WB Election 2021 Live Updates: ঢাকুরিয়া থেকে রোড শো মমতার, শেষ হবে কালীঘাটে

শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২১৫ নম্বর বুথের কাছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক অফিসার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Apr 2021 08:03 AM
WB Election 2021 Live:হাবড়ায় রোড শো শাহর

হাবড়ায় রোড শো অমিত শাহর

WB Election 2021 Live: ঢাকুরিয়া থেকে রোড শো মমতার

ঢাকুরিয়া থেকে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুইল চেয়ারে বসেই রোড শো তৃণমূল নেত্রীর। রোড শো হবে কালীঘাট পর্যন্ত। রাস্তার দুপাশে মানুষের ভিড়। রয়েছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন আসনের তৃণমূল প্রার্থীরা

WB Election 2021 Live Updates:বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গতকাল রাতে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আজ ঘটনাস্থলে যান বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী। তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দলের সমর্থকরা।সংঘর্ষে ৩ কর্মী আহত, দাবি তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির

WB Election 2021 Live: ইভিএম নিয়ে ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপির পোলিং এজেন্ট! তৃণমূলের অভিযোগ ঘিরে উত্তেজনা

 


জলপাইগুড়িতে ভোট-পরবর্তী অশান্তি। ইভিএম নিয়ে ফেরার পথে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপির পোলিং এজেন্টদের একই গাড়িতে দেখা যায় বলে দাবি তৃণমূলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের দাবি, রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বুথ থেকে রাত সাড়ে ১০টা নাগাদ ইভিএম নিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, গাড়িতে বাহিনীর সঙ্গে একই গাড়িতে ওঠেন বিজেপির পোলিং এজেন্টদের। তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান জলপাইগুড়ির পুলিশ সুপার ও ডিএসপি সদর।


সেইসময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি পুলিশ-প্রশাসনেরও।

WB Election 2021 Live: বেথুয়াডহরিতে রোড শো অমিত শাহর

বেথুয়াডহরিতে রোড শো অমিত শাহর।

WB Election 2021 Live:যারা এমনিতেই নাগরিক, তাদের আবার কীভাবে নাগরিকত্ব! বিজেপিকে নিশানা অভিষেকের

বনগাঁর সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা এমনিতেই নাগরিক, তাদের আবার কীভাবে নাগরিকত্ব দেবে! এভাবেই ভাঁওতাবাজি করছে বিজেপি।

WB Election 2021 Live: বিধাননগরের দত্তাবাদে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিধাননগরে ভোট পরবর্তী হিংসা। দত্তাবাদে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। এর আগে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে বিজেপি। দুজনকে গ্রেফতার করা হয়।

WB Election 2021 Live:'পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিন দিদি', মন্তব্য শাহর

অমিত শাহ বলেছেন, কামনা করছি, ২ মের আগে দিদির পা যেন ঠিক হয়ে যায়। যাতে তিনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে যেতে পারেন।

WB Election 2021 Live Updates:হতাশায় ভুগছেন দিদি, বললেন অমিত শাহ

অমিত শাহ বলেছেন, ভোটের প্রথম পাঁচ দফায় কিছু করতে পারেনি তৃণমূলের গুণ্ডারা। তাই হতাশায় ভুগছেন দিদি।

WB Election 2021 Live: 'কাটমানি সরকারকে দূর করবে মানুষ'

অমিত শাহ বলেছেন, কাটমানি সরকারকে দূর করবে মানুষ।২-মের পর গরু পাচার বন্ধ হবে।

WB Election 2021 Live Updates:শীতলকুচির মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ শাহর

অমিত শাহ বলেছেন, শীতলকুচির মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিকাণ্ডে অডিও টেপ নিয়ে তৃণমূল নেত্রীকে নিশানা শাহর।

WB Election 2021 Live:২ মে বাংলা থেকে দিদির বিদায় হবে, দাবি অমিত শাহর

জামালপুরের সভায় তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তাঁর দাবি, ২ মে বাংলা থেকে দিদির বিদায় হবে। পাঁচ দফার নির্বাচনে ১২২-এর বেশি আসনে জিততে চলেছে বিজেপি। তৃণমূলের থেকে বিজেপি অনেক এগিয়ে গিয়েছে।

WB Election 2021 Live: বোমা উদ্ধার পুলিশের

প্রগতি ময়দান থানা এলাকার খানাবেড়িয়া এলাকায় ছয়টি বোমা উদ্ধার পুলিশের।এলাকাটি এন্টালি বিধানসভার অন্তর্গত। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

WB Election 2021 Live Updates: শিমুরালিতে কর্মীকে খুনের অভিযোগে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির

নদিয়ার শিমুরালিতে বিজেপি কর্মীকে খুনের প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ দলের কর্মীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের।

WB Election 2021 Live: নদিয়ার শিমুরালিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

নদিয়ার শিমুরালিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু।বাড়ির কাছেই বাগানে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার।মৃত দিলীপ কীর্তনীয়াকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির।তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Live: মিনাখাঁ বিধানসভার পুরাতন কামারগাথি এলাকায় ভোট-পরবর্তী হিংসা

মিনাখাঁ বিধানসভার পুরাতন কামারগাথি এলাকায় ভোট-পরবর্তী হিংসা। বিদায়ী তৃণমূল বিধায়কের স্বামীর গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল পুরাতন কামারগাথি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্ট আক্রান্ত হওয়ার খবর পেয়ে সেখানে যান মিনাখাঁর বিদায়ী তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের স্বামী ও হাড়োয়া ব্লকের তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল। অভিযোগ, ফেরার পথে, তাঁর গাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে কেউ আহত হননি। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রেক্ষাপট

শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২১৫ নম্বর বুথের কাছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক অফিসার। ঘটনা সম্পর্কে বারাসাত পুলিশ জেলার এসপি, নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে রিপোর্ট দিয়ে জানিয়েছেন,  দেগঙ্গা থানার আইসি এবং SDPO বুথটি পরিদর্শন করেছেন। তাঁরা CRPF-এর ASI এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা কেউই গুলি চালানোর কোনও ঘটনা দেখেননি। সুতরাং গুলি চালানোর অভিযোগের কোনও ভিত্তি নেই বলে রিপোর্টে উল্লেখ করেছেন এসপি।


পঞ্চম দফার ভোটে সকাল থেকেই অশান্ত ছিল নদিয়ার শান্তিপুর। বেলা গড়াতেই ওঠে গুলি-বোমাবাজির অভিযোগ!এবছর প্রথমবার ভোটার তালিকায় নাম উঠেছে হারুণ বাউলের।অনেক স্বপ্ন নিয়ে প্রথমবার ভোটও দিয়েছিলেন তিনি। কিন্তু ভোট দিয়ে ফেরার পথেই তাঁকে লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।ছেলের এই অবস্থা শুনে শান্তিপুর থানায় ছুটে যান অসহায় মা। ভেঙে পড়েন কান্নায়।


গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে চলল তাণ্ডব। রেহাই পেলেন না তাঁর বৃদ্ধ বাবা-মা। 


এরইমধ্যে আজও ষষ্ঠ দফার ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.