PANCHAYAT ELECTION 2023 :পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকী তালা শুভেন্দু অধিকারীর

WB PANCHAYAT POLL : আজ পঞ্চায়েত ভোট, ভোট সংক্রান্ত সব খবরের আপডেট এই লিঙ্কে ।

ABP Ananda Last Updated: 09 Jul 2023 12:05 AM
WB News Live :শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু

শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তালা লাগিয়ে প্রতিবাদ শুভেন্দুর। কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর 

WB News Live Update :ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি

ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি। বুথে ব্যাপক বোমাবাজি, পুলিশের উপরেও আক্রমণ। ভোটকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এল পুলিশ

WB News Live :উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসক দলের 

WB News Live Update :কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের

কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের। 

WB News Live :মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসক দলের। 

WB News Live Update :কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন একজন সাধারণ ভোটার। নিহত ভোটারের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে উদয়ন গুহ

 কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন একজন সাধারণ ভোটার। নিহত ভোটারের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে উদয়ন গুহ। 

WB News Live :ভোটের বাংলায় দিকে দিকে গুলি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুলিবিদ্ধ নুর আলম মিঞা

ভোটের বাংলায় দিকে দিকে গুলি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুলিবিদ্ধ নুর আলম মিঞা

WB News Live Update : হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আইএসএফের বিরুদ্ধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ তৃণমূলের

হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আইএসএফের বিরুদ্ধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ তৃণমূলের। ব্যালট বক্স লুঠের অভিযোগ অস্বীকার আইএসএফের

WB News Live :হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ এক মহিলা সহ ৩ ভোটার

হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ এক মহিলা সহ ৩ ভোটার

WB News Live Update : কোন দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ? কী বলছে সি ভোটারের বুথফেরত সমীক্ষা?

এদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনার মোট ৮৫টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯ থেকে ৬৯ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ২০টি। বাম-আইএসএফ ও কংগ্রেসের জোটের ভাগ্যে আসতে পারে ১-৫টি আসন।

WB News Live :পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, মৃত ৩৩। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকী তালা শুভেন্দু অধিকারীর

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, মৃত ৩৩। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকী তালা শুভেন্দু অধিকারীর। 

WB News Live Update :ডোমকলে ভোট লুঠের অভিযোগ। বুথে গুলি-বোমাবাজির অভিযোগ। চরম আতঙ্কে ভোটকর্মীরা

ডোমকলে ভোট লুঠের অভিযোগ। বুথে গুলি-বোমাবাজির অভিযোগ। চরম আতঙ্কে ভোটকর্মীরা

WB News Live :'কে কাকে গুলি করবে, কাকে মারবে, কেউ গ্যারান্টি দিতে পারে না', শুধু ভোটের দিনই ১২জনের মৃত্যুর পরে আজব সাফাই কমিশনের

'কে কাকে গুলি করবে, কাকে মারবে, কেউ গ্যারান্টি দিতে পারে না' শুধু ভোটের দিনই ১২জনের মৃত্যুর পরে আজব সাফাই কমিশনের!

WB News Live Update :ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ নাড্ডার

ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ নাড্ডার। বিজেপির রাজ্য সভাপতিকে ফোন সর্বভারতীয় সভাপতির। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও ফোন সুকান্ত মজুমদারকে। 

WB News Live :বাসন্তীতে ব্যাপক বোমাবাজি। বাসন্তীর ফুলমালঞ্চের কাছে ব্যাপক বোমাবাজি। 

বাসন্তীতে ব্যাপক বোমাবাজি। বাসন্তীর ফুলমালঞ্চের কাছে ব্যাপক বোমাবাজি। 

WB News Live Update :ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর

ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর। সন্ধে ৬টায় কমিশনের দফতরে গিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি। কত রক্ত চাই বলে রাজ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি শুভেন্দুর।  

WB News Live :মালদার রতুয়ার দেবীপুর অঞ্চলের ৪৬ নম্বর বুথে গুলি, বোমাবাজি

মালদার রতুয়ার দেবীপুর অঞ্চলের ৪৬ নম্বর বুথে গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ ১, বোমায় আহত ৫।

