কলকাতা :  দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। দুপুর দেড়টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। কুলপি বিধানসভা আসন তৃণমূলের দখলে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সাড়ে ২৫ হাজারেরও বেশি ভোটের লিড রয়েছে শাসকদলের। তবে বিজেপিও নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে এই কেন্দ্রে। তার প্রেক্ষিতে বিধানসভা ভোটের মুখে আজকের জনসভা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেরুয়া শিবিরকে আক্রমণ করবেন, তা একরকম নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর পাশাপাশি, আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
দীর্ঘ ৬ বছর পর গত ৬ ফেব্রুয়ারি কাঁথির অধিকারী-গড়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ের জনসভা থেকে কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন তিনি । শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর সেই প্রথম কাঁথিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে অধিকারী পরিবারকে নিশানা করে অভিষেক বলেন, 'বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে...এমন আওয়াজ তুলুন, যাতে শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে...বাড়িতে একজন বয়স্ক আছেন, তাই বেশি বলছি না।' নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের বার্তা দেন, ‘বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়।’
যদিও অভিষেকের এই মন্তব্য নিয়ে নিন্দায় মুখর গেরুয়া শিবির। বৃহস্পতিবার অমিত শাহের মুখেও সেই প্রসঙ্গ উঠে আসে। 
পাণাগড় থেকেও বর্ধমান-পূর্বের তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মণ্ডল ও বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ। জনসভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ অভিযোগ করেন, এক গাড়ি বালি নিয়ে যেতে হলে ভাইপো ট্যাক্স দিতে হয়। একইসঙ্গে তাঁর অভিযোগ, সরকারি জমি বেচে দিচ্ছেন তৃণমূল নেতারা। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক নরোত্তম মিশ্রও। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের দাবি, তৃণমূল আমলেই বালি থেকে সবথেকে বেশি রাজস্ব আদায় হয়েছে। 
এই পরিপ্রেক্ষিতে আজ অভিষেক দক্ষিণ ২৪ পরগণা থেকে গেরুয়া শিবিরকে কী জবাব দেন সেটাই দেখার।