সুনীত হালদার, হাওড়া: ভোটের আগে তৃণমূলের দলীয় সভা। সেই সভায় কয়েকজন তৃণমূল কর্মীর পোশাকে লেখা রয়েছে সুকন্যা প্রকল্পের নাম। আঁকা রয়েছে সরকারি প্রকল্পের লোগো। কারও আবার সাইকেলে সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড সহ মুখ্যমন্ত্রীর ছবি।


আর তা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিজেপি। বৃহস্পতিবার হাওড়ার শিবপুরের কাজীপাড়ায় তৃণমূলের দলীয় সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন হাওড়া সদরের তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়।


সেই সভাতেই কয়েকজন তৃণমূল কর্মীর পোশাকে ছিল সরকারি প্রকল্পের নাম। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। চালু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। তারপরও, কীভাবে, দলীয় সভা থেকে সরকারি প্রকল্পের প্রচার?? এই প্রশ্ন তুলে, তৃণমূলের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে তারা। হাওড়ার বিজেপি নেতা উমেশ রায় জানান, ‘‘নির্বাচনী বিধি চালু হওয়ার পর থেকে দলীয় কর্মসূচি থেকে কোনো সরকারি প্রকল্পের  কাজ করা যায় না।এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস নির্বাচনী বিধিভঙ্গ করছে বলেও দাবি করেন তিনি।’’


যদিও বিধিভঙ্গের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় জানান, ‘‘যাঁরা এসেছিলেন, তাঁরা প্রচারে আসেননি। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন।’’ উল্লেখ্য, আগামী ৬ই এপ্রিল ও ১০ই এপ্রিল দুই পার্টে হাওড়ায় ভোটগ্রহণ। তার আগে, বিধিভঙ্গের অভিযোগ নিয়ে গঙ্গাপাড়ের জেলায় তুঙ্গে তরজা।