CM Mamata Rally Live: 'বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা', তারকেশ্বরের সভায় মমতা

আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Apr 2021 11:32 AM
CM Mamata Rally Live:‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা'

তারকেশ্বরের সভায় মমতা নন্দীগ্রামে ভোটের দিনের ঘটনা উল্লেখ করে দাবি করেছেন, ‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তিন ঘণ্টা বসেছিলাম। ভয় পাইনি। ওরা পেট্রোল বোমা নিয়ে ঘিরে রেখেছিল’।

CM Mamata Rally: 'বানতলায় ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে'

তৃণমূল নেত্রী বলেছেন, বানতলায় ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, উত্তরপ্রদেশ,তামিলনাড়ু থেকে চলে আসবে।মেডিসিন, ডোকরার ক্লাস্টার তৈরি হচ্ছে।

CM Mamata Rally Live:'বিনা পয়সায় চাল দিচ্ছি, ফোটাবেন কীভাবে? গ্যাসের দাম তো হাজার টাকা'

তিনি বলেছেন, বিনা পয়সায় চাল দিচ্ছি, ফোটাবেন কীভাবে? গ্যাসের দাম তো হাজার টাকা।    ভোটের জন্য হয়তো ৫০ টাকা কমাবে, আবার এক হাজার টাকা বাড়াবে।

CM Mamata Rally:'বিজেপি মিথ্যা কথা বলছে, ছদ্মবেশী ধার্মিক'

মমতার অভিযোগ,  বিজেপি মিথ্যা কথা বলছে, ছদ্মবেশী ধার্মিক, পিছন থেকে ছুরি মারে।

CM Mamata Rally Live: তৃণমূল নেত্রীর প্রতিশ্রুতি

মমতা বলেছেন, কোথায় পাবেন বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড। আগামী দিন বিনা পয়সায় রেশন দিয়ে আসবে বাড়িতে। তৃণমূল নেত্রীর প্রতিশ্রুতি, আমাদের সরকার এলে মেয়েদের হাত খরচা দেবে ৫০০ থেকে হাজার টাকা, পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড হবে, সরকারই হবে জামিনদার।খেতমজুরদের তিন হাজার টাকার বদলে ৫ হাজার, এক একর জমিতে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা।

CM Mamata Rally: 'আমফানের সময় দেখা যায় না, ট্যুইট করে বসে থাকে'

মমতা বলেছেন, আমফানের সময় দেখা যায় না, ট্যুইট করে বসে থাকে, কোথায় ছিলে তোমরা, আমি খাবার দিয়েছি, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছি, আগামী দিনে আরও করে দেব

CM Mamata Rally Live: বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও

ক্যানিংয়ে  জনসভায় মমতা বলেছেন, বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও। বিভাজন ঘটাতে চাইছে। যদি বাঘ আসে তখন আপনি কী দেখবেন হিন্দুর না মুসলমান বাঘ, দেখবেন হিন্দুর না মুসলমানের ঘরে ঢুকছে, আপনারা হাতে হাত রেখে লড়াই করে রুখে দাঁড়াবেন।

CM Mamata Rally:'দুদিন বাদে ব্যাঙ্ক বন্ধ করে দেবে, টাকা পাবেন না'

মমতা বলেছেন, বিজেপি দুদিন বাদে ব্যাঙ্ক বন্ধ করে দেবে, টাকা পাবেন না। রেল বিক্রি করে দিয়েছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে। আর ভোটের সময় পাঁচশো টাকা দিচ্ছে।

CM Mamata Rally Live: 'বিজেপির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে'

মমতা বলেছেন,  দিল্লিতে ছয় বছরে বিজেপির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। এখানে কী করে ডবল ইঞ্জিন চালাবে? বাংলা ইঞ্জিন চালাবে।

CM Mamata Rally: 'নির্বাচনের আগে পায়ে চোট করে দিয়েছে'

মমতা বলেছেন, নির্বাচনের আগে পায়ে চোট করে দিয়েছে। যাতে আমি প্রচারে যেতে না পারি। আরে, আমি তো মায়ের দুটো পা নিয়ে যাব।

CM Mamata Rally Live:'অসমে ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে'

মমতা বলেছেন, অসমে এনপিআর, সিএএ-র নামে ১৮ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে।

CM Mamata Rally: কুলপির সভায় ভাষণে বিজেপিকে তোপ মমতার

কুলপির সভায় ভাষণে বিজেপিকে তোপ মমতার। তাঁর অভিযোগ, নন্দীগ্রামে বহিরাগতরা বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ও সন্তানকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিল বহিরাগতরা।

CM Mamata Rally Live: 'বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে'

মমতার অভিযোগ, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। সমস্ত হোটেল, গেস্ট হাউস-সব বুক করে নিয়েছে। বহিরাগত আনছে।

CM Mamata Rally: 'নন্দীগ্রামে মানুষ রুখে দাঁড়িয়েছে'

মমতা বলেছেন, নন্দীগ্রামে যা হয়েছিল...ওরা খুব অত্যাচার করেছিল..কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে..আমাদের পক্ষে ভোট খুব ভালো হয়েছে।

CM Mamata Rally Live: নাম না করে আব্বাস সিদ্দিকিকে নিশানা মমতার

মমতা বলেছেন, হায়দরাবাদ থেকে একজনকে বিজেপি নিয়ে এসেছে একজনকে ভোট কাটতে। নাম না করে আইএসএফের আব্বাস সিদ্দিকিকেও একহাত নিয়েছেন মমতা। 

CM Mamata Rally: ‘বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি'

মমতা বলেছেন,  ‘বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। নন্দীগ্রামেও  গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বহিরাগতরা হুমকি দিয়েছিল।  পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।’

CM Mamata Rally Live: ‘আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল'

মমতা বলেছেন, ‘আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি। দু-একটা সমস্যা হয়েছে। কিন্তু আমরা রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, পুকুর-ডোবা পরিষ্কার করেছি।

CM Mamata Rally: ক্ষোভ ছিল, তাই প্রার্থী করা হয়নি দেবশ্রীকে, বললেন মমতা

দেবশ্রী রায়কে প্রার্থী না করা নিয়ে  মমতা বলেছেন,  ‘রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি। যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি চলে গিয়েছেন।‘বিজেপির সবটাই তৃণমূলের থেকে ধার করা’

CM Mamata Rally Live: রায়দিঘির জনসভায় ভাষণ তৃণমূল নেত্রীর

রায়দিঘীর জনসভায় ভাষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রেক্ষাপট

কলকাত:     আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.