CM Mamata Rally Live: 'বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা', তারকেশ্বরের সভায় মমতা

আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Apr 2021 11:32 AM

প্রেক্ষাপট

কলকাত:     আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য...More

CM Mamata Rally Live:‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা'

তারকেশ্বরের সভায় মমতা নন্দীগ্রামে ভোটের দিনের ঘটনা উল্লেখ করে দাবি করেছেন, ‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তিন ঘণ্টা বসেছিলাম। ভয় পাইনি। ওরা পেট্রোল বোমা নিয়ে ঘিরে রেখেছিল’।