Panchayat Poll 2023 Live: ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর
Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর। 'স্ট্রংরুম ভাল করে পাহারা দিতে হবে। তৃণমূল ছাড়া সব দলের প্রার্থীদের এজেন্টদের কাছে আবেদন করব'
তেহট্টের আশরফপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। ভাঙচুর পুলিশের গাড়ি, আহত একাধিক পুলিশ কর্মী। গুরুতর আহত তেহট্ট থানার আইসি তাপস কুমার পাল। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
পঞ্চায়েত ভোটের মুখে ফের প্রাণহানি! উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল সমর্থকের স্কুল
পড়ুয়া ছেলের! ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দেগঙ্গার সোয়াই শ্বেতপুর এলাকায়। অভিযোগ আইএসএফ এবং সিপিএমের বিরুদ্ধে। যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
ফের উত্তপ্ত বাসন্তী। উত্তর ভাঙনখালির আবেদ আলি লস্করপাড়ায় বোমাবাজির পাশাপাশি চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের লড়াই ঘিরেই এই ঘটনা। অস্বীকার করেছেন বাসন্তীর বিধায়ক।
বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার। ওদের কথা শুনবেন না। রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য আর্জি। যত বাহিনীই আসুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, প্রতিক্রিয়ায় বলল তৃণমূল।
পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র ৪৮ ঘণ্টা! আর এমন সময়ে, ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ডে ছয়লাপ নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এলাকা! এই নিয়ে সরগরম
জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকা! শুরু হয়েছে রাজনৈতিক আকচা-আকচি।
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৬ দিনে ১৬ জনের প্রাণহানি
ভোটের দুদিন আগেও অশান্তি। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মাথা ফাটল শাসককর্মীর। রানাঘাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। মানিকচকে তৃণমূল-নির্দল সংঘর্ষ।
ভোটের দুদিন আগেও রণক্ষেত্র মুর্শিদাবাদ। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। বাঁশ-লাঠি দিয়ে হামলা, মাথা ফাটল তৃণমূল কর্মীর।
পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে আবার গুড়-বাতাসা!
এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব
পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সংঘাতের জেরে তৃণমূল ও নির্দলদের সংঘর্ষ। আহত তৃণমূল প্রার্থী-সহ উভয়পক্ষের বেশ কয়েকজন। অশান্তির দায় একে অন্যের ঘাড়ে চাপিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী।
তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি। সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।
তৃণমূলের সঙ্গে নির্দল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র মানিকচক
মানিকচকে তৃণমূল প্রার্থী-সহ কর্মীদের মারধরের অভিযোগ
টিকিট না পেয়ে নির্দল প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষ
তৃণমূলের প্রচারে বাধা, দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ
হামলা চালিয়েছে তৃণমূলই, অভিযোগ উড়িয়ে দাবি নির্দল প্রার্থীর
এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের
পঞ্চায়েতে সিপিএম প্রার্থী হওয়ায় আনিসের দাদাকে হুমকির অভিযোগ
তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র দঃ ২৪ পরগনার কুলপি। কুলপির দঃ গাজিপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। দলীয় কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ আইএসএফের। সংঘর্ষের পরেই গ্রামছাড়া দলীয় প্রার্থী, দাবি আইএসএফের। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, বাড়ি ভাঙচুর-বাইকে আগুন! রানাঘাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, পুড়ে ছাই ফ্লেক্স-ব্যানার। হামলার পর থেকেই খোঁজ নেই নির্দল প্রার্থীর, দাবি স্ত্রীর। হামলা চালিয়েছে নির্দল প্রার্থীই, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের।
দেগঙ্গাতেও আক্রান্ত তৃণমূল পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের
দফা বাড়ছে না পঞ্চায়েত ভোটে, একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট
পঞ্চায়েত ভোটে দফা বাড়াতে অধীর চৌধুরীর আবেদন খারিজ
ভোটের আগে ফের হিংসা কোচবিহারে। দিনহাটায় সিপিএম প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি-গুলি। শীতলকুচিতে আক্রান্ত নির্দল প্রার্থী। অভিযুক্ত শাসক দল।
ভোটে নিরপেক্ষ হয়ে কাজ করুন, ভিনরাজ্যের বাহিনীর কাছে আবেদন শুভেন্দুর
পঞ্চায়েত ভোটের তিনদিন আগে ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বেলডাঙার শক্তিপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২। আহত অবস্থায় পালাতে গেলে ২ দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ
ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল
'কতজন মরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যায়? রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ, তারপরেও ডিজিপি বলছেন শান্তি রয়েছে। পুলিশের চোখে শান্তি হতে পারে, রাজ্যের মানুষ অশান্তিতে রয়েছেন। সারা দেশে বাংলার নিন্দা হচ্ছে,' রাজ্য পুলিশের ডিজি-কে নিশানা দিলীপ ঘোষের।
দফা বাড়ছে না পঞ্চায়েত ভোটে, একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে দফা বাড়াতে অধীর চৌধুরীর আবেদন খারিজ। 'এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, তাই দফা বাড়ানোর আবেদন এখন গুরুত্বহীন, শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত, তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই', অধীর চৌধুরীর দায়ের করা মামলায় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের। 'এরাজ্যে বিজেপির কোনও পাতে দেওয়ার মতো নেতা নেই, তাই অমিত শাহের নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে সেই জায়গাটা করে দিচ্ছে। রাজভবন গণতন্ত্রের বিরোধী। রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।' মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
তৃণমূলের ভয়ে প্রচারে যেতে পারছেন না, এই অভিযোগ তুলে ভোটারদের বাড়িতে চিঠি পাঠিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী। বীরভূমের দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রচারের অন্য স্বাদ পেয়ে খুশি গ্রামবাসীরা। তৃণমূল প্রার্থীর কটাক্ষ, হারবে জেনে নাটক করছে বিজেপি।
ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের। কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস।
ইডির ডাক এড়িয়ে ভোটপ্রচারে সায়নী ঘোষ। গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে যুব তৃণমূলের সভানেত্রী। 'নথি পাঠিয়েছি, ভার্চুয়ালি কথা বলতে চাইলে রাজি। ভোটের পর যতবার ডাকবে ততবার যাব,' গলসিতে ভোটপ্রচারে গিয়ে মন্তব্য যুব তৃণমূলের সভানেত্রীর।
দেগঙ্গায় পড়ুয়া খুনে মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'তৃণমূল মৃত্যু চাইছে, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে। জাতীয় সড়কে প্যারেড করানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। রাজীব সিন্হা মেরুদণ্ড বন্ধক রেখেছেন।'
ভোটের আগে সংঘর্ষের বলি আরও ১, রণক্ষেত্র দেগঙ্গা। দেগঙ্গায় বোমা মেরে স্কুল ছাত্রকে খুনের অভিযোগ। কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বড়হাটে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর করে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পটাশপুর ১ নম্বর ব্লকের বড়হাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী শুভেনদু মহাপাত্রর বাড়িতে গতকাল রাতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় শ্যালো পাম্প। রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত তৃণমূলের দুষকৃতীরা তাণ্ডব চালায় বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। ওই এলাকায় সংগঠন যথেষ্ট শক্তিশালী, তাই বিরোধীদের আক্রমণের প্রয়োজন নেই, প্রতিক্রিয়া তৃণমূলের।
শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় নির্দল প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে কোপানো ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত নির্দল প্রার্থী আম্বিয়া বিবি। দুটি ক্ষেত্রেই হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত কোচবিহার। দিনহাটার বড় শৌলমারির ছিট মদনাকুড়া গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, কয়েকদিন ধরেই তাদের প্রার্থী ফরিদা খাতুনকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই মতো গতকাল রাতে প্রার্থীর বাড়িতে জড়ো হন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। বোমা ও তির ছোড়া হয়। গুলিও চলে বলে অভিযোগ। তিরের আঘাতে আহত হন এক সিপিএম কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চায়েত ভোটের ৪ দিন আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ।
হাওড়ার ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। গতকাল গভীর রাতে শতাধিক তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ নির্দল প্রার্থী পিয়া শেখের। মারের চোটে মাথা ফাটে পরিবারের এক মহিলা সদস্যের। পাল্টা নির্দলদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল।
শুক্রবার ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের সায়নী ঘোষকে তলব ইডির। আয়-ব্যয় সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে তলব যুব তৃণমূলের সভানেত্রীকে। ইডি-র স্ক্যানারে ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের সায়নীর দুটি ফ্ল্যাট। গলফ গ্রিনে ৮০ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট কিনতে ৬০ লক্ষ টাকা ঋণ নেন, দাবি সায়নীর, খবর সূত্রের।
আজ ভোর সাড়ে ৫টা নাগাদ গলফ গ্রিন থেকে বেরিয়ে যান সায়নী: সূত্র
রাজ্য়পাল ফিরে যেতেই বাসন্তীতে ফের চলল গুলি। নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী খগেন্দ্রনাথ খুটিয়া। বছর ৫৫-র ওই তৃণমূল কর্মীর বাঁ পায়ে গুলি লেগেছে। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গাড়ি ও মোটরবাইক নিয়ে হামলার অভিযোগ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের, পাল্টা অভিযোগ বিজেপির।
পঞ্চায়েত ভোটের আগে ফের হিংসা কোচবিহারে। দিনহাটায় সিপিএম প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর। গুলি-বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাম কর্মীদের লক্ষ্য করে তির ছোড়ারও অভিযোগ। তিরের আঘাতে আহত এক সিপিএম কর্মী। শীতলকুচিতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, বোমাবাজি। নির্দল প্রার্থীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট ঘোষণার পর, ২৪ দিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। এই অবস্থায়, যখন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, তখন রাজ্য পুলিশের ডিজি বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ছোট ছোট ঘটনা। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, রণক্ষেত্র মুর্শিদাবাদের ভগবানগোলা। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বাম-কংগ্রেসে, পাল্টা মিছিল তৃণমূলের। ঘটনা ঘিরে দু'পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ।
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন নিয়ে মামলা। 'আদালতে অভিযোগ না হলে কী হত? সৌদি আরব থেকে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়ে যেত,' কমিশন তখন কী করত? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। 'দেশে এমন ঘটনা আর কত লুকিয়ে আছে কে জানে', কমিশন কি পদক্ষেপ নিতে পারবে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। ১৯ জুলাই মামলার পরবর্তী শুনানি
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কোন অনুপাতে ব্যবহার করলে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব? তা খতিয়ে দেখতে হবে আইজি (বিএসএফ)-কে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুনানি শেষ হওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। জানাল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটের আগে ফের হিংসা কোচবিহারে। দিনহাটায় সিপিএম প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর। গুলি-বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাম কর্মীদের লক্ষ্য করে তির ছোড়ারও অভিযোগ। তিরের আঘাতে আহত এক সিপিএম কর্মী। শীতলকুচিতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, বোমাবাজি। নির্দল প্রার্থীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পঞ্চায়েত ভোটে বড়ঞাঁয় তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী জেলবন্দি জীবনকৃষ্ণ। উন্নয়নে ভর করেই দলের জয় নিয়ে প্রত্যয়ী নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল বিধায়ক। অন্যদিকে, আলিপুর আদালতের ভিতরেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বাকবিতণ্ডায় জ়ড়ালেন এসপি সিনহা ও সিবিআইয়ের আইনজীবী।
পঞ্চায়েত ভোটে বড়ঞাঁয় তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী জেলবন্দি জীবনকৃষ্ণ। উন্নয়নে ভর করেই দলের জয় নিয়ে প্রত্যয়ী নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল বিধায়ক। অন্যদিকে, আলিপুর আদালতের ভিতরেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বাকবিতণ্ডায় জ়ড়ালেন এসপি সিনহা ও সিবিআইয়ের আইনজীবী।
