WB Panchayat Election News Live : আগামী সপ্তাহেই একুশে জুলাইয়ের সমাবেশ, শুক্রবার হয়ে গেল খুঁটিপুজো

WB Panchayat Poll Live : পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরও শেষ হচ্ছে না অশান্তি। একের পর এক বাড়ছে মৃত্যু। ভোটের সর্বশেষ আপডেট এই ব্লগে।

ABP Ananda Last Updated: 14 Jul 2023 11:49 PM
West Bengal News Live :নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের

নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সন্ধে ৬টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক, বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা
পঞ্চায়েত নির্বাচন চলাকালীনও রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে ফোনে দুবার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরেই সাংবাদিক বৈঠক করবেন সুকান্ত মজুমদার

Panchayat Election Live Updates :মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, খবর পুলিশ সূত্রের

ভোটের পরেও বোমার বলি!  মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, খবর পুলিশ সূত্রের

West Bengal News Live :নিউটাউনে ফের আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে

নিউটাউনে ফের আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে। আজ ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের। পুলিশের সঙ্গে বচসা ভাঙড়ের আইএসএফ বিধায়কের

21 July: আগামী সপ্তাহেই একুশে জুলাইয়ের সমাবেশ, শুক্রবার হয়ে গেল খুঁটিপুজো

পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর, আগামী সপ্তাহেই একুশে জুলাইয়ের সমাবেশ। শুক্রবার হয়ে গেল খুঁটিপুজো। অন্যদিকে, বিধাননগরে কর্মী-সমর্খদের জন্য থাকা খাওয়ার কী বন্দোবস্ত? ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে, ২১ জুলাই উপলক্ষে স্বাস্থ্য দফতরের একটি নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

Panchayat Election Live Updates :ভোটের পরেও বোমার বলি! মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

ভোটের পরেও বোমার বলি! মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু, খবর পুলিশ সূত্রের

West Bengal News Live :ভোট-সন্ত্রাসের বলি আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের

ভোট-সন্ত্রাসের বলি আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। মনোনয়নের পর থেকে 'দফায় দফায় হামলা'। ভোটের পর গণনার দিনও বেধড়ক মারধরের অভিযোগ

Panchayat Election Live Updates :ভোট-হিংসায় ৩৭ দিনে মৃত্যু হল ৫২ জনের

ভোট-হিংসায় ৩৭ দিনে মৃত্যু হল ৫২ জনের। ভোটের দিন আহত হওয়া, রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মী সইবুর রহমানের মৃত্য়ু হল এনআরএস হাসপাতালে। অন্য়দিকে, ভোট সন্ত্রাসে মৃত্য়ু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক পরাজিত বিজেপি প্রার্থীরও।

West Bengal News Live :নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের

নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সন্ধে ৬টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের।

Panchayat Election Live Updates :কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। বাম-জমানার সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর

West Bengal News Live :পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও ভোটের ফল নিয়ে ট্যুইট করে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও ভোটের ফল নিয়ে ট্যুইট করে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। 
এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে, জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেন্দু অধিকারী এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন। 

Panchayat Election Live Updates :পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না নৌশাদ সিদ্দিকি

পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না নৌশাদ সিদ্দিকি। রাজারহাটের পর নিউটাউনে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে। ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের।
এলাকায় ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে ভাঙড় যেতে নৌশাদকে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা ভাঙড়ের আইএসএফ বিধায়কের। ভাঙড়ে যেতেই পারলেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
আগামীতে অবশ্যই যাব, ফিরে যাওয়ার আগে বললেন নৌশাদ সিদ্দিকি

West Bengal News Live :'যাঁরা পঞ্চায়েতে জয়ী, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর', সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন

'যাঁরা পঞ্চায়েতে জয়ী, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর', সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন

Panchayat Election Live Updates : ভোট-সন্ত্রাসে মৃত্যুমিছিল, বিরোধীদের দায়ী করলেন অভিষেক

