WB Election 2021 LIVE Updates: বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের দলীয় অফিসে বিস্ফোরণ, আহত ৩
শনিবার প্রথম দফায় রাজ্যের ৫টি জেলার ৩০টি আসনে ভোট। এর মধ্যে ২৩টি আসন জঙ্গলমহলের চার জেলায়। গতকাল শুক্রবারই এই আসনগুলির নির্বাচনের আগে প্রচার পর্ব শেষ হয়েছে। এই আসনগুলিতে ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
ভোটের আগে নির্বাচন কমিশনে সংযুক্ত মোর্চা। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ। ‘বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করছেন। বহিরাগতদের দখলে চলে গেছে বেসরকারি হোটেলগুলি। কমিশনে অভিযোগ সংযুক্ত মোর্চার। খোলা অবস্থায় পোস্টাল ব্যালট নেওয়ার অভিযোগ।
বাঁকুড়ার জয়পুরের উত্তরপাড়ে তৃণমূলের দলীয় অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ৩। তৃণমূলের দলীয় অফিসে বোমা মজুত করা হচ্ছিল, অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ।
ভোটের আগের দিন খড়গপুর থেকে অস্ত্র-সহ গ্রেফতার। নাকা চেকিংয়ের সময় গ্রেফতার এক দুষ্কৃতী। উদ্ধার সেভেন এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।
আগামীকাল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভায় ভোট। তার আগে দাঁতনের উঁচুডিহা গ্রামে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল প্রচার শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বুথ সভাপতি সমীর দে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লাঠির ঘায়ে তাঁর মাথা ফেটে যায়। আহত বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অভিযোগ করছে পদ্ম শিবির।
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সল্টলেকে শমীক ভট্টাচার্য-তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের।স্লোগান পাল্টা স্লোগানে অশান্তির সূত্রপাত। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ উভয়পক্ষের
প্রথম দফার ভোটে ব্যবহৃত হবে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে সবসময় সতর্ক থাকার নির্দেশ। রিজার্ভে থাকা জওয়ানদেরও সতর্ক থাকার নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার।
সোনামুখীতে অভিষেকের সভা। বললেন, ‘ভোট এলেই রাজ্যে আসেন বিজেপি নেতারা। আমফান, লকডাউনে তাঁদের দেখা যায়নি। ২ বছর পর বাংলায় আসছেন মোদি-শাহ। বহিরাগতরা এসে বলছেন, সোনার বাংলা গড়ব’।
১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভায় ভোট। তার আগে এই বিধানসভার জেমসপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়ির খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোসাবার বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিকের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে তাঁদের এক কর্মীর বাড়ির দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের দাবি, নিজেরা আগুন লাগিয়ে ভোটের আগে নাটক করছে বিজেপি।
ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। এবার মাধবপুরে আইএসএফ নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির সভায় যাওয়ার পথে, আইএসএফ নেতা মিন্টু শিকারিকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় আইএসএফ নেতাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল বিকেলে ভাঙড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের মারধরের অভিযোগ উঠল।
রাজ্যে প্রথম দফার ভোটের ২৪ ঘণ্টা আগে গন্ডগোলের আশঙ্কা শাসক দলের। নির্বাচনে কমিশনে নালিশ তৃণমূলের প্রতিনিধিদলের। ভগানপুর, পটাশপুর, এগরা, খেজুরিতে অশান্তির আশঙ্কা। নন্দীগ্রামে জড়ো করা হয়েছে দুষ্কৃতীদের, প্রমাণ সহ করা হয়েছে কমিশনকে নালিশ, দাবি তৃণমূলের।
আগামীকাল ঝাড়গ্রাম বিধানসভায় ভোটগ্রহণ। তার আগে বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্প পত্র বিলি করার অভিযোগে কমিশনের হাতে ধরা পড়লেন বুথ লেভেল অফিসার। ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল অভিযোগ করে, কয়েকদিন ধরেই এলাকায় বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্প পত্র বিলি করছেন বুথ লেভেল অফিসার ও আইসিডিএস কর্মী অপর্ণা মণ্ডল। গতকাল কমিশনের কর্মীরা ওই বুথ অফিসারকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযুক্তের কাছে রিপোর্ট তলব করেছেন ঝাড়গ্রামের বিডিও।
প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের জেরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপির গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০ জন। দু’ পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে বিজ্ঞানী ও জেএনইউ-এর অধ্যাপক গোবর্ধন দাসকে। এরপরই প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ জানায় বিজেপি নেতা-কর্মীদের একাংশ। বিক্ষুদ্ধদের অভিযোগ, গতকাল আলোচনার জন্য ডেকে পাঠিয়ে তাদের মারধর করা হয়। যদিও বিজেপি প্রার্থীর দাবি, দলীয় বৈঠকে তৃণমূলের প্ররোচনায় কয়েকজন ঝামেলা পাকানোর চেষ্টা করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শুক্রবার জোরদার প্রচার। হেঁটে এলাকায় ঘুরলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এদিন জগুবাবুর বাজার থেকে শুরু হয় পদযাত্রা। বাড়ি বাড়ি ঘুরে চলল প্রচার।
খড়গপুরে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে হুমকির সুর বিজেপি রাজ্য সভাপতির। বললেন, ‘বোমা ফাটিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে জবাব দিতে জানি।’
বিজেপি কর্মী-সমর্থকদের দিলীপ ঘোষের নির্দেশ, ‘ভয় দেখাতে হেঁটে এলেও যেন হেঁটে না বাড়ি ফেরে।’
ভোটের আগের দিন শালবনিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাগমারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম লালমোহন সরেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকা অশান্ত ছিল। প্রতিবাদ করেন বিজেপি কর্মী লালমোহন সরেন। মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। আগামীকাল প্রথম দফা নির্বাচনে শালবনি বিধানসভায় ভোট। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বিজেপি সমর্থকদের ওপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার নৈপুর অঞ্চলের চাঁদপুর বুথ-এর ঘটনা। বিজেপি নেতৃত্বের দাবি, রাত সাড়ে এগারোটা নাগাদ দলীয় কর্মী-সমর্থকরা এলাকায় ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় তৃণমূলের জনা ৪০ দুষ্কৃতী লাঠি-রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় ওই কর্মীদের, ভাঙচুর চালানো হয় বাড়িতে। বিজেপির দাবি, আহত হন ৬ জন বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ২ জনকে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাজ্যে প্রথম দফা ভোটের আগের দিন তিলজলা থেকে উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে মসজিদ বাড়ি লেনে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। কড়েয়া থানা এলাকার শিবতলা খালপাড়ে সিইএসসি-র একটি ট্রান্সফর্মারের পিছন থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
কাল ভোট, তার আগে কাঁথিতে নাকা চেকিং। কলকাতা-কাঁথি সড়কে চলছে নজরদারি
নদিয়ার শান্তিপুরে দলীয় কর্মী খুনের ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধ সকাল ৬টা থেকে শুরু হয়েছে। শান্তিপুর পুরসভা এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন কম। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। গতকাল বাড়ির কাছে কলাবাগান থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী প্রতাপ বর্মন-সহ ২ জনের ক্ষতবিক্ষত মৃতদেহ।
খড়গপুর শহরে তৃণমূলের সভা চলাকালীন পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গতকাল খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে তালবাগিচা এলাকায় সভার আয়োজন করা হয়। অভিযোগ, সভা চলাকালীন রাস্তায় লাগানো তৃণমূলের পতাকা ছিঁড়ে দেন স্থানীয় বিজেপি নেতা বাপ্পা ঘোষ। এর প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পতাকা ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এক বিজেপি কর্মীর দোকানে পতাকা লাগানোয়, তিনি তা খুলে তৃণমূল কর্মীদের হাতে ধরিয়ে দেন।
ভোটের আগে কমিশনের নির্দেশে অপসারিত ঝাড়গ্রামের ডিএম, কোচবিহার, ডায়মন্ডহারবারের এসপি। কলকাতা পুলিশের ডিসি সাউথ,এডিজি পশ্চিমাঞ্চলকেও বদলি। তোপ মুখ্যমন্ত্রীর।
প্রেক্ষাপট
কলকাতা: আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে রাজ্যের বিধানসভা ভোট। শনিবার রাজ্যে প্রথম দফার ভোট। শনিবার থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে।
শনিবার প্রথম দফায় রাজ্যের ৫টি জেলার ৩০টি আসনে ভোট। এর মধ্যে ২৩টি আসন জঙ্গলমহলের চার জেলায়। গতকাল শুক্রবারই এই আসনগুলির নির্বাচনের আগে প্রচার পর্ব শেষ হয়েছে। এই আসনগুলিতে ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
অন্য পর্বের নির্বাচনগুলির জন্য প্রচার চলছে জোরকদমে। আজ পশ্চিম মেদিনীপুরে তিনটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা ও ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসভা করবেন তৃণমূল নেত্রী।
ভোটের মুখে শান্তিপুরে এক বিজেপি কর্মী-সহ ২ জনের রহস্যমৃত্যু।গতকাল বাড়ির কাছে কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন শান্তিপুরের বিজেপি প্রার্থী। প্রতিবাদে আজ ১২ ঘণ্টা শান্তিপুর বিধানসভা এলাকায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাল্টা মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
প্রথম দফা ভোটের আগে ফের উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূলকর্মীর। আহত দু’পক্ষের বেশ কয়েকজন। ঘটনায় গ্রেফতার সংযুক্ত মোর্চার ৭ কর্মী।
পশ্চিম বর্ধমানের অন্ডালে বোমা ফেটে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু বলে অভিযোগ করেছেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। আদি-নব্যের লড়াইয়ের জের, পাল্টা গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে রাজ্যের শাসকদল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -