Panchayat Poll 2023 Live :'যদি কেউ খারাপ কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার' হুঁশিয়ারি অভিষেকের

Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 02 Jul 2023 11:45 PM

প্রেক্ষাপট

কলকাতা : "২০ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর (PM Modi) প্রাসাদ তৈরি হয়েছে। অথচ বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলছেন, দুর্নীতি (Corruption) বন্ধ করতে বদ্ধপরিকর। অথচ যাকে...More

Kajal Seikh Attack CPM: বিরোধীদের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি চলছেই

আর মাত্র ৬দিনের মাথায় পঞ্চায়েত ভোট। এখনও বিরোধীদের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি চলছেই। লালমাটির জেলায় ফের হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা ও পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী কাজল শেখের!ভোটের দিন হাজার হাজার কাজল শেখ অলি গলিতে দাঁড়িয়ে থাকবে। বেরোতে পারবেন তো? সিপিএমকে হুমকি দিলেন কাজল শেখ। গ্রেফতার করা উচিত, পাল্টা মহম্মদ সেলিম।