সমীরণ পাল, ব্যারাকপুর : ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ। ইটবৃষ্টি। লাঠিচার্জ পুলিশের।
মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে স্ত্রী শুভশ্রীকে নিয়ে খড়দার শ্যাম মন্দিরে পুজো দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। রাজের মনোনয়ন জমায় সঙ্গী শুভশ্রী। মনে হচ্ছিল চ্যালেঞ্জ, এখন মনে হচ্ছে ব্যারাকপুর থেকে জিতে গিয়েছি, দাবি রাজের। রাজনীতিতে এলে দিদির দলে, জানালেন শুভশ্রী।
এদিকে রাজের পর শুভশ্রীও কি এবার তৃণমূলে? ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজের মনোনয়নের সঙ্গী জল্পনা বাড়ালেন শুভশ্রী নিজেই। বললেন রাজনীতিতে এলে দিদির দলের আসব।অন্যদিকে, বুধবার সকাল সকাল প্রচার সারলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান, ‘‘আগে মমতার প্রচার করেছি নিজেও দেখছি পরিবর্তন হয়েছে মমতা ছাড়া কাউকে ভাবতে রাজনীতিতে দিদির বিকল্প নেই।’’ তাহলে কি এবার শুভশ্রীও নাম লেখাচ্ছেন তৃণমূলে? জল্পনা উস্কে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়নে স্বামীর পাশে সবসময় থাকলেন। খড়দার শ্যাম মন্দিরে একসঙ্গে দিলেন পুজো ৷ তারপর টিটাগড়ের টাটা গেট থেকে শোভাযাত্রা করে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান রাজ চক্রবর্তী।
ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন পরিচালক রাজ চক্রবর্তী। মনোনয়নের দাখিলের আগে রীতিমতো আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী জানান, ‘‘প্রথমে মনে হয়েছিল চ্যালেঞ্জ। এখন মনে হচ্ছে প্রতিপক্ষ কেউ নেই। মমতার বিকল্প কেউ নেই। এখন মনে হচ্ছে জিতে গেছি।’’
অন্যদিকে, বেহালা পূর্বে বিজেপি এবার প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে। বুধবার সকাল থেকেই প্রচার শুরু করলেন বিজেপির তারকা প্রার্থী। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর থানা এলাকার কবরডাঙ্গা মোড় থেকে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তিনি। পায়েল সরকার জানান, ‘‘বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সুবিধা অসুবিধা শুনছি। এখানে কয়েক জায়গায় ভোট দিতে পারেননি ৷’’
কিছুদিন আগেই রাজনীতিতে পা রেখেছেন।রাজনীতির ময়দানে নেমেই রাজনৈতিক দলগুলির হয়ে ভোটে লড়ার টিকিটও মিলেছে। জনতা জনার্দনের মন জিততে প্রচারে ঝড় তুলছেন তারকা প্রার্থীরা।