ভোট-সন্ত্রাসে মৃত্যুমিছিল, বিরোধীদের দায়ী করলেন অভিষেক। 'আমি বলেছিলাম, তৃণমূলের ভোট বাড়বে, সেটাই হয়েছে, এবার বিরোধীরা ১০০ শতাংশ মনোনয়নপত্র জমা দিয়েছে, আগে কখনও হয়নি। তারপরেও এত মৃত্যু হয়েছে, এটা না হলেই ভাল হত। যেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, ৯৮ শতাংশ জায়গায় তৃণমূল জিতেছে। ৬০ হাজার বুথের মধ্যে ৬০টি বুথে কিছু ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুর বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেজন্য সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। এসএসকেএমে ভর্তি আক্রান্তদের দেখতে গিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের। 

Panchayat Poll Live :নন্দীগ্রামে আহত তৃণমূলকর্মীদের দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে আহত তৃণমূলকর্মীদের দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live :নৌশাদ সিদ্দিকি স্থানীয় বিধায়ক, তাঁকে কেন ঢুকতে দেওয়া হবে না, একযোগে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

নৌশাদ সিদ্দিকি স্থানীয় বিধায়ক, তাঁকে কেন ঢুকতে দেওয়া হবে না, একযোগে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Panchayat Poll Live :মহিলাদের ধর্ষণের হুমকি দিচ্ছে, বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে। যারা এই কাজ করছে, মুখ্যমন্ত্রীর কাছে নাম জানাব', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। মহিলাদের ধর্ষণের হুমকি দিচ্ছে, বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে। যারা এই কাজ করছে, মুখ্যমন্ত্রীর কাছে নাম জানাব', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live :পুরুলিয়ার সাঁতুড়ি, নিতুড়িয়ায় ব্যালট উদ্ধারে চাঞ্চল্য

পুরুলিয়ার সাঁতুড়ি, নিতুড়িয়ায় ব্যালট উদ্ধারে চাঞ্চল্য। গণনাকেন্দ্রের বাইরে নিতুড়িয়ার বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ভোট গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূলের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত হচ্ছে। প্রশাসনকে বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছে বিরোধীরা

Panchayat Poll Live :মালদার চাঁচলে স্কুলের মধ্যে বোমা!

মালদার চাঁচলে স্কুলের মধ্যে বোমা! আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। কে বা কারা বোমা রেখেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের দিনও তাণ্ডব চালানো হয় স্কুলে

West Bengal News Live :পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর।

পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। ৮ জুলাই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের। রাজ্যে পঞ্চায়েত ভোটে এই নিয়ে ৩৭ দিনে ৫০ জনের মৃত্যু হল। 

Panchayat Poll Live :ভোটের পরেও বোমার বলি! মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

ভোটের পরেও বোমার বলি! মালদার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু, খবর পুলিশ সূত্রের

West Bengal News Live :ভোট-সন্ত্রাসের বলি আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের

ভোট-সন্ত্রাসের বলি আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। মনোনয়নের পর থেকে দফায় দফায় হামলা, বেধড়ক মারধরের অভিযোগ। আজ সকালে মৃত্যু বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। ভোট ঘোষণার পর ৩৭ দিনে মৃত্যু হল ৫০ জনের

Panchayat Poll Live : পুলিশকে অযোগ্য করে রেখেছে তৃৃণমূল, একযোগে আক্রমণ বিজেপি ও কংগ্রেসের

পুলিশকে অযোগ্য করে রেখেছে তৃৃণমূল, একযোগে আক্রমণ বিজেপি ও কংগ্রেসের।

West Bengal News Live : কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। 

Panchayat Poll Live : চোরপাহাড়িতে সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে

সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে
এর ফলে বিরোধীশূন্য হল রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েত
উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি দলত্যাগী সিপিএম প্রার্থীর
মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে দলত্যাগে উৎসাহ দিচ্ছেন বলে দাবি জেলা সিপিএম নেতৃত্বের

West Bengal News Live : মালদার বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু দুষ্কৃতীর

ভোটের পরেও বোমার বলি। মালদার বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। 

Panchayat Poll News 2023 : গোপালনগরে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার বিজেপির জয়ী প্রার্থী-সহ ৩

উত্তর ২৪ পরগনার গোপালনগরে পুলিশের গাড়ি ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় গ্রেফতার বিজেপির জয়ী প্রার্থী-সহ ৩। গতকাল নির্বাচনে কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

West Bengal News : তৃণমূলপ্রার্থীর দোকানের গুদামে আগুন

বীরভূমের রামপুরহাটে ২নং ব্লকে তৃণমূলপ্রার্থীর দোকানের গুদামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী সেরিনা খাতুন নির্দল প্রার্থী চাঁদ সুলতানার কাছে হেরে যান। তারপর থেকে তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারাপীঠ থানার পুলিশ

Panchayat Poll Live : বামপন্থীদের কুশাসনকেও ছাপিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়' মন্তব্য রবিশঙ্কর প্রসাদের

'আপনার বিরুদ্ধে ভোট দিলেই তাঁকে গুলি করা হবে! আর আপনি মা-মাটি-মানুষের কথা বলেন', কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের

Panchayat Poll News Live : জাঙ্গিপাড়ায় বুথের বাইরে রাস্তায় ব্যালট, চক্রান্তের তত্ত্ব পরিবহণমন্ত্রীর

জাঙ্গিপাড়ার ৮৯ নম্বর বুথের বাইরে রাস্তায় ব্যালট, চক্রান্তের তত্ত্ব পরিবহণমন্ত্রীর। 'সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির সদস্য প্রিসাইডিং অফিসারদের চক্রান্তেই ব্যালট-বিতর্ক, সেই প্রিসাইডিং অফিসাররা অব্যবহৃত ব্যালট পেপার কী করেছেন, তার তদন্ত প্রয়োজন। অব্যবহৃত ব্যালট পেপার প্রিসাইডিং অফিসারের জমা দেওয়ার কথা। সেগুলিতে সিপিএমের প্রতীকে ছাপ্পা মেরে বাইরে ফেলা হয়েছে কিনা তদন্ত প্রয়োজন। ' মন্তব্য পরিবহণমন্ত্রী তথা জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী

Panchayat Poll Violence : তারাপীঠে স্কুলের পাশে উদ্ধার বোমা

ভোটপর্ব মেটার পরও  বোমা-বারুদের স্তূপে বীরভূম। এবার স্কুলের পাশে উদ্ধার হল বোমা। তারাপীঠের 
পরুন গ্রামে স্কুলের পাশে একটি পুকুরের ধারে বোমা ভর্তি দুটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। স্কুল চালুর কয়েক ঘণ্টা আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

Panchayat Poll News : ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে

ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে।
আজ ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের।
নিখোঁজ প্রার্থী জাহানারা খাতুনের এখনও খোঁজ মেলেনি, অভিযোগ নৌশাদের। 

West Bengal Panchayat Poll : নির্বাচনে ৮ রাউন্ড গুলিই চালানো হয়েছে শূন্যে, হাইকোর্টে আইজি বিএসএফের হলফনামা

'নির্বাচনে ৮ রাউন্ড গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে চালানো হয়েছে গুলি। ৮ রাউন্ড গুলিই চালানো হয়েছে শূন্যে' পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে আইজি বিএসএফের হলফনামা।

Post Panchayat Poll Violence : আমতা দুই বিজেপির প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

হাওড়ার আমতা জয়পুরে দুই বিজেপির প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ । 
আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 
আগুনে পুড়ে ভস্মীভূত ৬টি বাড়ি ও সংলগ্ন মুদির দোকান । 
ঘটনাটি ঘটেছে আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিন কাঁকরোল গ্রামে। 

Panchayat Poll Update 2023 : ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীর গোডাউনে আগুন

ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীর গোডাউনে আগুন। জেতার পর থেকেই হুমকি দেওযা হচ্ছিল বলে অভিযোগ। হামলার অভিযোগ জয়ী নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার।

Panchayat Poll 2023 Updates : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর

ফল প্রকাশের পরও অশান্তি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, অ্য়াসিডের বোতল ছোড়ার অভিযোগ। নামল র‍্যাফ, আটক ১৩।

Panchayat Poll 2023 Updates : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর

ফল প্রকাশের পরও অশান্তি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, অ্য়াসিডের বোতল ছোড়ার অভিযোগ। নামল র‍্যাফ, আটক ১৩।

West Bengal Panchayat Election Live : আজ কোচবিহার যাচ্ছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম

আজ কোচবিহার যাচ্ছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। উত্তরবঙ্গ এক্সপ্রেসে সকালে কোচবিহার স্টেশনে নামবেন রবিশঙ্কর প্রসাদরা। দিনহাটা, ফলিমারির মতো কোচবিহারের সন্ত্রাস বিধ্বস্ত অঞ্চলে যাওয়ার কথা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

WB Panchayat News : রাজ্যপালের কাছে না গিয়ে আর কার কাছেই বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে?প্রশ্ন দিলীপ ঘোষের

রাজ্যপালের কাছে না গিয়ে আর কার কাছেই বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় কী কারও কথা শোনেন? প্রশ্ন দিলীপ ঘোষের।

WB Panchayat Poll News : বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত হয়ে উঠল হাওড়া

ফল প্রকাশের পরও অশান্তি থামার নাম নেই । বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত হয়ে উঠল হাওড়ার শ্যামপুরের বেতবেড়িয়া এলাকা। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, এমনকী অ্য়াসিডের বোতল ছোড়া হয় বলে অভিযোগ

Panchayat Poll Clash : কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া

কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে দু'পক্ষ। উভয়পক্ষের কর্মী-সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুঠপাট করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Panchayat Election Update : রাজ্য়পালের পিসরুমে প্রায় সাড়ে ৭ হাজার অভিযোগ

পঞ্চায়েত-পর্বে হিংসার খতিয়ান নিতে রাজ্য়ে এসেছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার রাজ্য়পালের সঙ্গেও বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানান তাঁরা। সাধারণ মানুষের অভিযোগ শুনতে রাজ্য়পাল যে পিসরুম খুলেছিলেন, সেখানে ইতিমধ্যেই প্রায় সাড়ে ৭ হাজার অভিযোগ জমা পড়েছে।

Panchayat Poll News : ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে আহত ৪

ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে আহত ৪। আনা হল কলকাতায়। এখনও আইএসএফ প্রার্থী-সহ স্বামী নিখোঁজ।

Panchayat Post Poll Violence Live : পঞ্চায়েত ভোট আবহে ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন!

ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন! এবার মুর্শিদাবাদে ভোটের দিন আক্রান্ত তৃণমূল কর্মীর এনআরএসে মৃত্যু। ভোট দিতে যাওয়ার সময় হামলা, অভিযোগ পরিবারের। 

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটের সর্বশেষ আপডেট এক নজরে : 

১৫ বুথে পুনর্নির্বাচন : 
ফলপ্রকাশের পর ফের পঞ্চায়েতের পুনর্নির্বাচন। ভোট গণনা চলাকালীন তাণ্ডবের অভিযোগ। সাঁকরাইলের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের। তবে কবে ভোট হবে এখনও জানায়নি কমিশন।

শেষরক্ষা হল না :  ব্য়ালট খেয়েও হল না শেষরক্ষা। ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে পুনরায় ভোট হবে। ভোট গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী।


আমডাঙায় বাম-বিজেপির বোর্ড? বোর্ড গঠন করা থেকে তৃণমূলকে রুখতে ত্রিশঙকু আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতে বামেদের হাত ধরতে চাইছে বিজেপি। মতাদর্শগত মিল না থাকলেও মিলিজুলি বোর্ড গঠনে আপত্তি নেই বামেদেরও। এনিয়ে বাম-বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।


