WB Phase 3 Voting LIVE: তৃতীয় দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ
WB Election 2021 Phase Three Voting Percentage LIVE Updates: আজ রাজ্যে তৃতীয় দফায় তিন জেলায় ৩১ আসনে ভোটগ্রহণ
ক্যানিং পূর্বের জীবনতলায় সন্ধে সাড়ে ৬ টা বেজে গেলেও ভোটারদের লম্বা লাইন। এখনও চলছে ভোটগ্রহণ।
তৃতীয় দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ। হাওড়ায় ৭৭.৯৩ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৭৯.৩৬ শতাংশ।
আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া হাসপাতালের সামনেই 'আক্রান্ত' বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজেপি প্রার্থীকে তৃণমূল কর্মীর সজোরে ঘাড়ধাক্কা। উলুবেড়িয়া আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীর আড়াল সত্বেও হামলা। অভিযুক্ত তৃণমূল।
বিকেল ৩টে পর্যন্ত ৩ জেলায় মোট ভোটদানের হার- ৬৮.০৪ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা- ৬৫.৫৭ শতাংশ। হুগলি- ৭২.৬০ শতাংশ। হাওড়া- ৬৮.৩৭ শতাংশ।
আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ-র মাথায় বাঁশের আঘাত। উদ্ধার করতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখাতে হল নিরাপত্তারক্ষীকে। এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, গত ১০ বছর ওই এলাকার মানুষ ভোট দিতে পারেননি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ওই মানুষদের ভোট আটকে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। তাঁর বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। কোনও প্রার্থীর উচিত নয়, মানুষ কোথায় ভোট দেবেন, তা তদারিক করার।
উলুবেড়িয়া উত্তরে নির্মল মাজিকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি। মাথা ফাটল তৃণমূল প্রার্থীর নিরাপত্তা রক্ষীর। পাল্টা বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।
তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট। স্বপন দাশগুপ্তর এজেন্টকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে বুথে ঘোরার সময় হামলার অভিযোগ।
WB Election Phase 3 LIVE: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৮৯ %
বীরভূমের দুবরাজপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি বিজেপির। মৃতদেহ উদ্ধারের পর পুলিশের গাড়ি আটকে ভাঙচুর, বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।
আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বুথ দখল করার চেষ্টা বিজেপির, অভিযোগ সুজাতার।
বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে ভোট দিতে যান ওই মহিলা ভোটার। ভাইরাল ভিডিও-র ভিত্তিতে ঘটনার রিপোর্ট চাইল কমিশন। ফুটেজ দেখে অভিযুক্তকে আটক করল পুলিশ।
কুলতলি বিধানসভার দক্ষিন দুর্গাপুর গ্রামে ১৯৮ নম্বর বুথের বিজেপি এজেন্টকে বসতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী মিন্টু হালদার। পরে বারুইপুর এসডিপিও-র নেতৃত্বে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। কুলতলি থানার আইসি নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও বুথে বসতে রাজি হননি বিজেপি প্রার্থীর এজেন্ট।।
সকাল ১১টা পর্যন্ত ৩ জেলায় মোট ভোটদানের হার- ৩৪.৭১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা- ৩২.৩০ শতাংশ। হুগলি- ৩৭.৩৯ শতাংশ। হাওড়া- ৩৭.০৪ শতাংশ।
হাওড়ার শ্যামপুরে ভোটে অনিয়মের অভিযোগ। শাশুড়ির হয়ে বৌমার ভোট দেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে বুথে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। বুথে তনুশ্রীর সঙ্গে বাদানুবাদ তৃণমূল এজেন্টদের। ‘শাশুড়ি চোখে দেখতে পান না বলে বৌমাকে ভোটের অনুমতি’, দাবি সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের।
ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের গাড়ি ভাঙচুর। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলল শাসকদল।
হুগলির ধনেখালিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে মারধরের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
জয়নগর বিধানসভার ঠাকুরচক এলাকার বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজে এসে বসালেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ বুথে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই এজেন্ট নেই।
আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ।
উলুবেড়িয়া উত্তরের বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি, বিজেপি প্রার্থী চিরন বেরার। আমতার চন্দ্রপুরে ধর্নায় বসেন তিনি।
বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।
বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।
রায়দিঘির লালপুরে ভোটারদের এক হাজার টাকার কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এনিয়ে তৃণমূল-বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা বাধে।অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
জয়নগর বিধানসভার ঠাকুরচক এলাকার বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজে এসে বসালেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ বুথে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই এজেন্ট নেই।
তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে গোপীনাথপুর এলাকায় গো ব্যাক স্লোগান তৃণমূলের। ১০-১২টা গাড়ির কনভয় নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয় দেয়।
গোঘাটের বেলডিহার শ্যমবাজার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা, এজেন্ট-সহ তিনজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে যেতেও বাধা দেওয়ার অভিযোগ উঠে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।
খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে চ্যালাকাঠ দিয়ে পেটানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
বিষ্ণুপুরের রামখেলচক এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ফুলবেড়িয়া গ্রামের ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়ার অভিযোগ।
হাওড়ার শ্যামপুর বিধানসভার বানেশ্বরপুরের ২৯৩ নম্বর বুথের ভোটারদের অভিযোগ, বুথের মধ্যে আলো নেই। এমনকি ভোট দেওয়ার পর কোনও শব্দ হচ্ছে না, ভিভিপ্যাটে আলো জ্বলছে না বলে অভিযোগ। খবর পেয়ে ওই বুথে যান তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। ভোটকর্মীদের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয়।
ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বারুইপুরের পর এবার জাঙ্গিপাড়া। রসপুরে ২২০ ও ২২৪ নম্বর বুথে খোলা জানলার পাশে ইভিএম। কে কোথায় ভোট দিচ্ছে, দেখা যাচ্ছে এই অভিযোগ পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। তিনি গিয়ে জানলা বন্ধ করান।
অত্যাচারের অভিযোগ তুলে আরামবাগের সুভয়পুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর করে বুথ থেকে বের করে দেন মহিলা বিজেপি সমর্থকরা। দীর্ঘক্ষণ টালবাহানা চলার পর পুলিশের গাড়িতে চড়ে বুথ ছাড়েন তৃণমূলের এজেন্ট।
বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে ভোট দিতে যান ওই মহিলা ভোটার। ভিডিও ক্লিপের ভিত্তিতে ঘটনার রিপোর্ট চাইল কমিশন।
গোঘাটের ফুলঝোড় গ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর। গোঘাটের ফুলঝোরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে উত্তেজনা। ‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হচ্ছে’, অভিযোগ স্থানীয়দের একাংশের
বাগনানে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ভয়ে বাড়ির দরজা বন্ধ করে বসে আছেন বহু ভোটার।
ক্যানিং পূর্বে ব্যাপক বোমাবাজি। বুরানগর এলাকায় বোমাবাজি। রাস্তার ধারে পড়ে রয়েছে তাজা বোমা
ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে, জানাল কমিশন।
বারুইপুর পূর্বের বেলেগাছি কানাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি নেতা। মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
খানাকুলের হরিশচকে রাস্তা আটকে ভোটারদের প্রভাবিত করা ও বেআইনি জমায়েতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে গেরুয়া শিবির। এরপর সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও ক্যুইক রেসপন্স টিম। বেআইনি জমায়েত হঠানোর পর এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির একটি ক্যাম্প অফিস সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।
ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় আতঙ্কিত ভোটাররা। বিজেপি প্রার্থী দীপক হালদারের আশ্বাস সত্ত্বেও বুথে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁরা জানান। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত বিজেপি প্রার্থীর।
সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ। জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা- ১২.৮১ শতাংশ। হুগলি- ১৭.৩৫ শতাংশ। হাওড়া- ১৫.৫২ শতাংশ।
উলুবেড়িয়া উত্তরের আমতায় চাটরা নিউ প্রাথমিক বিদ্যালয়ের ৩টি বুথের নিরাপত্তার দায়িত্বে মধ্যপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ায় উল্টে কেন্দ্রীয় বাহিনীকেই বন্দুক-ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।
আরামবাগের গৌরহাটি এলাকায় তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুর। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইটবৃষ্টি। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়ে ওই এলাকায় যান তৃণমূল ব্লক সভাপতি। ইটবৃষ্টির মাঝে কোনওমতে এলাকা ছাড়েন তিনি।
ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বারুইপুর পূর্বের চক্রবর্তী আবাদ এলাকায় বুথের ২০০ মিটারের বাইরে তৃণমূলের বুথ ক্যাম্পে তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ওই এলাকাতেই ছোলা-মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখাতে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব। ভোটারদের আটকে রাখা, মারধর, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া সত্ত্বেও তারা আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হুগলির জাঙ্গিপাড়ার ডি এম হাইস্কুলে বুথের মধ্যে রাজ্য পুলিশ। ওই পুলিশ কর্মীকে বের করে দেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার।
সকাল সকাল ফুরফুরা হাই মাদ্রাসা বুথে ভোট দিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা-সদস্য আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি।
জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরা হাই মাদ্রাসা বুথে আইএসএফ প্রার্থী মইদুল ইসলামকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলায় আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূলের এজেন্ট ও পঞ্চায়েত প্রধান ওদুদ গাজির বচসা বাধে। সেইসময় কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশ আঙুল উঁচিয়ে হুমকি দেয় বলে আইএসএফ প্রার্থীর অভিযোগ। প্রতিবাদে বুথের বাইরে অবস্থান আইএসএফ প্রার্থীর।
ওই কেন্দ্রেরই নেতরায় আইএসএফ এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে যান আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। এজেন্টকে বসানোর পর তিনি লাইনে দাঁড়ানো ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলেন।
ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দু’ পক্ষের হাতাহাতি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। পরে ক্যুইক রেসপন্স টিম গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়।
ভোটের আগের রাতে বাসন্তীর হেদিয়াতে ১৪ এবং ১৫ নং বুথের বাইরে বোমা-গুলি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে বুথের সামনে পড়ে বোমার সুতলি, গুলির খোল। ঘটনাস্থলে পুলিশ।
ভোটের আগের রাতে বাসন্তী বিধানসভার সোনাখালি থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় বাসন্তী থানার পুলিশ। উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।
বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর আসছে বলে অভিযোগ রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের। তাই নিজের বাড়িতে মনিটরিং সেল খুলে সকলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন বাম প্রার্থী।
ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত তৃণমূল নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম ও ভিভিপ্যাট। ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসারের বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরে ভুল স্বীকার করেন অভিযুক্ত সেক্টর অফিসার। উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার দাবি, গতকাল মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার। খবর জানাজানি হতেই রাত থেকেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও।
প্রেক্ষাপট
আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি।
হাওড়ার ৭টি আসন হল - উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্বল্লভপুর।
হুগলির ৮টি আসন। সেগুলি হল - জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সেগুলি হল - বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।
এবার দেখে নেওয়া যাক, ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই ৩১টি আসনে কী ফলাফল হয়েছিল---
গত বিধানসভা ভোটে এই ৩১টি আসনের মধ্যে ২৯টিতে জিতেছিল তৃণমূল। ২টিতে জিতেছিল বাম-কংগ্রেস জোট।
তিনবছর পর, ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখেও, এই ৩১টি আসনের মধ্যে ২৯টিতেই এগিয়ে ছিল তৃণমূল। বাকি ২টি আসনে এগিয়ে ছিল বিজেপি।
এবার জেলা অনুযায়ী দেখে নেওয়া যাক, গত বিধানসভা ও লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে কে এগিয়ে ছিল, কে পিছিয়ে ছিল।
তৃতীয় দফায় (West Bengal Assembly Election 2021) হাওড়ার যে ৭টি আসনে ভোট, গত বিধানসভা ভোটে তার মধ্যে ৬টিতে জিতেছিল তৃণমূল। একটিতে জিতেছিল বাম-কংগ্রেস জোট। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, হাওড়ার এই ৭টি আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে ছিল তৃণমূল।
তৃতীয় দফায় (WB election 2021) দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনে ভোট হচ্ছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ১৬টির মধ্যে ১৫টিতে জিতেছিল তৃণমূল। একটিতে জিতেছিল বাম-কংগ্রেস জোট। ২০১৯-এর লোকসভা ভোটোর বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী অবশ্য, এই ১৬টি আসনের সবক’টি আসনে এগিয়ে ছিল তৃণমূল।
এবার হুগলি। তৃতীয় দফায় (WB Election 2021 Third Phase) এই জেলার ৮টি আসনে ভোট। গত বিধানসভা ভোটে এই ৮টি আসনের সবক’টিতে এগিয়ে ছিল তৃণমূল। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলে হুগলির এই ৮টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল। ২টিতে এগিয়ে ছিল বিজেপি।
এবার দেখে নেওয়া যাক, তৃতীয় দফায় কোন কোন ভিআইপি প্রার্থীর পরীক্ষা (WB Election 2021 Candidates)।
উলুবেড়িয়া উত্তর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক, চিকিৎসক নেতা নির্মল মাজি।
পাশের কেন্দ্র উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া, অভিনেত্রী পাপিয়া অধিকারী।
শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আরেক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।
আমতা কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন এই কেন্দ্রের দু’বারের কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।
এবার নজর দেওয়া যাক হাওড়ার পাশের জেলা হুগলিতে।
মন্ত্রী বেচারাম মান্নার বিধানসভা কেন্দ্র হরিপালে এবার তৃণমূল প্রার্থী করেছে তাঁর স্ত্রী করবী মান্নাকে।
হরিপালে করবী মান্নার প্রতিপক্ষ হিসেবে সংযুক্ত মোর্চার তরফে লড়ছেন ISF-এর চেয়ারম্যান সিমল সোরেন।
জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন দেবজিৎ সরকার।
তারকেশ্বর আসনে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। যিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে লড়ছেন।
পুরশুড়ায় তৃণমূলের টিকিটে লড়ছেন হুগলির জেলা সভাপতি দিলীপ যাদব।
নজর থাকবে আরামবাগ কেন্দ্রের দিকেও। যেখানে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডলকে। স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায়, কাঁদতে কাঁদতে তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর সৌমিত্রর সেই ঘোষণা এখনও সবার মনে আছে।
গোঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে।
এবার তৃণমূলের শক্ত গড় দক্ষিণ ২৪ পরগনার ভিআইপিদের তালিকাটা দেখে নেওয়া যাক---
রায়দিঘি আসনে এবার সংযুক্ত মোর্চার সৈনিক, প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়। গত দু’টি বিধানসভা ভোটে দেবশ্রী রায়ের কাছে হেরেছেন। কিন্তু, বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। আমফান-পরবর্তী সময়ে তিনি কীভাবে বিধ্বস্ত এলাকায় পৌঁছে গেছেন, মানুষকে সাহায্য করেছেন, তা আমরা দেখেছি। সোশাল মিডিয়ায় ‘এবার কান্তিদা-ই, এবার কান্তিদা-ই’ গান তো ভাইরাল!
রায়দিঘিতে বিজেপি প্রার্থী করেছে শান্তনু বাপুলিকে।
বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন RSP-র সুভাষ নস্কর।
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সওকত মোল্লাকে। সিপিএমে থাকাকালীন ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত একটানা এই কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন রেজ্জাক মোল্লা। তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর, ২০১৬ সালে এখান থেকে প্রার্থী হয়ে জিতে আসেন সওকত মোল্লা। এবারও ক্যানিং পূর্বে তৃণমূলের ভরসা তিনিই।
বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্য বিধানসভার স্পিকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে তৃণমূলকে হারাতে বিজেপির বাজি তৃণমূল ছেড়ে আসা নেতা। ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল-ত্যাগী দীপক হালদারকে।
ডায়মন্ডহারবার কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন বামেদের তরুণ মুখ, SFI-এর রাজ্য সভাপতি প্রতীক উর রহমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -