WB Election 2021 Live Updates: ভোটের আগে জগদ্দলে অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা বিজেপি সাংসদের
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি নির্বাচন এক দফায় সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে ফের দাবি জানিয়েছে তৃণমূল। তাদের এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি।
বোলপুরে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ ঘিরে ধুন্ধুমার।বোলপুর উচ্চ বিদ্যালয় ও বাঁধগড়া স্কুলে উত্তেজনা।তৃণমূলের বিরুদ্ধে অবাধে ভোট লুঠের অভিযোগ বিজেপির।কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোটগ্রহণের অভিযোগ।বিজেপির বিক্ষোভে সাময়িক বন্ধ ভোটগ্রহণ।ঘটনাস্থলে পৌঁছেছেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
জঙ্গিপুরের পুলিশ সুপার পদে রদবদল।কমিশনের নির্দেশে নতুন সুপার হলেন সূর্যকুমার যাদব।বর্তমান পুলিশ সুপার ওয়াই রঘুবংশী করোনা আক্রান্ত। সেই কারণেই দায়িত্ব বদল বলে কমিশন সূত্রে খবর।
ভোট মিটলেও নদিয়ার চাকদায় অব্যাহত রাজনৈতিক হিংসা। বালিয়া গ্রামে বিজেপির পোলিং এজেন্টের কলাবাগানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাসুদেব রায় নামে ওই বিজেপি কর্মী শিলিন্দা গ্রাম পঞ্চায়েতের ১৮২ (এ) নম্বর বুথে পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ, ভোটপর্ব মেটার পর থেকেই তাঁকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার জেরেই গতকাল বিজেপি কর্মীর কলাবাগানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের আশ্বাস, দোষ প্রমাণে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।
টিটাগড়ে একটি ক্লাবে বিস্ফোরণে মৃত ১। জখম ১। বিস্ফোরণের জেরে উড়ল ক্লাবের চাল। ক্লাব ঘরের মধ্যে পড়ে রয়েছে প্রচুর কৌটো। আগামীকাল খড়দা বিধানসভায় ভোট। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ভোটের আগে উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের। বিজেপি সাংসদের অভিযোগ, বোমাবাজির পর তল্লাশি চালানোর সময় মহিলাদের হেনস্থা করে পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিংহ। জগদ্দলে বোমাবাজির কিছুক্ষণের মধ্যে কাঁচরাপাড়াতেও বোমাবাজি হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। অন্যদিকে, টিটাগড়ে বোমা ফেটে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও একজন
ভোটের ২ দিন আগে বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া এলাকায় বোমাবাজি। গতকাল রাত ১২টা নাগাদ কাঁচরাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মনসাপাড়া এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। ভোটের আগে কী কারণে বোমাবাজি খতিয়ে দেখছে পুলিশ।
হাওড়ার শিবপুরে ভোট-পরবর্তী হিংসা। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ বাইকে চড়ে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পেটে ও চোখের উপরে গুলি লাগে। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ওই তৃণমূল কর্মী। এরপরই তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে। ২টো লরি, একটা গাড়ি ভাঙচুর ও একটা বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এক তৃণমূল নেতা খুনের মামলার অন্যতম সাক্ষী ছিলেন ওই তৃণমূল কর্মী। পুরনো শত্রুতার জেরেই খুনের চেষ্টা বলে প্রাথমিক তদন্তে অনুমান। তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রেক্ষাপট
কলকাতা: ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা।সবার মুখে মুখে একটাই প্রশ্ন, তাহলে কি ফের দেশজোড়া লকডাউন হতে পারে?এই প্রেক্ষাপটেই জল্পনা আরও উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচারে নেমে দাবি করলেন, কেন্দ্র চাইছে ২ মে নির্বাচন পর্ব মিটলেই লকডাউন ঘোষণা করে দিতে।যদিও, এর আগে গতকাল রাজ্যে এসে লকডাউনের বিষয়ে বল রাজ্য সরকারগুলির কোর্টে ঠেলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অন্যদিকে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি নির্বাচন এক দফায় সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে ফের দাবি জানিয়েছে তৃণমূল। তাদের এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি।
এদিকে, শীতলকুচির ঘটনায় বাকযুদ্ধ এখনও চলছে। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর পরও, একজনের মৃত্যু নিশ্চিত করতে মাথায় বাঁশ দিয়ে মেরেছিল বিজেপির লোকজন। এমনই চাঞ্চল্যকর তথ্য তাঁকে এক প্রত্যক্ষদর্শী দিয়েছেন বলে দাবি করলেন উদয়ন গুহ। প্রমাণ থাকলে কমিশনকে জানান। পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -