WB Election 2021 LIVE Updates: ‘মমতার আমলে মাও নাশকতার ঘটনা শূন্য, দেশের কাছে মডেল বাংলা’, সাতগাছিয়ায় অভিষেক

'যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ২ তারিখের পর আর দেখা যাবে না', বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতার

Continues below advertisement

LIVE

Background

৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে রবিবার সকালে জমজমাট প্রচার। 

আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। এরপর হুগলিরই পুরশুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ও সোনারপুর দক্ষিণে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জয়নগর ও সাতগাছিয়ায় সভা করবেন তিনি। এরপর বিষ্ণুপুর বিধানসভার খড়িবেড়িয়া থেকে রথতলা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সাংসদ। 

প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষেরও। আজ হাওড়ার বাগনান বিধানসভা কেন্দ্রে রোড শো করবেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জনসভা, ক্যানিং পশ্চিমে রোড শো, বারুইপুর পূর্বে সভা এবং মগরাহাট পূর্বে রোড শো করবেন দিলীপ ঘোষ। 

দক্ষিণ ২৪ পরগনায় আজ চারটি প্রচার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। রায়দিঘি, উস্তি, মন্দিরবাজার ও ডায়মন্ড হারবারে প্রচার করবেন তিনি।

আজ হুগলির আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর ও হাওড়ার আমতায় নির্বাচনী সভা করবেন যোগী আদিত্যনাথ। 

রাজ্যে আজ প্রচারে নামছেন ধর্মেন্দ্র প্রধানও। দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠে পুজো দিয়ে বেলঘরিয়ায় রোড শো করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। 

Continues below advertisement
Sponsored Links by Taboola