WB Election 2021 Live Updates: 'কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে', ভার্চুয়াল প্রচারে মোদি
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত বাংলায় ভালো ভোট হয়েছে, যা দেশের কাছে অনুপ্রেরণা। এখনও ২ দফা বাকি। কমিশনের নির্দেশ মতোই ভোটদান করুন।’
ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, ‘কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে। কলকাতার পরিচয় সিটি অফ জয় নামে। পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অংশ হবে। বিজেপি সরকার প্রত্যেকের বাড়ির স্বপ্ন পূরণ করবে।’
ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েত থেকে পুরসভা- সবক্ষেত্রে মানুষের ভরসা ফেরাতে হবে। অনুপ্রবেশ, পাচার, তোলাবাজি, সিন্ডিকেট উন্নয়নের শত্রু। ভারতে বিনিয়োগের জন্য দুনিয়া সম্ভাবনা খুঁজছে। লাগাতার রেকর্ড বিনিয়োগ হচ্ছে ভারতে। বাংলাতেও তার প্রতিফলন হওয়া প্রয়োজন।’
ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার প্রতি কোণে গিয়ে আমি অনুভব করেছি, পরিবর্তনের ইচ্ছা কতটা প্রখর। রাজ্যের প্রত্যেকটি মানুষ সোনার বাংলা তৈরিতে সংকল্প করেছেন। আরও উন্নততর পরিষেবার জন্য মানুষ অপেক্ষা করছেন। ভেদাভেদ মুক্ত এক সমাজের জন্য বাংলার মানুষ ভোট দিচ্ছেন। প্রত্যেকেই চাইছেন বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার হোক। বিজেপির ডবল ইঞ্জিন সরকার চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।’
রাসবিহারীতে বিজেপির ট্যাবলোর উপর হামলা, ভাঙচুর। বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।
ভাটপাড়ায় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। ভাটপাড়া থানার কাছেই গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
বাগদা গুলিকাণ্ডে গ্রেফতার ৫। পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার। গতকাল আত্মরক্ষার্থে পুলিশ ৩ রাউন্ড গুলি চালায়। আহত ওসি উৎপল সাহা ও তার নিরাপত্তারক্ষী হাসপাতালে ভর্তি। দুষ্কৃতীরাও গুলি চালিয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
মালদার চাঁচলে বিজেপি কর্মীকে বেধড়ক মার। বিজেপির অভিযোগ, দিলীপ ঘোষের সভা সেরে ফেরার পথে তাদের এক কর্মীকে মারধর করে কয়েকজন তৃণমূল কর্মী। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
জামুড়িয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির কাছেই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার।দলীয় কর্মীকে খুনের অভিযোগ বিজেপি প্রার্থীর।তদন্তে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। আইএসএফ-এর অভিযোগ, ভাঙড়ের বারজুলি এলাকায় তাদের ২ কর্মীকে মারধর করে তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূলের দাবি, তাদেরই এক কর্মীকে মারধর করেছে আইএসএফ কর্মীরা। ঘটনায় দু’পক্ষের ৩ জন আহত হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। আর উদ্বেগ-আতঙ্ক দুই বাড়িয়ে, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়!দু’টোই সর্বকালীন রেকর্ড।
এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমাবেশে রাশ না টানায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার কমিশনকে তীব্র ভর্তসনা করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে শেষ দু’দফা ভোটের আগে নতুন করে কয়েকটি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আর রোড শো, পদযাত্রা করা যাবে না। সাইকেল, বাইক, গাড়ি নিয়ে কোনও র্যালিরও অনুমতি দেওয়া হবে না।
সাইকেল, বাইক কিংবা গাড়ির র্যালির জন্য আগাম অনুমতি নেওয়া হয়ে থাকলে, তা বাতিল করা হবে। জনসভার জন্য নেওয়া আগাম অনুমতিও বাতিল। পর্যাপ্ত জায়গা থাকলে এবং সোশাল ডিস্ট্যান্সিং-সহ যাবতীয় কোভিড বিধি মানা সম্ভব হলে, তবেই সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভার অনুমতি দেওয়া হবে।
আজ শুক্রবার এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারটি জনসভা করার কথা ছিল। কিন্তু, সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
তার বদলে শুক্রবার বিকেল পাঁচটায় ভার্চুয়াল সভা করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার ভোটারদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানিয়েছেন, দেশে করোনার বাড়বাড়ন্ত এবং নির্বাচন কমিশনের নির্দেশিকার কথা মাথায় রেখে, আমি পূর্বনির্ধারিত সমস্ত সভা বাতিল করছি। ভার্চুয়াল মাধ্যমে মানুষের উদ্দেশে বার্তা দেব।
ছ’দফা ভোট হয়ে যাওয়া পর নির্বাচন কমিশন যখন নির্দেশিকা জারি করল, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী যখন সভা বাতিল করলেন, তখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লক্ষের গণ্ডি পেরিয়ে গেছে।
স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। যা আজ অবধি রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জন করোনা আক্রান্তের।
এর মধ্যে বৃহস্পতিবার ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগনায় ভোট হল। সপ্তম ও অষ্টম দুই দফাতেই কলকাতায় ভোট রয়েছে। তারপর করোনা-পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়েই উদ্বিগ্ন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -