সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: এবার কেকেও ‘খেলা হবে’। সাম্প্রতিক কালে সবচেয়ে আলোচিত স্লোগান ‘খেলা হবে’। শাসক বিরোধী সবার মুখেই শোনা যাচ্ছে এই স্লোগান। বঙ্গে ভোট মানে উৎসব, এই উৎসবে নতুন নতুন স্লোগান তৈরি হয়। আর এবার ভোটের আগেই ‘খেলা হবে’ স্লোগানে পারদ চরছে ভোট উৎসবের।
আর এই ‘খেলা হবে’ ম্যানিয়া এবার কেকের মধ্যেও ঢুকে পড়ল। উত্তরপাড়ার এক কেক বিপনি ক্রিকেট মাঠের আদলে সবুজ কেক বানিয়ে তাতে পিচ উইকেট ব্যাট বল বানিয়ে খেলা হবে লিখেছে। বিপনির দাবি ইতিমধ্যেই এই কেকের চাহিদা তৈরি হয়েছে। কেউ বাচ্চার জন্মদিনে কেকের অর্ডার দিয়ে যাচ্ছেন আবার রাজনৈতিক দল থেকেও অর্ডার দেওয়া হচ্ছে।
রাজনীতির কারবারিরা খেলা হবে ভিন্ন অর্থে ব্যাবহার করছেন বলে মনে করছেন অনেকে। এমনকি স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। শুধু তাই নয়, বঙ্গ সফরে এসেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও এই স্লোগানকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন ভয়ঙ্কর খেলার কথা তাই রাজনৈতিক তাপ বাড়ছে খেলা হবে স্লোগানে। তবে খেলা প্রিয়রা খেলা হবে মানে মাঠের খেলার কথা বলছেন। যেখানে একদল হারবে একদল জিতবে কিন্তু খেলা শেষে স্পোর্টসম্যান স্পিরিট নষ্ট হবে না। খেলার জগতের তারকারার ভোটের বাজারে রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন। আর মনোজ তিওয়ারি, অশোক দিন্দার মতো খেলোয়াররা যখন মাঠে থাকবেন তখন তো খেলা হবেই। ভোট হতে আরও কিছুদিন দেরি তার আগেই খেলা হবে স্লোগান খেলা জমিয়ে দিয়েছে বলাই যায়।
শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে বাড়ছে ভোটের উত্তাপ। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। খেলা হবে স্লোগান নিয়ে ময়দানে তাল ঠুকছে তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই। ভোটের এই উত্তেজনার আবহে হুগলির উত্তরপাড়ায় এক ঝলক মরুদ্যান। স্থানীয় এক কেকের দোকান সাজানো হয়েছে বাহারি কেকে। যে কেকের ওপর লেখা - খেলা হবে।
নির্বাচনমুখী বাংলায় হু হু করে খেলা হবে কেক বিক্রি হচ্ছে বলে দাবি দোকান মালিকের। শুধু রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাই নয়, নতুন স্লোগান ও কেকের প্রতি আগ্রহের কারণে দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ ক্রেতারাও। অনেকে বাড়ির ছোটদের জন্মদিনের জন্যও এই কেক কিনে নিয়ে যাচ্ছেন। হুগলিতে ভোট হবে দু’দফায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ এপ্রিল তৃতীয় দফা এবং ১০ এপ্রিল চতুর্থ দফায় হুগলির ১৮ বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ভোটের ময়দানে খেলা হবে স্লোগান সুপার হিট। স্লোগান থেকে তৈরি হয়েছে গানও। এরই মধ্যে কেকের দোকানও জমজমাট সেই খেলা হবে স্লোগানে।