাল নন্দীগ্রামে ভোট। তার আগে আজ নন্দীগ্রামে ঢোকার মুখে নাকা চেকিংয়ের পাশাপাশি চলছে আকাশপথে নজরদারি চলছে। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।
মধ্যমগ্রাম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিজেপির ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাদু রোডের ধারে শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে পোড়া অবস্থায় ব্যানারগুলো রাস্তায় পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
রাত পোহালেই নন্দীগ্রামে ভোট। টানটান উত্তেজনার মাঝেই আগামীকাল ভোট-যুদ্ধে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তার আগে আজ নন্দীগ্রামে ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। এর আগে প্রচারে গিয়ে বারবার নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর জেলার বাকি অংশে আগামীকাল ভোট। তার আগে পটাশপুরের সাঁয়া গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গ্রামবাসীরা স্থানীয় কাঠকলের সামনে ১০টি বোমা পড়ে থাকতে দেখেন। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
আগামীকাল ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরেও। তার আগের দিন দাশপুরের রাজনগরে রাস্তার ধার থেকে দুটো তাজা বোমা উদ্ধার হয়েছে।
অন্যদিকে, আজ কলকাতায় প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। কসবার দলীয় প্রার্থীর সমর্থনে ঢাকুরিয়া থেকে ইএম বাইপাস পর্যন্ত রোড শো করবেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বেহালা চৌরাস্তা থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো এবং গড়িয়া ৪৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এইট বি পর্যন্ত রোড শো করবেন দিলীপ ঘোষ।
হাওড়ার আমতা বিধানসভার জয়পুরে সভা ও শ্যামপুরে রোড শো করবেন তৃণমূল সাংসদ দেব।
মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ির গয়েরকাটায় রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।
আজ উত্তরবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোচবিহারের সিতাইয়ে জনসভা। দ্বিতীয় সভাটি রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। এরপর কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।
আজ চার জনসভা স্মৃতির। নাড্ডা জনসভা, রোড শো-র পাশাপাশি যোগ দেবেন সাংগঠনিক সভাতেও
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে।এই পর্বের জন্য গতকালই প্রচার শেষ হয়েছে। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। একদা ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু দল বদলে এই আসনে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
এরইমধ্যে অন্য আসনগুলিতে ভোটের প্রচার জোরকদমে চলছে। এদিন রাজ্যে প্রচারে আসছেন বিজেপির দুই হেভিওয়েট- দলের সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি এদিন চারটি সভা করবেন। সকাল ১১ টায় হাওড়ায় শ্যামপুরে সভা করবেন তিনি। এরপরই হাওড়ারই বাগনানে সাড়ে বারোটা নাগাদ সভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও হুগলির তারকেশ্বরে জনসভা রয়েছে তাঁর।
প্রচারে আসছেন জেপি নাড্ডাও। বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন তিনি। এরপর দুপুর একটায় পুরশুড়ায় রোড শো রয়েছে তাঁর। বেলুড় মঠ পরিদর্শনের পর হাওড়ার শিবপুরে সাংগঠনিক সভা করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -