WB Election 2021 Voting LIVE: অন্য কোনও আসনে লড়বেন না মমতা, জানাল তৃণমূল

Assam, West Bengal Election 2021, Second Phase Voting Percentage LIVE Updates:রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়   আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Apr 2021 06:36 AM
WB Election 2021 Voting LIVE: ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও

ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও! ময়নায় বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকেও ‘মারধর’। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের। 

WB Election 2021 Voting LIVE: কেশপুরে ধারাল অস্ত্রের কোপ যুবককে

কেশপুরে ফের ভোট-সন্ত্রাস। ধারাল অস্ত্রের কোপ যুবককে। আহত দলীয় কর্মী, দাবি বিজেপির। দুপুরে তুলে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম রাজু সাঁতরা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের। 

WB Election 2021 Voting LIVE: অন্য কোনও আসনে লড়বেন না মমতা, জানাল তৃণমূল

অন্য কোনও আসনে লড়বেন না মমতা। জানাল তৃণমূল। নরেন্দ্র মোদি বক্তব্য় প্রত্যাহার করুন। দাবি তৃণমূলের। 

WB Election 2021 Voting LIVE: ওসমান চকে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা মমতার

ওসমান চকে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা মমতার। 

WB Election 2021 Voting LIVE: রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ ভারতী ঘোষের

ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ ডেবরার বিজেপি প্রার্থীর। 

WB Election 2021 Voting LIVE: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৪৩ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮০.৪৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮১.২৩ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০২ শতাংশ, বাঁকুড়ায় ৮২. ৯২ শতাংশ। শুধু নন্দীগ্রামে ৮০.৭৯ শতাংশ। 


 

WB Election 2021 Voting LIVE: মমতার পর বয়ালে শুভেন্দু অধিকারী

মমতার পর বয়ালে শুভেন্দু অধিকারী। 

WB Election 2021 Voting LIVE: বেলা ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭১.০৭ শতাংশ

বেলা ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭১.০৭ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৬৫.৬৯ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৭০.৮৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৭০.২৩ শতাংশ, বাঁকুড়ায় ৭৩.৮৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৯.৫৩ শতাংশ। 


 

WB Election 2021 Voting LIVE: এখানে ভোটে চিটিংবাজি হয়েছে, বয়ালে বিস্ফোরক মমতা

এখানে ভোটে চিটিংবাজি হয়েছে। বয়ালে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Election 2021 Voting LIVE: বয়ালে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে।

WB Election 2021 Voting LIVE: প্রায় ঘণ্টাদুয়েক পর বয়ালের বুথ থেকে বের করা হল মমতাকে

ঘণ্টাদুয়েকের মতো সময় আটকে থাকার পর বয়ালের বুথ থেকে বের করা সম্ভব হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের কড়া নিরাপত্তায় কর্ডন করে বুথ থেকে বের করে আনা হল তৃণমূল সুপ্রিমোকে।

WB Election 2021 Voting LIVE: বয়ালকাণ্ডে ট্যুইট রাজ্যপালের

বয়ালে বুথে বসেই ফোন রাজ্যপালকে ফোন মমতার। তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই ট্যুইট রাজ্যপালের। তিনি লেখেন, ‘মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’


 

WB Election 2021 Voting LIVE: ৭০ শতাংশ ভোট হয়ে গিয়েছে

 ৮০ বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল, ব্যর্থ সুফিয়ান মডেল। ৭০ শতাংশ ভোট হয়ে গিয়েছে। 

WB Election 2021 Voting LIVE: রাজ্য নির্বাচন কমিশনের কাছে ফোন করে নন্দীগ্রামের পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলেন উপ নির্বাচন কমিশনার

নন্দীগ্রামের পরিস্থিতি জানতে ফোন করেছেন সুদীপ জৈন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে ফোন করে নন্দীগ্রামের পরিস্থিতির ব্যাপারে জানতে চান উপ নির্বাচন কমিশনার।

WB Election 2021 Voting LIVE: বিজেপি দুশো আসন পেরিয়ে যাবে, জয়নগরে বললেন মোদি

বিধানসভা নির্বাচনে বিজেপি দুশো আসন পেরিয়ে যাবে, জয়নগরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

WB Election 2021 Voting LIVE: সকাল থেকে ৬৩ অভিযোগ, একটারও ব্যবস্থা নেওয়া হয়নি, বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বহিরাগতদের নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। সকাল থেকে ৬৩টি অভিযোগ হয়েছে নির্বাচন কমিশনে। একটা ব্যবস্থাও নেওয়া হয়নি। আমরা আদালতে যাব।' এ নিয়ে তিনি বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন। বয়ালে সংশ্লিষ্ট বুথের বাইরে মানবশৃঙ্খল তৈরি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে।

WB Election 2021 Voting LIVE: হিন্দিভাষী গুণ্ডারা অশান্তি করছে, বয়ালে বললেন উত্তেজিত মমতা

হিন্দিভাষী গুণ্ডারা অশান্তি করছে, বয়ালে বললেন উত্তেজিত মমতা। তিনি বলেন, 'বিহার ও উত্তরপ্রদেশের গুণ্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে। আমরা নির্বাচন কমিশনে সকাল থেকে ৬৩টি অভিযোগ জানিয়েছি। আবার অভিযোগ করা হবে।'

WB Election 2021 Voting LIVE: এবিপি আনন্দের খবরের জের, বয়ালে গেলেন মমতা

দুপুরে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতাকে দেখেই বাড়ি থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। মমতার কাছে তাঁদের অভিযোগ, সকাল থেকে অবাধে ভোট লুঠ করা হয়েছে। ছাপ্পা ভোট পড়েছে।

WB Election 2021 Voting LIVE: সবংয়ের মোহাড়ে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সবংয়ের মোহাড়ে দু-দু বার বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এজেন্টকে বুথে বসান বিজেপি প্রার্থী। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সঙ্গীদের নিয়ে বুথের দরজা পর্যন্ত ঢুকে পড়ার অভিযোগ উঠল। সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, দাবি বিজেপি প্রার্থীর।

West Bengal Election 2021: নন্দীগ্রামের বাড়ি থেকে বেরলেন মমতা

নন্দীগ্রামের বাড়ি থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে রেয়াপাড়ায় নিজের বাড়িতে বসেই নির্বাচনের খোঁজ-খবর নিচ্ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরে তিনি কমিশনের কাছে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য আবেদন জানান।

WB Election 2021 Voting LIVE: বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি তৃণমূল প্রার্থীর

মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে বুথে ঢুকে আঙুল উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দালাল, অপদার্থ বলে হুমকি দেন তৃণমূল প্রার্থী। সেইসময় ওই বুথে যান মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে সমর্থন জানিয়ে তিনি পাল্টা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রামের মির্জাচকে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

নন্দীগ্রামের মির্জাচকে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীকে ঘিরে বিক্ষোভ। 

WB Election 2021 Voting LIVE: শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ

নন্দীগ্রামে রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ।

WB Election 2021 Voting LIVE: কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা

কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুর। আক্রান্ত সংবাদ মাধ্যমের গাড়িও। বুথে ঘোরার সময় বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। 

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের। পালাতে গিয়ে ডোবায় পড়ে গেলেন এক ব্যক্তি।

WB Election 2021 Voting LIVE: বড়জোড়া বিধানসভার চান্দাই গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা গ্রামবাসীদের

বড়জোড়া বিধানসভার চান্দাই গ্রামে উত্তেজনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বয়স্ক ভোটারদের সঙ্গে পরিবারের সদস্যদের বুথে যেতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ করলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গালিগালাজ করে বলে অভিযোগ।

WB Election 2021 Voting LIVE: সকাল ১১টা পর্যন্ত মোট ভোট দানের হার ৩৭ শতাংশ

সকাল ১১টা পর্যন্ত মোট ভোট দানের হার ৩৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার ৪১। বাঁকুড়ায় ভোটদানের হার ৩৭। পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ৩৮। দক্ষিণ ২৪ পরগনা ২৭। নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ শতাংশ।

WB Election 2021 Voting LIVE: কাকদ্বীপে বিজেপি এজেন্টের গায়ে গেরুয়া জামা, বিতর্ক

কাকদ্বীপে বিজেপি এজেন্টের পোশাক বিতর্ক, তার গায়ে ছিল গেরুয়া জামা ৷ তাকে জামা পাল্টাতে বলেন প্রিসাইডিং অফিসার ৷

WB Election 2021 Voting LIVE: বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার ১৯৩ (ক) নম্বর বুথে তৃণমূল পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার ১৯৩ (ক) নম্বর বুথে তৃণমূল পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সংযুক্ত মোর্চার। কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা এ নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেন। পরে তৃণমূলের পোলিং এজেন্টের বসার জায়গা বদল করা হয়।

WB Election 2021 Voting LIVE: মহিষাদলে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মহিষাদলের সুখলালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী।

WB Election 2021 Voting LIVE: ভোটের দিন দুঃস্থদের মধ্যে টাকা বিলি করে বিতর্কে বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

ভোটের দিন মন্দিরের সামনে দুঃস্থদের মধ্যে টাকা বিলি করলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে আশীর্বাদ চান তৃণমূলের তারকা-প্রার্থী।

WB Election 2021 Voting LIVE: বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর সামনে কী করে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ।

WB Election 2021 Voting LIVE: বাঁকুড়ার ইন্দাসে বেআইনি জমায়েত, ভিড় হঠাতে তৎপর কেন্দ্রীয় বাহিনী

বাঁকুড়ার ইন্দাসে স্থানীয় ক্লাবে বেআইনি জমায়েত। লাঠি উঁচিয়ে ভিড় হঠাল কেন্দ্রীয় বাহিনী।

WB Election 2021 Voting LIVE: নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার তৃণমূল কর্মী

নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার তৃণমূল কর্মী।

WB Election 2021 Voting LIVE: সকাল ৯টা পর্যন্ত কোথায় পড়ল কত শতাংশ ভোট?

সকাল ৯ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৯ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ১৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার ১৭ শতাংশ। বাঁকুড়ায় ভোটদানের হার ১৬ শতাংশ।

WB Election 2021 Voting LIVE: ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর

কেশপুর ১০ নম্বর অঞ্চলের গরবোজপোতায় বিজেপির মহিলা এজেন্টকে মারধর। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। 

WB Election 2021 Voting LIVE: ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

ভোটের দিন রাজনৈতিক হিংসার বলি ফের এক। নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

WB Election 2021 Voting LIVE: ময়নায় বুথের মধ্যেই এবিপি আনন্দকে হুমকি দুষ্কৃতীদের

ময়নায় খবর করতে গিয়ে হুমকির মুখে এবিপি আনন্দ। ক্যামেরা বন্ধ করতে বলা হল এবিপি আনন্দের প্রতিনিধিকে। তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়ারও অভিযোগ।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ

নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের দাবি, অন্য রাজনৈতিক দলের এজেন্ট থাকলেও, এই বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই। এর পাশাপাশি, বিজেপির অভিযোগ, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এনিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

WB Election 2021 Voting LIVE: ঘাটাল বিধানসভার চকলছুপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ঘাটাল বিধানসভার চকলছুপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB Election 2021 Voting LIVE: ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ বিজেপি কর্মীকে আটক করায় সকালে থানায় যান সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর বোমাবাজি

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর বোমাবাজি। সকালেও বোমাবাজি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি ও মারধর করে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: ভোট দিতে বাইকে চেপে বুথে শুভেন্দু অধিকারী

ভোট দিতে বাইকে চেপে বুথে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁরও ভাগ্যপরীক্ষা। নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়।

WB Election 2021 Voting LIVE: কেশপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৭

দ্বিতীয় দফা ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

WB Election 2021 Voting LIVE: রেকর্ড সংখ্যায় ভোট দান করুন, বাংলায় ট্যুইট মোদির

বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন। বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

WB Election 2021 Voting LIVE: বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টদের গামছা খুলিয়ে ভিতরে ঢোকাল কেন্দ্রীয় বাহিনী

বাঁকুড়ার ওন্দা হাইস্কুলে মহিলা পরিচালিত বুথে গেরুয়া রঙের গামছা গলায় জড়িয়ে হাজির হন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টরা। কেন্দ্রীয় বাহিনী সেই গামছা খুলিয়ে তাঁদের ভিতরে ঢোকার অনুমতি দেয়।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপট

ভোটের দিন সকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপট। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃতের নাম উত্তম দলুই। পরিবারের দাবি, গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়   আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।


আজ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অসম বিধানসভা নির্বাচনেরও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.