কলকাতা: আসনসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী তিনি। সোমবার প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ। সঙ্গে ছিল বাজনা। মিছিলে হাঁটতে হাঁটতে জনসংযোগ সারছিলেন তিনি। সেলফি তোলা থেকে কেন্দ্রের মানুষের সঙ্গে কথা। সবটাই ঠিক ছিল। কিন্তু হঠাৎই পাল্টে গেল ছবিটা। প্রচারে জনসংযোগ করতে দৌড়াতে শুরু করলেন সায়নী ঘোষ। রীতিমতো কুঁচি ধরে দৌড়াতে শুরু করেন সায়নী। যা দেখে কার্যত হকচকিয়ে গেলেন সবাই।  


কিন্তু কেন এমনভাবে দৌড়ালেন সায়নী? ঠিক কী ঘটেছিল?


আসানসোলের দক্ষিণে এলাকায় প্রচারে যান সায়নী ঘোষ। সঙ্গে বাজনা, ঢাক, ঢোল। সায়নীর পরনে সাদা শাড়ি। তারকা প্রার্থীকে দেখে আনন্দে আত্মহারা সংশ্লিষ্ট কেন্দ্রের সাধারণ মানুষ। তাঁদের সঙ্গে হাতে হাত মেলানো, অনুরাগীদের আবদার মেটাচ্ছিলেন সায়নী। অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন সায়নী। কিন্তু এর মাঝেই বদলে গেল হাওয়া। হঠাৎই দৌড়াতে শুরু করেন তারকা প্রার্থী। জানা গিয়েছে, বাড়ি বাড়ি প্রচার করার সময়, সায়নীর গা ঘেঁষে ভিড় করতে থাকেন অনেকে। তাতেই আপত্তি তারকা প্রার্থীর। এরপর হঠাৎই দৌড়াতে শুরু করেন। শাড়ির কুঁচি ধরেই দৌড় সায়নীর। কেন দৌড়াচ্ছেন সায়নী। তাই কার্যত বুঝেই উঠতে পারছিলেন না কেউ। অনেকেই তাঁর সঙ্গে দৌড়াতে শুরু করেন। এক জায়গায় দাঁড়িয়ে এরপর সায়নী বুঝিয়ে দেন, কেউ যেন তাঁর কাছাকাছি না আসেন। এরপর হাঁটতে শুরু করেন তিনি। তাঁর নির্দেশেই নিরপত্তারক্ষীরা বলয় তৈরি করেন।


আগামী ২৬ এপ্রিল ভোট গ্রহণ আসানসোল দক্ষিণে। আপাতত ভোট প্রচারে ব্যস্ত সায়নী। আমি কাজ করে দেখাতে চাই। মানুষের মাঝে থেকে দিদির বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। নতুনভাবে আমরা একসঙ্গে ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াবো’। প্রার্থী তালিকা ঘোষণার পর আসানসোলেই বেশিরভাগ সময় থাকছেন। হেভিওয়েট এই কেন্দ্রে লড়াইও জোরদার। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোলেনর ভূমিকন্যা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। প্রার্থী তালিকা ঘোষণার পর সায়নী বলেন,  ‘আমি খুবই এক্সসাইটেড। দিদি বলে দিয়েছেন, নতুন রক্ত, যাও কাজ করো।