WB Election 2021 Live Updates: ঢাকুরিয়া থেকে রোড শো মমতার, শেষ হবে কালীঘাটে

শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২১৫ নম্বর বুথের কাছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক অফিসার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Apr 2021 08:03 AM

প্রেক্ষাপট

শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই...More

WB Election 2021 Live:হাবড়ায় রোড শো শাহর

হাবড়ায় রোড শো অমিত শাহর