ISF প্রার্থীর বাড়িতে 'হামলা' দেগঙ্গায় পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে হামলার অভিযোগ। নিজেরাই ভাঙচুর করেছে, পাল্টা দাবি শাসকদলের জয়ী প্রার্থীর।

সাক্ষীকে 'খুনের চেষ্টা' : একুশের বিধানসভা ভোটের পর বারাসাতের বিজেপি নেতা মহম্মদ আলি খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও সাক্ষীকেই খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত তৃণমূলকর্মী। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।


রাজারহাটে বোমা উদ্ধার : রাজারহাটের হুদেরাইট এলাকায় ৮ টি তাজা বোমা উদ্ধার। ফাঁকা মাঠের মধ্যে ব্যাগ ভর্তি বোমাগুলি পড়ে ছিল। রাজারহাট থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। (টুলটুল)


সিঙ্গুরেও পুনর্নির্বাচন : ভোট গণনার দিন তৃণমূলের বিরুদ্ধে ব্য়ালট লুঠের অভিযোগে স্থগিত হয়ে যায় গণনা। সিঙগুরের সেই বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের।

সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা : এবার হুগলির হরিপালে ভোট পরবর্তী হিংসার। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। শাসকদলকে বদনাম করার চক্রান্ত, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

আক্রান্ত কর্মীদের পাশে : বাসন্তীতে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির সদস্য়রা। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে দলে দলে অভিযোগ জানালেন আক্রান্ত বিজেপি কর্মীরা। কর্মীদের একাংশের ক্ষোভের মুখেও পড়লেন বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা।


বিস্ফোরণে জখম ৪ : ফের বিস্ফোরণে কাঁপল ভাঙড়। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে বিস্ফোরণে জখম ৪ আইএসএফ কর্মী। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।


তৃণমূলকর্মীর বাড়িতে 'বোমাবাজি' : কুলপিতে তৃণমূলকর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ভোটে জয়ের পর তাঁদের প্রার্থীরাই ভয়ে ঘরছাড়া, পাল্টা দাবি কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


আজ কোচবিহারে কেন্দ্রীয় দল : আজ কোচবিহারে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা। যাবেন ভোট পরবর্তী হিংসায় আক্রাম্ত দলীয় কর্মীদের বাড়ি। কথা বলবেন আক্রান্ত ও নিহতদের পরিবারের সদস্য়দের সঙ্গে।

অবশেষে ঘরে ফেরা : ভোট পরবর্তী হিংসা থেকে প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন অসমে। ৫দিন পর অবশেষে বিজেপি ও সিপিএমের কর্মী ও প্রার্থীদের ঘরে ফেরাল কোচবিহার পুলিশ। বাড়ি ফিরলেও তাড়া করছে আতঙ্ক।

আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্য়ু : ভোট সন্ত্রাসে মৃত্য়ুর সংখ্যা ফের বাড়ল। কোচবিহারের এম জি এন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্য়ু হল আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের। ভোটের আগের রাতে তৃণমূলের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে।


গণনাকেন্দ্রে পড়ে ব্য়ালট পেপার : গণনাকেন্দ্রের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে ব্য়ালট পেপার। মাটিতে লুটাচ্ছে বিরোধী প্রার্থী ভোট পাওয়া ব্য়ালট পেপার ও বাতিল হওয়া ব্য়ালট পেপার। সাঁতুড়িতে, মুরাডি আরএসবিপি হাইস্কুলের ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

সার্টিফিকেট ফেরাতে 'চাপ' : বানারহাটে প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে দলের জয়ী ২ প্রার্থীকে সার্টিফিকেট ফেরাতে চাপ দেওয়ার অভিযোগ সিপিএমের। আতঙ্কে ঘরছাড়া সিপিএম প্রার্থীরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। তবে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.