Panchayat Poll 2023 Live :'যদি কেউ খারাপ কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার' হুঁশিয়ারি অভিষেকের

Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 02 Jul 2023 11:45 PM
Kajal Seikh Attack CPM: বিরোধীদের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি চলছেই

আর মাত্র ৬দিনের মাথায় পঞ্চায়েত ভোট। এখনও বিরোধীদের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি চলছেই। লালমাটির জেলায় ফের হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা ও পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী কাজল শেখের!ভোটের দিন হাজার হাজার কাজল শেখ অলি গলিতে দাঁড়িয়ে থাকবে। বেরোতে পারবেন তো? সিপিএমকে হুমকি দিলেন কাজল শেখ। গ্রেফতার করা উচিত, পাল্টা মহম্মদ সেলিম।

South 24 Parganas: বাসন্তীতে তৃণমূল-নির্দল সংঘর্ষে প্রাণ গেল যুব তৃণমূল কর্মীর

বাসন্তীতে তৃণমূল-নির্দল সংঘর্ষে প্রাণ গেল যুব তৃণমূল কর্মীর

TMC On Governor Visit: সমালোচনার মুখে শাসক নেতাকে দেখতে হাসপাতালে, খোঁচা তৃণমূলের

সমালোচনার মুখে শাসক নেতাকে দেখতে হাসপাতালে, খোঁচা তৃণমূলের

Abhishek Banerjee: 'যদি কেউ খারাপ কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার' হুঁশিয়ারি অভিষেকের

'যদি কেউ খারাপ কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার' হুঁশিয়ারি অভিষেকের

Congress Candidate Blast: এবার সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ

এবার সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ

Central Force: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে গণ ইমেল পাঠানো হবে: সংগ্রামী যৌথ মঞ্চ

কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে গণ ইমেল পাঠানো হবে

Locket Chatterjee: 'শুধু ভোটের সময় কেন?' সিঙ্গুরে বিক্ষোভের মুখে লকেট

'শুধু ভোটের সময় কেন?' সিঙ্গুরে বিক্ষোভের মুখে লকেট

Governor: 'কী সাহায্য দরকার?' বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারকে ফোন রাজ্যপালের

কী সাহায্য দরকার? বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারকে ফোন রাজ্যপালের

Abhishek Banerjee: 'বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী' অভিষেক বন্দ্য়োপাধ্যায়

'বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী' অভিষেক বন্দ্য়োপাধ্যায়

Abhishek Banerjee: 'নির্দলদের একটা ভোটও দেবেন না' কড়া বার্তা অভিষেকের 

'নির্দলদের একটা ভোটও দেবেন না' কড়া বার্তা অভিষেকের 

West Bengal State Election Commission: জেলা প্রশাসনকে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরি করতে নির্দেশ কমিশনের

জেলা প্রশাসনকে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরি করতে নির্দেশ কমিশনের

Basanti Clash: ফের অশান্ত বাসন্তী, সংঘর্ষে আহত ৩ বিজেপি সমর্থক, ১ তৃণমূল সমর্থক

ফের অশান্ত বাসন্তী, সংঘর্ষে আহত ৩ বিজেপি সমর্থক, ১ তৃণমূল সমর্থক

Coochehar News: রাজ্যপালের সফরের মধ্যেই ফের অশান্ত কোচবিহার

রাজ্যপালের সফরের মধ্যেই ফের অশান্ত কোচবিহার। গীতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মার। 

Abhishek Banerjee on Centre : 'কেন্দ্রের কাছে আমরা বশ্যতা স্বীকার করব না', ফের হুঙ্কার অভিষেকের

'সিপিএম-বিজেপি-কংগ্রেসের মধ্যে বোঝাপড়া হয়েছে। নিজেদের মধ্যে সমঝোতা করে প্রার্থী দিয়েছে সিপিএম-বিজেপি-কংগ্রেস।
তৃণমূলের সঙ্গে কারও কোনও বোঝাপড়া নেই। বাংলায় অশান্তির চক্রান্ত বিরোধীদের। ১০০ দিন, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের কাছে আমরা বশ্যতা স্বীকার করব না। দিল্লি গিয়ে আন্দোলন করে রাজ্যের পাওনা ছিনিয়ে আনব। আমরা মানুষের পঞ্চায়েত গড়ব। দিল্লির কাছে গিয়ে ভিক্ষা চাইবে না বাংলা।' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।


 

Kunal On Suvendu Meeting Death:বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, 'একটু সতর্ক হলেই প্রাণটা বাঁচানো যেত। বিরোধী দলনেতার সভায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।' সঙ্গে প্রশ্ন, 'ওঁর অযোগ্যতার জন্য় আর কত প্রাণ যাবে?'

Sujan on Basanti Murder : 'শাসকের সংঘাতেই রক্তাক্ত বাংলা', বাসন্তীতে খুনের ঘটনায় প্রতিক্রিয়া সুজনের

বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। পুলিশে আস্থা নেই পরিবারের, সিবিআই তদন্ত দাবি। পঞ্চায়েত ভোটের ৬দিন আগে ফের খুন! এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, 'শাসকের সংঘাতেই রক্তাক্ত বাংলা।'

Khardah TMC Worker Beaten : এবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কী বলছে শাসকদল ?

মারের পাল্টা মার। ২৪ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনার খড়দায় হিংসার অভিযোগ উঠল। এবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গতকাল তৃণমূল কর্মী শম্ভু সাউকে মারধর করেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের
বিজেপি প্রার্থী মহেশলাল প্রজাপতি ও তাঁর দলবল। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। হামলা-যোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। এর আগে শুক্রবার প্রচারের সময় এই বিজেপি প্রার্থীকেই মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শাসকদল। 


 

Firhad Hakim : 'তোমার কাছে কী আছে ?' 'আমি বলেছিলাম...,' ফিরহাদের নিশানায় কে ?

দিল্লির এক 'বিরাট' নেতা তাঁকে তাচ্ছিল্য করেছিলেন বলেও দাবি করেন ফিরহাদ। বলেন, "দিওয়ার' ছবিটা দেখেছেন তো! অমিতাভ কী বলেছিলেন! 'মেরে পাস পয়সা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলো হ্যায়, তুমহারে পাস ক্যায়া হ্যায়?' উত্তরে শশী কপূর বলেছিলেন, 'মেরে পাস মা হ্যায়'। দিল্লির এক বিরাট নেতা আমাকে বলছিলেন, 'ববি হাকিম ফাটা পাঞ্জবি পরে ঘুরছে। আমাদের কাছে সিবিআই, ইডি, সিআরপিএফ, সিআইএসএফ আছে, শক্তি আছে, তোমার কাছে কী আছে?' আমি বলেছিলাম, আমার কাছে জনগণ আছে।"

Firhad on Mamata : 'মমতার উপর বিশ্বাস রাখুন, তিনি কোনও অন্যায় করতে পারেন না', মন্তব্য ফিরহাদের

"তৃণমূলে ছোট-বড় বলে কিছু নেই। মমতার নেতৃত্বে বিশ্বাস রয়েছে সকলের। মমতা রয়েছেন মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিশ্চিত ভাবে লড়াই সম্ভব। দিল্লিতে বার্তা যাবে, মমতার ক্ষমতা হালকা হয়ে গিয়েছে, আর ভোট নেই। সেই সময়ই বাংলাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই বলতে এসেছি, একসঙ্গে থাকুন। সগর্বে বলুন, বাংলার মাটি, বাংলার জল...বাঙালির ঘরে যত ভাইবোন, এক হোক, এক হোক, এক হোক। কেউ টিকিট পায়, কেউ পায় না। তৃণমূল কিন্তু মানুষের কাজ করে যাবে। তাই বলতে এসেছি, ভোট ভাগ করবেন না। রোশনি চাঁদ সে হোতি হ্যায়, সিতারোঁ সে নহি, মহব্বত এক সে হোতি হ্য়ায়, হাজারোঁ সে নহি। আমাদের কাছে ওহ্ এক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখুন, তিনি কোনও অন্যায় করতে পারেন না। যারা গুন্ডামি করবে, পুলিশকে বলব শক্ত হাতে আইনশৃঙ্খলা দেখুন। ভয় পাবেন না।" শনিবার বীরভূমের পাইকরের সভা থেকে মন্তব্য ফিরহাদের।

Dilip on Basanti Murder : 'কে জিতবে তাই নিয়ে দলের মধ্যে সংঘাত চলছে', বাসন্তীতে খুনের ঘটনায় তৃণমূলকে তোপ দিলীপের

বাসন্তীতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে বিঁধলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্য, তৃণমূলে প্রায় ১২ হাজার নির্দল প্রার্থী দাঁড়িয়েছে। কে জিতবে, তাই নিয়ে দলের মধ্যে সংঘাত চলছে। যত দিন যাবে, হিংসা-খুনোখুনি আরও বাড়বে।'

Firhad Hakim in Birbhum : 'অর্থাৎ শুভেন্দু অধিকারী যা, তুমিও তা', ফিরহাদের খোঁচার লক্ষ্যে কে ?

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের সংগঠনে টানাপোড়েন চলছে বলে জল্পনা। সেই আবহে দলের শীর্ষ নেতৃত্ব বীরভূমে কার্যতই ঝাঁপিয়ে পড়েছেন। শনিবার সেখানকার পাইকরে সভা করেন ফিরহাদ। বিজেপি-র বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও নিশানা করেন তিনি। দুই দলকে মীরজাফর বলে উল্লেখ করেন। এদিন পাইকরের মঞ্চে ফিরহাদ বলেন, "টিকিট না পেয়ে কেউ কেউ অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছেন। মানুষের কাজ করতে টিকিট লাগে না। কিন্তু টিকিট না পেয়ে এঁরা টুকটুক করে হেঁটে গিয়ে বলছেন, 'আমাকে একটা সিপিএম-এর টিকিট দেবেন? একটা কংগ্রেসের টিকিট দেবেন?' তার মানে এঁদের কোনও নীতি-আদর্শ নেই। যখন যেমন, তখন তেমন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যা, তুমিও তা। আজ সিপিএম, কংগ্রেসের টিকিট চাইলে, বিপদে পড়ে বিজেপি-র টিকিটও চাইতে পারও কাল। এরা নীতীভ্রষ্ট।"

Sukanta Majumdar on BDOs : 'বিডিওরা যদি ব্যালট ছাপেন, তাঁদের পেটে পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন', হুঁশিয়ারি সুকান্তর

কয়েকদিন ধরেই প্রয়োজনের তুলনায় ব্যালট বেশি ছাপা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিজেপি। এই প্রেক্ষাপটে গতকাল হাওড়ার শ্যামপুরে প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি! সেখানে তাঁর নিশানায় ছিলেন বিডিওরা। সুকান্ত মজুমদার বলেন, “বেশি বেশি করে ব্যালট ছাপা হচ্ছে। আপনারা ব্যালট বক্স পাহারা দেবেন। স্ট্রংরুমে যখন ব্যালট বক্স নিয়ে যাবে, পুলিশ যখন নিয়ে যাবে সাথে আপনারাও ঝান্ডা আর ডান্ডা নিয়ে পুলিশের পিছন পিছন যাবেন। দেখবেন পুলিশ ওখানে কোনও ডুপ্লিকেট ব্যালট, ফেক ব্যালট ঢোকাচ্ছে কিনা। আমাদের কাছে খবর আছে, বিডিওদেরকে বলা হয়েছে বেশি বেশি করে ব্যালট ছাপানোর জন্য। বিডিওরা যদি ব্যালট ছাপে, বিডিওর পেটে পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন, আমি বাঁচাব তারপরে। যা হবে আমি দেখে নেব।’’

Meenakshi on TMC : 'বেগড়বাই করতে এলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে', ভাতারের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর 

ভোট প্রচারে ভাতারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর । 'বেগড়বাই করতে এলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে'। ভাতারের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর। 


 মনোনয়ন পর্বে লাগাম ছাড়া সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা। পূর্ব বর্ধমানের বড়শূল থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বামেরা। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের ভাতারে প্রচারে গিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান থেকেই হুঁশিয়ারি শোনা যায় মীনাক্ষীর গলায়।তিনি বলেন, “পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করেছি আমরা? কাদের দমে নমিনেশন করেছি? মানুষ। মানুষের দমে। তাই যদি কেউ বেগড়বাই করতে আসে, তাহলে চাঁদি ফাটিয়েই বাড়ি যেতে হবে। এর অন্যথা হবে না।’’

Saokat on Basanti Murder : বাসন্তীতে খুন তৃণমূলকর্মী, পুলিশি পদক্ষেপের দাবি সওকতের

বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন । বাসন্তীর ফুলমালঞ্চে গুলি, তৃণমূলকর্মী খুন । তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথা, পেটে গুলি।
পঞ্চায়েত ভোটের ৬দিন আগে ফের খুন ! মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩জনের মৃত্যু। বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি স্থানীয়দের একাংশের । যুব তৃণমূল নেতা আমারুল লস্কর ঘনিষ্ঠ জিয়ারুল খুন । যে দলেরই হোক না কেন, পদক্ষেপ নিক পুলিশ: সওকত মোল্লা ।

TMC MLA on Lakshmi Bhandar : 'নির্দল, সিপিএম, কংগ্রেসকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে', হুঁশিয়ারি তৃণমূলের বিধায়কের

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের আলোচনার কেন্দ্রে 'লক্ষ্মীর ভাণ্ডার'। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন খোদ শাসকদলের বিধায়ক ! উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের হুঁশিয়ারি, 'নির্দল, সিপিএম, কংগ্রেসকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে'। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।


ঠিক কী বলেছেন করণদিঘির তৃণমূল বিধায়ক ? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম পাল বলেছেন, 'কোনও নির্দল, সিপিএম বা কংগ্রেসকে ভোট দেবেন না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।' ব্যাখ্যা হিসেবে ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'সাগরদিঘিতে বায়রন জেতার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বায়রন বিশ্বাস।' তৃণমূল সরকার না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে না বলে যখন হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক, তখন তাঁকে পাল্টা নিশানা করেছে বিরোধীরা।

Sukanta Majumdar on Agriculture : বিজেপির দখল করা জেলা পরিষদে কৃষির উন্নয়নে পর্ষদ খোলা হবে : সুকান্ত

নির্বাচনের আগে বারবারই উঠে আসে কৃষি উন্নয়নের প্রসঙ্গ। এর আগে একুশের বিধানসভা ভোটের আগে মোদি-শাহের মুখে একাধিক বার ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে এলে কৃষি উন্নয়নের দিকে নজর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়। যদিও শেষ অবধি ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। সম্প্রতি  কৃষকদের  ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবির ইস্যুতে এবং সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে গতকাল বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার পঞ্চায়েত ভোটের আগে একই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও (Sukanta Majumdar)। তিনি গতকাল বলেন, 'বিজেপির দখল করা জেলা পরিষদে কৃষির উন্নয়নে পর্ষদ খোলা হবে।' সুকান্ত মজুমদার বলেন, 'আমরা চাই চোরমুক্ত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি স্বচ্ছ ভাবে প্রণয়ন করা হবে। বাংলার ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিজেপি, খোলা হবে হেল্প ডেস্ক। বিজেপির দখল করা জেলা পরিষদে কৃষির উন্নয়নে পর্ষদ খোলা হবে। বিজেপির ইস্তেহারের উপর ভরসা করেই মানুষ ভোট দেবেন।'

Suvendu Adhikari on Job : বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি, আশ্বাস শুভেন্দুর

মমতা ভোট এলেই চোট পায়। চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে। বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, সর্বত্র চুরি হয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একবছরে শূন্যপদ পূরণ। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি : শুভেন্দু অধিকারী।

প্রেক্ষাপট

কলকাতা : "২০ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর (PM Modi) প্রাসাদ তৈরি হয়েছে। অথচ বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলছেন, দুর্নীতি (Corruption) বন্ধ করতে বদ্ধপরিকর। অথচ যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে সম্পদ করে রেখেছেন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না প্রধানমন্ত্রী? দুর্নীতি রুখতে এই গ্যারান্টারকে কি বিশ্বাস করবেন?", ফালাকাটায় বললেন অভিষেক (Abhishek Banerjee)।


'চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়'। '১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না'। 'আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল'। 'কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে'। 'বিজেপি (BJP) জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন'। 'স্থানীয় সাংসদ জন বার্লা (John Barla) দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন'। 'বিজেপির সাংসদ-বিধায়করা রাজ্যের টাকা বন্ধ করতে দিল্লিতে দরবার করছেন'। 'বিজেপিকে ভোট দিয়ে আচ্ছে দিনের নমুনা দেখছেন'। '৪০০ টাকার রান্নার গ্যাস ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে'। '৫০ টাকার পেট্রোল ১০০ টাকায় কিনতে হচ্ছে'। 'বিজেপি মানুষকে ভাঁওতাবাজি দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে'। 'তৃণমূল আলিপুরদুয়ারে না জিতলেও চা শ্রমিকদের স্বার্থে কাজ করছে'। ফালাকাটার সভায় মন্তব্য অভিষেকের...


যেভাবে রাজ্য নির্বাচন কমিশন বারবার হাইকোর্টের অর্ডারটাকে আনওয়ার্কেবল করে দেওয়ার চেষ্টা করছে, হাইকোর্ট বারং বার রাজ্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার পরও যে অনাস্থার জায়গাটা তারা তৈরি করছে, আমরা এটা কোর্টের কাছে তুলে ধরব।আমরা দেখব যে কনটেম্পটে আমাদের যে রাজ্য নির্বাচন কমিশনার আছে তাঁর যেন জেল হয়: কৌস্তভ বাগচি।


মমতা ভোট এলেই চোট পান। চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে। বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, সর্বত্র চুরি হয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একবছরে শূন্যপদ পূরণ। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি: শুভেন্দু অধিকারী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.