শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ৫ বছরের পুরনো মামলায় গ্রেফতার হলেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী। ফের বিতর্ক কোচবিহারের দিনহাটায়। এই পরিস্থিতিতে বিজেপি অভিযোগ করেছে, হেরে যাবে বুঝেই তৃণমূলের ইন্ধনে পুলিশ অতি সক্রিয়। যদিও আইন মেনেই পুলিশ পদক্ষেপ করেছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূলও। ধৃত বিজেপি প্রার্থীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে দিনহাটা মহকুমা আদালত। 


২০১৮-র খুনের চেষ্টার মামলা ! আর তার ফাইল খুলল ২০২৩-এর পঞ্চায়েত ভোটের সময় ! ৫ বছরের পুরনো মামলায় বিজেপির জেলা পরিষদের প্রার্থীর গ্রেফতারি ঘিরে নতুন বিতর্ক বাধল কোচবিহারে। ফের অভিযোগ উঠল, নির্বাচনের আগে বিরোধী প্রার্থীদের জব্দ করতেই পুলিশকে ব্যবহার করছে তৃণমূল ! কোচবিহার জেলা পরিষদের ২৬ নং আসনের বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন বলেন, এটা রাজনৈতিক চক্রান্ত। মূল চক্রী পুলিশের সঙ্গে সহযোগিতা করে মানুষের বাড়ি ভেঙে বেড়াচ্ছে।


তরণীকান্ত বর্মন। কোচবিহারের দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য। তৃণমূল নেতা তরণীকান্ত বর্মন, জেলার রাজনীতিতে উদয়ন গুহর বিরোধী গোষ্ঠীর নেতা বলেই পরিচিত ছিলেন। এবার পঞ্চায়েত ভোটের তৃণমূলের প্রার্থীপদ না পেয়ে, তিনি বিক্ষুব্ধ হিসাবেই মনোনয়নপত্র জমা দেন। পরে কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তরণীকান্ত যোগ দেন বিজেপিতে। দলবদলের পরে, তরণীকান্ত বর্মনকে জেলা পরিষদের ২৬ নম্বর আসনে প্রতীক দেয় গেরুয়া শিবির। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও দেওয়া হয়। বুধবার রাতে, ২০১৯-এর মামলায় বিজেপির ওই জেলা পরিষদ প্রার্থীকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।


বিজেপির কোচবিহার জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় বলছেন, 'দিনহাটা ২৬ নম্বর জেলা পরিষদ, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আর সেই জন্যই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দেখছেন যে আগে বলেছিল প্রার্থী দিতে পারবে না, এখন ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে জিতে যাবে, আর সেই জন্য পুলিশকে কাজে লাগিয়ে গ্রেফতার করা হচ্ছে।'


যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলছেন, "কেন আমার জন্য গ্রেফতার হবে ? কেস কি আমি করেছি ? কেস কি ভোটের আগে হয়েছে ? ওঁর অ্যান্টিসিপেটরি বলে রিজেক্ট করেছেন বিচারপতিরা। বিচারকরা ওঁকে ১৪ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিলেন। সেটাও করেননি। এখন উদয়ন গুহ আসছে কোথা থেকে ?"

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনহাটায় এবার বিজেপি প্রার্থী গ্রেফতার হতেই, শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের ভোট করিয়ে জেতার জোর নেই। তাই নতুন-পুরনো মামলায় বিরোধী প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে পুলিশ পাঠানো হচ্ছে বাড়িতে। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছে।'

এদিকে কোচবিহার জেলা পুলিশ সূত্রের দাবি, তরণীকান্ত বর্মন সময়ে আত্মসমর্পণ করেননি। তাই আদালতের পরোয়ানা মেনেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।