পঞ্চায়েত ভোটের মুখে বিদায়ী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। বিজেপি ও সিপিএমের চক্রান্ত বলে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে তৃণমূলের কর্মীরাই দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার সাঁটিয়েছেন। পাল্টা নিশানা করেছে বিজেপি।
সুকান্ত মজুমদারকে ফোন করে, ভোটমুখী বাংলার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিলেন অমিত শাহ। এদিকে, স্ট্রংরুমে ব্যালট বাক্স পৌঁছনোর আগে, বাক্সে দলীয় প্রতীকের ছাপ দেওয়া নিয়ে কর্মীদের নতুন পরামর্শ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর পরামর্শ নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল।
ঠিক যেভাবে অজিত পওয়ারের ভূমিকা দেখা গেল, একদিন এই ভাইপো ওরকম ভূমিকা নেবেন। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মহম্মদ সেলিম। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উনি শূন্য পাওয়া দলের নেতা। সেলিমকে কটাক্ষ কুণাল ঘোষের।
পঞ্চায়েত ভোটে সন্ত্রাস মোকাবিলা করতে অ্যাপ চালু সিপিএমের। নাম 'পাহারায় পাবলিক'। ভোটের আগের দিন থেকে কোনও এলাকায় অশান্তি দেখা দিলে, অ্যাপ মারফৎ জানালেই দলের নেতা-কর্মীরা DM, SP ও রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সাধু সাজতে চাইছে সিপিএম। সাইবাড়ি, নানুর, নন্দীগ্রামকাণ্ডের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
প্রেক্ষাপট
কেন্দ্রীয় বাহিনী (central Force) ও রাজ্য পুলিশ কী অনুপাতে ব্যবহার করলে সব বুথে আধা সেনা? খতিয়ে দেখতে আইজি বিএসএফ-কে নির্দেশ হাইকোর্টের (High Court)। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, জানাল কমিশন।
রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না। এবারের স্লোগান খেলা শেষ। হুঁশিয়ারি মদনের (Madan Mitra)। তৃণমূলের শেষের সেদিন শুরু হয়েছে, মদন মিত্র দেখতে পেয়েছেন, পাল্টা বিজেপি।
রাজ্যপালের (Governor) তলবের পরও ব্যস্ততার কারণ দেখিয়ে গেলেন না রাজীব সিনহা। কমিশনকে মুখবন্ধ খামে রিপোর্ট। কিছু স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।
গুলি-বোমা-মৃত্যু। ভোটের আগে দিকে দিকে বেলাগাম সন্ত্রাস। মানতেই নারাজ ডিজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে, ২-৩টি ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, দাবি মনোজ মালব্যর।
তৃণমূলের (TMC) দলদাস পুলিশ, ডিজির মন্তব্য নিয়ে আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা, কটাক্ষ বাম-কংগ্রেসের। লাশের রাজনীতিই পছন্দ বিরোধীদের, পাল্টা শাসক শিবির।
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন তদন্তযোগ্য অপরাধ। পঞ্চায়েত (Panchayat Election) রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ। তদন্তকারী সংস্থা কে, পরবর্তী সময়ে নির্দেশ, জানাল হাইকোর্ট।
ব্যালটে কারচুপি রুখতে শুভেন্দুর নতুন দাওয়াই। তাঁর দাবি, 'ভোটের পর বাক্স সিল করে এমন সিম্বল তৈরি করে রাখুন, যেটা তৃণমূল সরকার জানে না।'
দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তিন দিন পরেই গ্রাম বাংলার ভোট। সুকান্তকে ফোন করে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এতে কী আর এল গেল, কটাক্ষ চন্দ্রিমার।
পঞ্চায়েত ভোটের চারদিন আগেও লাগামহীন সন্ত্রাস। কুলতলিতে গুলি। জখম তৃণমূল প্রার্থী। হামলার অভিযোগ অস্বীকার সিপিএম ও এসইউসি-র।
রাজ্য়পাল ফিরতেই বাসন্তীতে ফের অশান্তি। নফরগঞ্জ পঞ্চায়েতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ভরতগড়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। কুলপিতে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
ভোটের পর জল ছিটিয়ে রাজভবন পরিষ্কার করতে হবে। সফর সংঘাতে রাজ্যপালকে আক্রমণ মদনের। তৃণমূল-বিজেপির যোগসাজশ, আক্রমণ সেলিমের। সঠিক পথেই রাজ্যপাল, পাল্টা বিজেপি (BJP)।
কপ্টার থেকে নামতে গিয়ে চোট। বৃহস্পতিবার এসএসকেএমে ভর্তি হবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হাঁটুতে জমেছে ফ্লুইড, করা হতে পারে মাইক্রো সার্জারি। চলছে ফিজিওথেরাপি।
ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। আইএসএফ (ISF) কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ, অস্বীকার তৃণমূলের। দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ।
কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্ব, ইসলামপুরের গোবিন্দপুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে নেই কোনও তৃণমূল প্রার্থী। দলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে ভোটে তৃণমূলের ৫২জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -