সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিতর্ক পিছু ছাড়ছে না বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের। আমন্ত্রিতের তালিকায় নাম না থাকায়, ঠাকুরনগরে অমিত শাহর সভাস্থলে গেলেও, তাঁকে মঞ্চের কাছাকাছি যেতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। পরে শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে ভিতরে ঢুকতে পারেন। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।


 


তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে টানটান নাটক! ঠাকুরনগরে অমিত শাহর সভায় আমন্ত্রিতের তালিকায় নাম ছিল না বনগাঁ উত্তরের বিধায়কের। বৃহস্পতিবার সভাস্থলে এলেও তাঁকে মঞ্চের কাছাকাছি যেতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা! বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি!


 


পরে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বনগাঁ উত্তরের বিজেপি নেতা তথা তৃণমূলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বিতর্ক এড়ানোর চেষ্টা করেন। বিশ্বজিৎ বলেন, ‘‘আমার নাম তালিকায় নেই বলে ঢুকতে দেয়নি শুরুতে। নিরাপত্তারক্ষীরা নিজেদের কাজ করেছে। তবে নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে আমার৷’’


 


বিশ্বজিৎকে যখন আটকে দেওয়া হয়, তার কিছুক্ষণ পরই সেখান দিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর হস্তক্ষেপেই ভিতরে ঢুকতে পারেন বিশ্বজিৎ দাস। এর আগে সোমবার হঠাৎ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি! প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন বনগাঁর তৃণমূলত্যাগী বিধায়ক! এরপরই জল্পনা তৈরি হয়, তাহলে কি ফের পুরনো দলে ফিরছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক? যদিও পরে এক জনসভায় মমতাকেই কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে বিশ্বজিতের কাছে জানতে চান মমতা। শুভেন্দু অভিযোগ করেন, দলের ভাঙন আটকানোর জন্য যেচে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।


 


এই প্রেক্ষাপটে এবার অমিত শাহের সভার আমন্ত্রিতের তালিকায় বনগাঁ উত্তরের বিধায়কের নাম থাকায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বনগাঁর কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, ‘‘তামাশার শিকার হয়েছেন বিধায়ক। শুনতে পাচ্ছি এক শকুনি মামার হাত ধরে ভিতরে ঢুকেছেন, কিন্তু মঞ্চে জায়গা পাননি।’’


 


সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে দলবদল ও প্রত্যাবর্তন জল্পনার মধ্যে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা।