WB Election 2021 LIVE Updates: ‘মমতার আমলে মাও নাশকতার ঘটনা শূন্য, দেশের কাছে মডেল বাংলা’, সাতগাছিয়ায় অভিষেক
'যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ২ তারিখের পর আর দেখা যাবে না', বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতার
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘টাকা কেড়ে নিয়েছে তাই উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। বাংলায় বিধায়ক তহবিলের টাকা তো বন্ধ হয়নি। কথা দিলাম ৯০ শতাংশ কাজ করব, না হলে ভোট চাইতে আসব না। যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ২ তারিখের পর আর দেখা যাবে না।’
দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপি শান্তি নষ্টের চেষ্টা করেছিল পারেনি। বিজেপি ক্ষমতায় এলে একজন বাংলার ছেলে চাকরি পাবে না। জওয়ানদের প্রাণের দাম নেই, মোদি-শাহ বাংলাংয় এসে দিদি হঠাও বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাও নাশকতার ঘটনা শূন্য করে দিয়েছে, দেশের কাছে মডেল বাংলা।’
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘১০ বছরে ব্যর্থতা, কে চাকরি পেয়েছেন? ১১ সালে বলেছিলেন ৬ লক্ষ চাকরি দেবেন। করোনা না হলে রায়দিঘির কত লোক বাইরে থাকেন জানা যেত না। কাজের জন্য ৩০ লক্ষ লোককে বাইরে পাঠিয়ে দিয়েছেন মাননীয়া। সাড়ে ৫ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করে অস্থায়ী চাকরি দিচ্ছেন।’
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘মাননীয়াকে তাড়াতে হবে, আমি তো নন্দীগ্রামে বেগমকে হারিয়ে দিয়েছি। হিজাব পরে ২ ঘণ্টা বুথে বসেছিলেন, ওনাকে ঘিরে বলছিলেন জয় শ্রীরাম।’
এদের বিরুদ্ধে না গর্জালে ভবিষ্যতে ভোট দিতে পারবেন না। পাকিস্তানিদের সাহায্যে ওরা বেরিয়ে গেলে বাংলায় ভোট হবে না আর। মন্তব্য শুভেন্দুর।
গণতন্ত্রকে শেষ করেছে তোলাবাজ ভাইপো। আক্রমণ শুভেন্দু অধিকারীর।
রিপোর্ট কার্ড নিয়ে আসুন। মোদিকে অভিষেক।
নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিল নির্বাচন কমিশন। চিঠিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে। বলা হয়েছে, মক ড্রিল শুরু হয় ভোর সাড়ে ৫টায়, সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চিঠিতে সিসি ক্যামেরার ফুটেজের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোন কারচুপি হয়নি।
শুভেন্দু বলেন, আমাকে আটকাতে তৃণমূলের দুটো যুব সংগঠন করা হয়েছিল। বিনয় মিশ্রকে সেই যুবর প্রেসিডেন্ট করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থার কাছে ফেরার বিনয়ের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার হয়েছেন।
রাজ্য সরকার দ্বারা পরিচালিত সবচেয়ে বড় দুর্নীতি। বাংলার স্বার্থে, দেশের স্বার্থে এই দুর্নীতিতে ইতি টানা উচিত। দাবি করলেন শুভেন্দু অধিকারী।
পুলিশের একাংশ কয়লা-বালি-গরুপাচার চক্রে জড়িত। বিনয় মিশ্র ও ওই চক্র সম্পর্কে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তাইল্যান্ডে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে টাকা কীভাবে ঢুকেছে প্রমাণ দিয়েছি।
২০১২-১৩ সালে কয়লা-বালি-গরুপাচার দুর্নীতিতে ৯০০ কোটি টাকা। ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে বিনয় মিশ্র। বিনয় মিশ্রর ভাই গ্রেফতার হয়ে এজেন্সির হেফাজতে।
মুখ্যমন্ত্রীর ভাইপোকে কেন্দ্র করে অনেক কথোপকথন সামনে এসেছে।
বাংলার কৃষক মমতার সঙ্গে নেই। দাবি দিলীপ ঘোষের।
ঠাকুরপুকুরে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। এদিন কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারে যান বিজেপি প্রার্থী। সেইসময় ঠাকুরপুকুর থানার সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। আটকে পড়েন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।
বিজেপিকে যোগ্য জবাব দেবে বাংলার মানুষ। মন্তব্য জুন মালিয়ার।
মমতাকে অপমান করছেন মোদি। মোদির দিদি ডাক নিয়ে সরব তৃণমূল।
বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে, প্রতিশ্রুতি যোগী আদিত্যনাথের।
বাম জমানার অবসান ঘটলেও বাংলায় নৈরাজ্য দূর হয়নি। তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পশ্চিমবঙ্গবাসী। কংগ্রেস-বামকে সুযোগ দিয়েছে।
বিজেপির কার্যকর্তাদের হত্যা করছে তৃণমূল। সুদর্শন প্রামাণিককেও হত্যা করছে তৃণমূল। অভিযোগ আদিত্যনাথের।
আরামবাগে বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ।
পতাকা লাগানোকে কেন্দ্র করে কোন্নগরের বাটার মোড় এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন দু’ পক্ষের বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, গতকাল রাতে পতাকা লাগানোর সময় তাদের কর্মীদের উপর রড-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হন তিন বিজেপি কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান বিজেপি রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য। তৃণমূলের দাবি, উল্টে তাদেরই পতাকা ছিঁড়ে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সংঘর্ষের ঘটনায় দু পক্ষের ৫ জনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
রবিবার সকালে সংযুক্ত মোর্চা সমর্থিত জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষের বর্ণময় মিছিল। এদিন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বাম প্রার্থী।
দক্ষিণেশ্বরে পুজো দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। এরপর আদ্যাপীঠে পুজো দিয়ে বেলঘরিয়ায় রোড শো করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুরে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। সবংয়ের মোহাড়ে তৃণমূলের মহিলা পোলিং এজেন্টকে লাঠি-রড দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের এক নেতা-সহ আরও ২ জন। ৩ জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, ১ এপ্রিল সবংয়ের ১১ নম্বর অঞ্চলের মিঠাপুর বুথে তৃণমূলের পোলিং এজেন্ট হন ওই মহিলা তৃণমূল কর্মী। অভিযোগ, সেই আক্রোশবশত গতকাল তাঁর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাঁচাতে যাওয়ায় আক্রান্ত হন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। বিজেপির দাবি, মানস ভুঁইয়াকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
ভোটের আগে ফের উত্তপ্ত নানুর। গোপদিঘি গ্রামে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হন এক মহিলা বিজেপি সমর্থক। গেরুয়া শিবিরের দাবি, রবিবার এই এলাকায় তাদের সভা হওয়ার কথা। অভিযোগ, সেই সভা বানচাল করতে গতকাল রাতে গ্রামে বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ।
পতাকা লাগানোকে কেন্দ্র করে বারাসাত বিধানসভার ছোট জাগুলিয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল তেঁতুলিয়া গ্রামে বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের রোড শোয়ের পরই তৃণমূল কর্মীরা ওই এলাকায় আইএসএফের পতাকা খুলে দেয়। বাড়িতে গিয়ে এক আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি, যে বাড়িতে পতাকা লাগানো হয়, সেই বাড়ির সদস্যদের সঙ্গে আইএসএফ কর্মীর গন্ডগোলের জেরেই এই ঘটনা।
ক্লাব দখলের অভিযোগ ঘিরে রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মানিকতলা। পুলিশ ও সরকারি স্টিকার লাগানো ২টি গাড়ি ভাঙচুর। ঘটনায় দু’ পক্ষের ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বিবাদ বাধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই ঘটনার জেরে এলাকার একটি ক্লাব দখল করতে আসেন বিদায়ী বিধায়ক ও মানিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের অনুগামীরা। অভিযোগ, স্থানীয় বিজেপি সমর্থকদের তিনি হুমকি দেন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, সেইসময় পুলিশের একটি গাড়ি ও একটি সরকারি স্টিকার লাগানো গাড়ি ভাঙচুর করা হয়। রাতে ঘটনাস্থলে যান মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রেক্ষাপট
৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে রবিবার সকালে জমজমাট প্রচার।
আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। এরপর হুগলিরই পুরশুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ও সোনারপুর দক্ষিণে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জয়নগর ও সাতগাছিয়ায় সভা করবেন তিনি। এরপর বিষ্ণুপুর বিধানসভার খড়িবেড়িয়া থেকে রথতলা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সাংসদ।
প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষেরও। আজ হাওড়ার বাগনান বিধানসভা কেন্দ্রে রোড শো করবেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জনসভা, ক্যানিং পশ্চিমে রোড শো, বারুইপুর পূর্বে সভা এবং মগরাহাট পূর্বে রোড শো করবেন দিলীপ ঘোষ।
দক্ষিণ ২৪ পরগনায় আজ চারটি প্রচার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। রায়দিঘি, উস্তি, মন্দিরবাজার ও ডায়মন্ড হারবারে প্রচার করবেন তিনি।
আজ হুগলির আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর ও হাওড়ার আমতায় নির্বাচনী সভা করবেন যোগী আদিত্যনাথ।
রাজ্যে আজ প্রচারে নামছেন ধর্মেন্দ্র প্রধানও। দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠে পুজো দিয়ে বেলঘরিয়ায় রোড শো করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -