মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপির রথযাত্রা ঘিরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায় উত্তেজনা ছড়াল। রথযাত্রার পর রাস্তার দুপাশে লাগানো বিজেপির পতাকা খুলে ড্রেনে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এদিকে যাবতীয় অভিযোগই অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
শুক্রবার পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে দলীয় পতাকায় গোটা এলাকা মুড়ে ফেলেছিল বিজেপি। শনিবার সকালে সেই পতাকাই পড়ে থাকতে গেল নর্দমায়! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক এলাকা। বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন।নিউটাউনশিপ থানার পুলিশের সঙ্গেও তাদের বচসা বাধে।যথারীতি এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে তৃণমূল-বিজেপি।
দুর্গাপুরের নিউটাউনশিপ এরিয়ার বিজেপি মণ্ডল সভাপতি তরুণ দাস জানান, ‘‘কয়েকদিন আগে নাড্ডার ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয়েছিল, 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল। পুলিশ ব্যবস্থা নেয়নি। বিজেপির জনসমর্থনে ঘাবড়ে গিয়ে এসব করছে তৃণমূল।’’
দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর রাহা জানান, ‘‘যা লোক হয়েছে ওদের, ওয়ার্ডের মিছিলে এর চেয়ে বেশি লোক হয়, নিজেরাই পতাকা খুলে ড্রেনে ফেলেছে, সভায় লোক হচ্ছে না, মাফিয়াদের দলে নিচ্ছে ৷’’
গত লোকসভা ভোটে পশ্চিম বর্ধমানে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে বিজেপির। জেলার ৯টি বিধানসভার সবকটিতেই এগিয়ে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘাত ততই বাড়ছে।