পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৭ জন পথচারীকে ধাক্কা লরির। কার্যত ওই ৭ জনকে পিষে দিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু দুজনের। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। গুরুতর আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অন্যান্যরা রয়েছেন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। চালক সহ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
Accident: চন্দ্রকোণায় ৭ পথচারীকে ধাক্কা লরির, মৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2021 01:29 PM (IST)
Accident at Chandrakona: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৭ জন পথচারীকে ধাক্কা লরির।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পথ দুর্ঘটনা