WB Election 2021 Live Updates: 'কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে', ভার্চুয়াল প্রচারে মোদি
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
ABP Ananda web desk Last Updated: 23 Apr 2021 08:43 AM
প্রেক্ষাপট
কলকাতা: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। আর উদ্বেগ-আতঙ্ক দুই বাড়িয়ে, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়!দু’টোই সর্বকালীন রেকর্ড।এই পরিস্থিতিতে রাজনৈতিক...More
কলকাতা: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। আর উদ্বেগ-আতঙ্ক দুই বাড়িয়ে, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়!দু’টোই সর্বকালীন রেকর্ড।এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমাবেশে রাশ না টানায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার কমিশনকে তীব্র ভর্তসনা করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে শেষ দু’দফা ভোটের আগে নতুন করে কয়েকটি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আর রোড শো, পদযাত্রা করা যাবে না। সাইকেল, বাইক, গাড়ি নিয়ে কোনও র্যালিরও অনুমতি দেওয়া হবে না।সাইকেল, বাইক কিংবা গাড়ির র্যালির জন্য আগাম অনুমতি নেওয়া হয়ে থাকলে, তা বাতিল করা হবে। জনসভার জন্য নেওয়া আগাম অনুমতিও বাতিল। পর্যাপ্ত জায়গা থাকলে এবং সোশাল ডিস্ট্যান্সিং-সহ যাবতীয় কোভিড বিধি মানা সম্ভব হলে, তবেই সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভার অনুমতি দেওয়া হবে।আজ শুক্রবার এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারটি জনসভা করার কথা ছিল। কিন্তু, সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।তার বদলে শুক্রবার বিকেল পাঁচটায় ভার্চুয়াল সভা করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার ভোটারদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানিয়েছেন, দেশে করোনার বাড়বাড়ন্ত এবং নির্বাচন কমিশনের নির্দেশিকার কথা মাথায় রেখে, আমি পূর্বনির্ধারিত সমস্ত সভা বাতিল করছি। ভার্চুয়াল মাধ্যমে মানুষের উদ্দেশে বার্তা দেব।ছ’দফা ভোট হয়ে যাওয়া পর নির্বাচন কমিশন যখন নির্দেশিকা জারি করল, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী যখন সভা বাতিল করলেন, তখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লক্ষের গণ্ডি পেরিয়ে গেছে।স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। যা আজ অবধি রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জন করোনা আক্রান্তের।এর মধ্যে বৃহস্পতিবার ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগনায় ভোট হল। সপ্তম ও অষ্টম দুই দফাতেই কলকাতায় ভোট রয়েছে। তারপর করোনা-পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়েই উদ্বিগ্ন সকলে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: 'কমিশনের নির্দেশ মতোই ভোটদান করুন', ভার্চুয়াল প্রচারে মোদি
ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত বাংলায় ভালো ভোট হয়েছে, যা দেশের কাছে অনুপ্রেরণা। এখনও ২ দফা বাকি। কমিশনের নির্দেশ মতোই ভোটদান করুন।’