CM Mamata Rally Live: 'বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা', তারকেশ্বরের সভায় মমতা
আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর।
তারকেশ্বরের সভায় মমতা নন্দীগ্রামে ভোটের দিনের ঘটনা উল্লেখ করে দাবি করেছেন, ‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তিন ঘণ্টা বসেছিলাম। ভয় পাইনি। ওরা পেট্রোল বোমা নিয়ে ঘিরে রেখেছিল’।
তৃণমূল নেত্রী বলেছেন, বানতলায় ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, উত্তরপ্রদেশ,তামিলনাড়ু থেকে চলে আসবে।মেডিসিন, ডোকরার ক্লাস্টার তৈরি হচ্ছে।
তিনি বলেছেন, বিনা পয়সায় চাল দিচ্ছি, ফোটাবেন কীভাবে? গ্যাসের দাম তো হাজার টাকা। ভোটের জন্য হয়তো ৫০ টাকা কমাবে, আবার এক হাজার টাকা বাড়াবে।
মমতার অভিযোগ, বিজেপি মিথ্যা কথা বলছে, ছদ্মবেশী ধার্মিক, পিছন থেকে ছুরি মারে।
মমতা বলেছেন, কোথায় পাবেন বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড। আগামী দিন বিনা পয়সায় রেশন দিয়ে আসবে বাড়িতে। তৃণমূল নেত্রীর প্রতিশ্রুতি, আমাদের সরকার এলে মেয়েদের হাত খরচা দেবে ৫০০ থেকে হাজার টাকা, পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড হবে, সরকারই হবে জামিনদার।খেতমজুরদের তিন হাজার টাকার বদলে ৫ হাজার, এক একর জমিতে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা।
মমতা বলেছেন, আমফানের সময় দেখা যায় না, ট্যুইট করে বসে থাকে, কোথায় ছিলে তোমরা, আমি খাবার দিয়েছি, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছি, আগামী দিনে আরও করে দেব
ক্যানিংয়ে জনসভায় মমতা বলেছেন, বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও। বিভাজন ঘটাতে চাইছে। যদি বাঘ আসে তখন আপনি কী দেখবেন হিন্দুর না মুসলমান বাঘ, দেখবেন হিন্দুর না মুসলমানের ঘরে ঢুকছে, আপনারা হাতে হাত রেখে লড়াই করে রুখে দাঁড়াবেন।
মমতা বলেছেন, বিজেপি দুদিন বাদে ব্যাঙ্ক বন্ধ করে দেবে, টাকা পাবেন না। রেল বিক্রি করে দিয়েছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে। আর ভোটের সময় পাঁচশো টাকা দিচ্ছে।
মমতা বলেছেন, দিল্লিতে ছয় বছরে বিজেপির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। এখানে কী করে ডবল ইঞ্জিন চালাবে? বাংলা ইঞ্জিন চালাবে।
মমতা বলেছেন, নির্বাচনের আগে পায়ে চোট করে দিয়েছে। যাতে আমি প্রচারে যেতে না পারি। আরে, আমি তো মায়ের দুটো পা নিয়ে যাব।
মমতা বলেছেন, অসমে এনপিআর, সিএএ-র নামে ১৮ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে।
কুলপির সভায় ভাষণে বিজেপিকে তোপ মমতার। তাঁর অভিযোগ, নন্দীগ্রামে বহিরাগতরা বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ও সন্তানকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিল বহিরাগতরা।
মমতার অভিযোগ, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। সমস্ত হোটেল, গেস্ট হাউস-সব বুক করে নিয়েছে। বহিরাগত আনছে।
মমতা বলেছেন, নন্দীগ্রামে যা হয়েছিল...ওরা খুব অত্যাচার করেছিল..কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে..আমাদের পক্ষে ভোট খুব ভালো হয়েছে।
মমতা বলেছেন, হায়দরাবাদ থেকে একজনকে বিজেপি নিয়ে এসেছে একজনকে ভোট কাটতে। নাম না করে আইএসএফের আব্বাস সিদ্দিকিকেও একহাত নিয়েছেন মমতা।
মমতা বলেছেন, ‘বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। নন্দীগ্রামেও গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বহিরাগতরা হুমকি দিয়েছিল। পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।’
মমতা বলেছেন, ‘আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি। দু-একটা সমস্যা হয়েছে। কিন্তু আমরা রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, পুকুর-ডোবা পরিষ্কার করেছি।
দেবশ্রী রায়কে প্রার্থী না করা নিয়ে মমতা বলেছেন, ‘রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি। যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি চলে গিয়েছেন।‘বিজেপির সবটাই তৃণমূলের থেকে ধার করা’
রায়দিঘীর জনসভায় ভাষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রেক্ষাপট
কলকাত: আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -