WB Election 2021 LIVE Updates:প্রকাশ্যে ‘গোষ্ঠীকোন্দল’, দেগঙ্গায় বন্দুক হাতে দাপাদাপি তৃণমূল কর্মীর
ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিস জানার।
নিউটাউনে শপিং মলের বিজেপি নেত্রীর পার্লারের চাবি পেল পুলিশ। পামেলাকে নিয়ে পার্লারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার হন পামেলা গোস্বামী।
‘আবারও রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন সুদীপ জৈন। ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সুদীপ জৈন।বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে’, খবর সূত্রের
কয়লাকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ সিবিআইয়ের। অভিষেকের কালিঘাটের বাড়িতে সিবিআইয়ের টিম।
গতকাল মিনাখাঁয় বিজেপির পরিবর্তন যাত্রায় বোমাবাজি।দিলীপ ঘোষের কনভয়ে হামলা, বোমাবাজির অভিযোগ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনে চিঠি বিজেপির।চিঠির প্রতিলিপি পাঠানো হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপিকে।
দেগঙ্গায় তৃণমূল কর্মীর বন্দুক হাতে দাপাদাপি।ফের প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীকোন্দল’। অঞ্চল সভাপতি বনাম পঞ্চায়েত প্রধানের ‘দ্বন্দ্ব’।অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে বন্দুক হাতে চড়াও।বন্দুক হাতে চড়াও পঞ্চায়েত প্রধানের দাদা।মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ।পাখি শিকারের বন্দুক, সাফাই পঞ্চায়েত প্রধানের
নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে বাইক র্যালি শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাধা, সাউন্ড বক্স বাজিয়ে গো ব্যাক, খেলা হবে স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেন বিজেপি কর্মীরা। এদিন বিজেপি নেতার নেতৃত্বে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাইক র্যালি হওয়ার কথা ছিল। র্যালি শুরুর আগেই নারনায় তৃণমূল কর্মীরা জড়ো হন। সাউন্ড বক্সে খেলা হবে গান বাজানোর পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বাংলার সংস্কৃতিকে আক্রমণ, মন্তব্য ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের।
শ্রীরামপুরে বিজেপির অভিনব প্রচার। এদিন ইএসআই হাসপাতাল মোড় থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা। তৃণমূলকে নিশানা করে ইতালির বিখ্যাত লোকসঙ্গীত বেলা চাওয়ের প্যারোডি গাইতে গাইতে মিছিল করেন তাঁরা।
নোয়াপাড়ার পর এবার ব্যারাকপুর। বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ফ্লেক্সে এবার কালি লেপার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি মোড় এলাকায় বিজেপি নেতাদের ছবিতে কালি লেপা হয়েছে দেখে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। গতকাল নোয়াপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করে শাসক শিবির।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে, গতকালই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়েছে রুটমার্চ।
হাওড়ায় ব্যাঁটরায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এদিন নরসিংহ দত্ত রোড, পাওয়ার হাউস, দেশপ্রাণ শাসমল রোড, কালী কুণ্ডু লেনে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা।
অন্যদিকে সকাল থেকেই বর্ধমান শহরে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা। সঙ্গে ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার।
তৃণমূলের লোক ছাড়া কেউ ভোট দিতে যেতে পারবে না। যারা তৃণমূলকে ভোট দেবে না, তারা ঘরে শুয়ে থাকবে। কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দেবে, আমাদের ছেলেরা মাঠে খেলবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেই বিতর্কিত মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মুদাস্সর হোসেন। গতকাল কর্মিসভায় তৃণমূল নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের উপস্থিতিতেই এই হুঁশিয়ারি দেন পঞ্চায়েত প্রধান। 'ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী। গত ভোটের পুনরাবৃত্তি হবে না', পাল্টা কটাক্ষ বিজেপির।
মুখে নয়, এবার দেওয়ালেও খেলা হবে স্লোগান। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই দেগঙ্গা ব্লকে এই স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল। আমুলিয়া, চৌরাশি, বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়ালে খেলা হবে লিখে পাশে দলীয় প্রতীক এঁকে ভোট চাইছে তৃণমূল। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, তৃণমূল যেভাবে খেলবে, সেভাবেই জবাব দেওয়া হবে। অন্যদিকে, শাসকদলের দাবি, এবারের ভোটে খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের সাফল্য নিয়ে।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে, গতকালই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়েছে রুটমার্চ।
রবিবার সকালে বর্ধমান শহরে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা। সঙ্গে ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার।
রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে ভাঙড়ে পড়ল পোস্টার। পোস্টারে নাম রয়েছে জমি, জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। তাদের দাবি, পাওয়ার গ্রিড এলাকায় মাছিভাঙা থেকে খামারআইচ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। অভিযোগ, তার পরিবর্তে বরাদ্দ টাকায় আরাবুল ইসলামের বাড়ি গাজিপুর এলাকা থেকে নতুনহাট পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে।
যদিও বাড়ির সামনে রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ মানতে চাননি আরাবুল ইসলাম।
প্রেক্ষাপট
কলকাতা: ইকো পার্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের সাক্ষাৎ ঘিরে জল্পনা। এদিন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিস জানার। দুই নেতাই জানিয়েছেন, প্রাতর্ভ্রমণের সময় দেখা হওয়ায় তাঁরা সৌজন্য বিনিময় করেছেন।
উল্লেখ্য, ভোটের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি বারেবারেই দাবি করেছে, তৃণমূল ছেড়ে আরও নেতা ও কর্মী বিজেপিতে সামিল হবেন। এরই পরিপ্রেক্ষিতে এদিনের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।
তৃণমূল অবশ্য নেতাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে দলের ক্ষতি নয়, বরং লাভই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -