WB Election 2021 Live updates: ছত্রধর মাহাতোর ২ দিনের এনআইএ হেফাজত

West Bengal Assembly Election 2021: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন।  গতকাল প্রথম দফায় ঝাড়গ্রামের ৪, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬,  বাঁকুড়ার ৪ ও পুরুলিয়ার ৯টি আসনে হল ভোটগ্রহণ। ৫ জেলার ৩০ আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দি হল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Mar 2021 07:14 AM

প্রেক্ষাপট

কলকাতা: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন।  গতকাল প্রথম দফায় ঝাড়গ্রামের ৪, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬,  বাঁকুড়ার ৪ ও পুরুলিয়ার ৯টি আসনে হল ভোটগ্রহণ। ৫...More

WB Election 2021 Live updates: ‘নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে’

নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। লক্ষ্য রাখব, নন্দীগ্রামে পাল্টা সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অডিও টেপ নিয়েও বাগযুদ্ধ অব্যাহত দুই তরফে।