WB Election 2021 LIVE Updates: ‘মমতার আমলে মাও নাশকতার ঘটনা শূন্য, দেশের কাছে মডেল বাংলা’, সাতগাছিয়ায় অভিষেক

'যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ২ তারিখের পর আর দেখা যাবে না', বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Apr 2021 08:51 AM

প্রেক্ষাপট

৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে রবিবার সকালে জমজমাট প্রচার। আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের...More

West Bengal Election 2021: ‘কথা দিলাম ৯০ শতাংশ কাজ করব, না হলে ভোট চাইতে আসব না’,  সাতগাছিয়ায় অভিষেক

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘টাকা কেড়ে নিয়েছে তাই উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। বাংলায় বিধায়ক তহবিলের টাকা তো বন্ধ হয়নি। কথা দিলাম ৯০ শতাংশ কাজ করব, না হলে ভোট চাইতে আসব না। যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ২ তারিখের পর আর দেখা যাবে না।’