WB News Live Update :আমডাঙায় আইএসএফের বিরুদ্ধে ব্যালট বক্স ভাঙচুর ও ভোট লুঠের অভিযোগ

আমডাঙায় আইএসএফের বিরুদ্ধে ব্যালট বক্স ভাঙচুর ও ভোট লুঠের অভিযোগ। 

WB News Live :কেশপুরের কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, পাল্টা হামলা, জখম ৫

কেশপুরের কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, পাল্টা হামলা, জখম ৫। মাথা ফাটল ২ কংগ্রেস কর্মীর

WB News Live Update :আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা

আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা। গড়বাড়ি এলাকার ১৩০ নং বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের 

WB News Live :হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ঢেলে দেওয়া হল ব্যালট বাক্সে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের

হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ঢেলে দেওয়া হল ব্যালট বাক্সে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের। 

WB News Live Update :ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। মালদার চাঁচলের ঘটনা

ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। মালদার চাঁচলের ঘটনা। কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠ ও হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার কংগ্রেসের

WB News Live :পুরুলিয়ার গাড়াখুসড় ১৬ নম্বর বুথে ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ।

পুরুলিয়ার গাড়াখুসড় ১৬ নম্বর বুথে ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ।

WB News Live : কোচবিহারের মাথাভাঙায় ফের গুলি

কোচবিহারের মাথাভাঙায় ফের গুলি। তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

WB News Live : ভয়াবহ সন্ত্রাসে ভোটের দিনই খুন ১২

 পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। ভয়াবহ সন্ত্রাসে ভোটের দিনই খুন ১২। কোচবিহারে খুন ২ বিজেপি কর্মী। রাজ্যজুড়ে ভোটের বলি এক প্রার্থী সহ ৭ তৃণমূল কর্মী। খড়গ্রাম, রেজিনগর, মানিকচক, চাপড়া, বাসন্তী, কাটোয়া, চাকুলিয়ায় খুন ৭ তৃণমূল নেতা-কর্মী । লালগোলা, আউশগ্রামে নিহত সিপিএম কর্মী। নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। 

WB News Live : উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ।  বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা অঞ্চলের ১৯২ নম্বর বুথের প্রার্থী মহম্মদ শাহেনশা।  বুথের বাইরে কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।  আরও ১০-১২ জন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ

WB News Live : উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ।  বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা অঞ্চলের ১৯২ নম্বর বুথের প্রার্থী মহম্মদ শাহেনশা।  বুথের বাইরে কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।  আরও ১০-১২ জন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ

 Panchayat Poll 2023 : বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন

  বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মী চিরঞ্জিৎ কার্জির মৃত্যু । কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। লালগোলায় সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। নওদায় কংগ্রেস কর্মীকে গুলি করে খুন । 

Panchayat Poll News : দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু

দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু

Panchayat Poll 2023 : কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন

কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ। বুথের বাইরে বার করে এনে পিটিয়ে খুনের অভিযোগ। 

Murshidabad Panchayat Poll 2023 : মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের ভোটলুঠের অভিযোগ

মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের ভোটলুঠের অভিযোগ। একজোট হয়ে প্রতিবাদে বাং-কংগ্রেস-বিজেপি-আইএসএফ। বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ।

Panchayat Poll 2023 : গণতন্ত্রকে বাঁচাতে যা করতে হয় করব, হুঙ্কার বিরোধী দলনেতার


'বাংলাকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে যা করতে হয় করব', হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

Panchayat Poll 2023 : বাংলাজুড়ে ভোট-সন্ত্রাস, 'কালীঘাট চলো', ডাক শুভেন্দুর

বাংলাজুড়ে ভোট-সন্ত্রাস, 'কালীঘাট চলো', ডাক শুভেন্দুর। 'গুলি করুক, চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি'। ৩৫৬ অথবা ৩৫৫ জারি করা হোক, দাবি শুভেন্দু অধিকারীর। 

WB Panchayat Live : প্রাণভয়ে সন্তানকে নিয়ে খাটের নিচে লুকোলেন তৃণমূল কর্মী

দিনহাটার অচিনতলায় ১৮০ ও ১৮১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথ ভাঙচুর, ব্যালট বক্সে আগুন। পাল্টা তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি কর্মীরা। প্রাণভয়ে সন্তানকে নিয়ে খাটের নীচে লুকোলেন তৃণমূল কর্মী। 

West Bengal News Live : ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ময়ূরেশ্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ব্যালট বক্স ফেলা হল পুকুরে। বিজেপি ও তৃণমূল দু’দলই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে।  

West Bengal News Live : ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ময়ূরেশ্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ব্যালট বক্স ফেলা হল পুকুরে। বিজেপি ও তৃণমূল দু’দলই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে।  

West Bengal News Live : ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ময়ূরেশ্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ব্যালট বক্স ফেলা হল পুকুরে। বিজেপি ও তৃণমূল দু’দলই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে।  

Panchayat Poll 2023 : আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা, বুথ দখলের চেষ্টা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা। ১৩০ নম্বর বুথ দখলের চেষ্টা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় লাঠালাঠি, হকি স্টিক নিয়ে মারধর। তৃণমূল কর্মীদের তাড়া করে, বাঁশ দিয়ে বেধড়ক মার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

WB Panchayat Poll : বোমাবাজির অভিযোগ নির্দল প্রার্থী অরিজিৎ দাসের, শূন্যে গুলি চালানোর অভিযোগ

মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। বোমাবাজির অভিযোগ নির্দল প্রার্থী অরিজিৎ দাসের এবং শূন্যে গুলি চালানোর অভিযোগ l ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ।

West Bengal News Live : ভাঙড়ে বোমাবাজি, আহত ৪ ও ৬ বছরের দুই শিশু

ফের বোমা-বিদ্ধ শৈশব। ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুরের ছয়আনি এলাকায় বোমাবাজি।বোমায় আহত ৪ ও ৬ বছরের দুই শিশু। 

West Bengal Panchayat Poll : দিনহাটার খাটামারিতে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ !

দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষ। অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। 

West Bengal News Live : দিনহাটায় ব্যালট বক্সে ঢালা হল জল

দিনহাটায় ব্যালট বক্সে ঢালা হল জল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির।

West Bengal News Live : দিনহাটায় ব্যালট বক্সে ঢালা হল জল

দিনহাটায় ব্যালট বক্সে ঢালা হল জল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির।

West Bengal News Live : আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক সিপিএম কর্মী

এবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক সিপিএম কর্মী। মৃতের নাম রাজিবুল হক। গতকাল আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর। 

Panchayat News Live : কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু

নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু।

Panchayat Poll News : ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং বুথে রাতভর ছাপ্পা!

ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং বুথে রাতভর ছাপ্পা! অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পরে বিরোধী সিপিএম কর্মীরা প্রতিরোধ করে। পরিস্থিতি সামলাতে পারিনি, ক্যামেরার সামনে স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসার ও পুলিশের

West Bengal Panchayat Poll 2023 : ডায়মন্ড হারবারে 'রাতভর ছাপ্পা', ব্যালট বক্স পুকুরে

ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে ভোটকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাতভর ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে সিপিএম কর্মী ও গ্রামবাসীরা মিলে প্রতিরোধ গড়ে তোলেন। ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়। তাণ্ডবের কথা স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মীরা। স্বীকারোক্তির ভিডিও ভাইরাল। 

Panchayat Poll News : বুথে আসার পথে বিজেপির পোলিং এজেন্ট ও প্রার্থীকে 'বাধা'

গোঁসাইয়ের হাট গ্রাম পঞ্চায়েতের ২০১ এবং ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ও প্রার্থীকে বুথে আসার পথে, রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মীরা। 

Panchayat Poll News Live : কোচবিহারে বড়ভিটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের বুথে তাণ্ডব

ভোট শুরুর আগে কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের বড়ভিটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের বুথে তাণ্ডব। ব্যালট পেপার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষকৃতীদের দিকে।

WB News Live : দিনহাটার রঘুনন্দন প্রাইমারি স্কুলের বুথের সামনে পড়ে তাজা বোমা

দিনহাটার রঘুনন্দন প্রাইমারি স্কুলের বুথের সামনে পড়ে তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গুলি চলে। বোমাবাজিও হয়। এলাকায় তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। 

WB News Live : দিনহাটায় বুথ তছনছ, মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার

ভোট শুরুর আগে দিনহাটায় বুথ তছনছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ বুথে ঢুকে তাণ্ডব চালায় দুষকৃতীরা। ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়া হয়। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে তাণ্ডব চলল? কারা তাণ্ডব চালাল? ভোট আদৌ শুরু করা যাবে? মুখে কুলুপ প্রিসাইডিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। 

Panchayat Poll : ইসলামপুরের ভাতপুকুরে  ১ ঘণ্টার মধ্যে ভোট শেষ!

ইসলামপুরের ভাতপুকুরে  ১ ঘণ্টার মধ্যে ভোট শেষ! ৭টায় ভোট শুরু,  ৮টায় ভোট শেষ! ভোটকর্মীদের বাইরে বের করে 
দেদার ছাপ্পা তৃণমলের। ৮ টার মধ্যেই ব্যালট বক্স গালা দিয়ে সিল করল শাসকদল

West Bengal Panchayat Poll : নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা

নেই কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা। বুথের ভিতরে লুকিয়ে পুলিশ। হলদিয়ায় বাহিনী না পৌঁছনোয় বুথ বন্ধ করলেন বিরোধীরা।

WB Panchayat News Live : ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা, দিনহাটায় তছনছ বুথ, নথিতে আগুন

ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ।

Panchayat Poll : ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি

ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি। চকমারিয়ায় গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। 

Panchayat Poll News Live : কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে খুন

উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে খুন। খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগ। বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। নির্দল প্রার্থীর ক্যাম্প অফিস ভাঙচুর। এলাকায় প্রবল উত্তেজনা, অবরুদ্ধ টাকি রোড। টানা হামলা শাসক দলের, অভিযোগ নির্দল প্রার্থীর। 

Panchayat Poll 2023 : দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন

দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন। ভোটে আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

WB News Live: মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন

মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ।

Panchayat Poll 2023 Live : দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস ও নির্দল কর্মী

ভোট শুরুর আগেই জেলায় জেলায় অশান্তি। দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস ও নির্দল কর্মী। সিপিএম প্রার্থীর উপর হামলা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে রাতভর বোমাবাজি। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর।

Panchayat Poll 2023 : উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ

ভোটের সকালেও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ। তীব্র উত্তেজনা।

Panchayat Poll 2023 Live : ভোটের বলি বেড়ে ২২

ভোটের আগে একের পর এক মৃত্যু। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। তুফানগঞ্জে খুন শাসকদলের কর্মী। ভোটের বলি বেড়ে ২২

প্রেক্ষাপট

কলকাতা :  আজ পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll 2023) জন্য় লেহ্ থেকে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।


 স্পর্শকাতর বুথগুলিকে অগ্রাধিকার। স্ট্রং রুমে মোতায়েন  ১ কোম্পানি বাহিনী। সবচেয়ে বেশি ৪৫ কোম্পানি বাহিনী (central armed force) মোতায়েন মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগনায় মোতায়েন ৩৫ কোম্পানি। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্য়দিকে, ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সংগ্রামী যৌথ মঞ্চও। সব জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম।  


 স্পর্শকাতর বুথের তালিকা 


মোট বুথ ৬১ হাজার ৬৩৬
স্পর্শকাতর বুথ ৪ হাজার ৮৩৪ (৮%)
ভোট হচ্ছে না ১ হাজার ৪৩ বুথে 
ভোটগ্রহণ হবে ৬০ হাজার ৫৯৩ বুথে
আলিপুরদুয়ারে ১,২১২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২ 
বাঁকুড়ায় ৩,১০০ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ১১৬
বীরভূমে ২,৭৬৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২২৮
কোচবিহারে ২,৩৮৫ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৩১৭
মুর্শিদাবাদে ৫,৪৩৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৫৪১
উত্তর ২৪ পরগনায় ৪,৫৩২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮
দক্ষিণ ২৪ পরগনায় ৬,২২৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.