সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: ভোটপর্ব চলাকালীন ফের উত্তপ্ত সন্দেশখালি। দফায় দফায় উত্তেজেনা ছড়িয়েছে। একাধিক এলাকায় বারেবারে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বয়ারমারিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।


বাঁশ-লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল বিজেপি কর্মীর। রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালির বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া কাছারিপাড়ার ২৫ নম্বর বুথ এলাকা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ৫০-৬০ জনের বাইক বাহিনী হামলা চালায়। ভাঙচুর করা হয় বিজেপি বুথ এজেন্টের বসার জায়গা। বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকে প্রচার করে। পরে রক্তাক্ত অবস্থায় ভোট দিতে যান আক্রান্ত বিজেপি কর্মী।


এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, ওই ব্যক্তি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। বয়ারমারির ঘটনা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।


সন্দেশখালিতে তৃণমূলের উপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির উপরে। এক জায়গায় সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে। হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।শেখ শাহজাহানের খাসতালুকে ভোটের দিন মার খেলেন তৃণমূলের এজেন্ট ও কর্মীরা। অভিযোগের তির বিজেপির দিকে। বসিরহাট লোকসভার সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৩ ও ৩৫ নম্বর বুথের ঘটনা। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। 


বিতর্কে রেখা পাত্র:
সন্দেশখালিতে ভোট দিয়ে বেরনোর সময় বিতর্কে রেখা পাত্র। বুথের মধ্যেই ভোটারকে ভোট দেওয়ার আবেদন। নকল ইভিএমে কোথায় ভোট দিতে হবে দেখালেন বিজেপি কর্মী। ওই ঘটনায় অভিযোগ তুলে প্রতিবাদ করেন তৃণমূলের এজেন্টের, এলাকায় উত্তেজনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে সিদ্ধান্ত, ফল ঘোষণার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী